বিডিজেন ডেস্ক
বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না। ১১৯ রান। টসে জেতা ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৭ উইকেটে ১১৮ রান। রান তাড়ায় বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ৯৭ রানে।
বাংলাদেশের ব্যাটিংয়ে প্রাথমিক ধাক্কাটা আসে পাওয়ার প্লেতে। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২০ রান। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার ও তিনে নামা সোবহানা মোশতারি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। দুজনের ৩৫ রানের জুটি ভাঙে নিগার রান আউট হলে। তিনি ২০ বলে ১৫ রান করেন।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মোশতারি ও নিগার ছাড়া আর কারও ব্যাট থেকে দুই অঙ্কের রান আসেনি।
বাংলাদেশের রান যে ১০০–র কাছাকাছি গেছে, তার মূলে মোশতারির ৪৮ বলে ৪৪ রান। তিনবার জীবন পাওয়া মোশতারি ৫ চারে সাজানো ইনিংসটি খেলে আউট হন ঊনিশতম ওভারে।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের পরিবর্তে একাদশে জায়গা পান দিলারা আক্তার।
শনিবার (৫ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করে তারা দ্রুত রান করেছে শুরু ও শেষের দিকে। প্রথমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মাইয়া বুচিয়ের ও ড্যানি ওয়াট–হজ। তবে শুরুতে তাঁরা ছিলেন সতর্ক, প্রথম ৩ ওভারে ওঠে মাত্র ১৩ রান। পাওয়ারপ্লের পরের তিন ওভারে ৬টি চার মেরে রান ৫০–এর কাছাকাছি নিয়ে যান এই দুই ব্যাটারই। সপ্তম ওভারে বুচিয়েরকে মিড অনে নাহিদার ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন রাবেয়া। ১৮ বল খেলে ৩ চারে ২৩ রান করেন বুচিয়ের। পরের ওভারে ফাহিমা এলবিডব্লুর ফাঁদে ফেলেন ন্যাট স্কিভার–ব্রান্টকে।
দ্রুত দুই উইকেট হারানোর পর ইংল্যান্ড কিছুটা রয়েসয়ে খেলা শুরু করে। তবে ১২তম ওভারে রিতু মনি ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইটকে ও ১৩তম ওভারে নাহিদা ওপেনার ওয়াট–হজকে (৪০ বলে ৪১ রান) তুলে নিলে আবার খেই হারায় ইংল্যান্ড। ৭ থেকে ১৫—এই ৮ ওভারে তারা ৪ উইকেটে তোলে মাত্র ৪০ রান। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ইনিংসের মাঝের ওভারে এটি ইংলিশদের সর্বনিম্ন সংগ্রহ।
১৮ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ৯৮। তবে শেষ ২ ওভারে দুই উইকেট হারালেও ২১ রান যোগ করে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানধারী দলটি। এর মধ্যে রিতুর শেষ ওভারে একটি ছয়ও মারেন সোফি এক্লেসটোন। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন রিতু, নাহিদা ও ফাহিমা। তবে সবচেয়ে ভালো ইকোনমি রাখেন ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেওয়া লেগ স্পিনার রাবেয়া।
‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের পরের ম্যাচ ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপে শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আজ ইংল্যান্ডের কাছে হারার আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিলেন নিগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ১১৮/৭ (ওয়াট–হজ ৪১, বুচিয়ের ২৩, জোনস ১২*; ফাহিমা ২/১৮, রিতু ২/২৪, নাহিদা ২/৩২)।
বাংলাদেশ: ২০ ওভারে ৯৭/৭ (মোশতারি ৪৪, নিগার ১৫; স্মিথ ২/১১, ডিন ২/২২)।
ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ড্যানি ওয়াট–হজ।
বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না। ১১৯ রান। টসে জেতা ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৭ উইকেটে ১১৮ রান। রান তাড়ায় বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ৯৭ রানে।
বাংলাদেশের ব্যাটিংয়ে প্রাথমিক ধাক্কাটা আসে পাওয়ার প্লেতে। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২০ রান। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার ও তিনে নামা সোবহানা মোশতারি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। দুজনের ৩৫ রানের জুটি ভাঙে নিগার রান আউট হলে। তিনি ২০ বলে ১৫ রান করেন।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মোশতারি ও নিগার ছাড়া আর কারও ব্যাট থেকে দুই অঙ্কের রান আসেনি।
বাংলাদেশের রান যে ১০০–র কাছাকাছি গেছে, তার মূলে মোশতারির ৪৮ বলে ৪৪ রান। তিনবার জীবন পাওয়া মোশতারি ৫ চারে সাজানো ইনিংসটি খেলে আউট হন ঊনিশতম ওভারে।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের পরিবর্তে একাদশে জায়গা পান দিলারা আক্তার।
শনিবার (৫ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করে তারা দ্রুত রান করেছে শুরু ও শেষের দিকে। প্রথমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মাইয়া বুচিয়ের ও ড্যানি ওয়াট–হজ। তবে শুরুতে তাঁরা ছিলেন সতর্ক, প্রথম ৩ ওভারে ওঠে মাত্র ১৩ রান। পাওয়ারপ্লের পরের তিন ওভারে ৬টি চার মেরে রান ৫০–এর কাছাকাছি নিয়ে যান এই দুই ব্যাটারই। সপ্তম ওভারে বুচিয়েরকে মিড অনে নাহিদার ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন রাবেয়া। ১৮ বল খেলে ৩ চারে ২৩ রান করেন বুচিয়ের। পরের ওভারে ফাহিমা এলবিডব্লুর ফাঁদে ফেলেন ন্যাট স্কিভার–ব্রান্টকে।
দ্রুত দুই উইকেট হারানোর পর ইংল্যান্ড কিছুটা রয়েসয়ে খেলা শুরু করে। তবে ১২তম ওভারে রিতু মনি ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইটকে ও ১৩তম ওভারে নাহিদা ওপেনার ওয়াট–হজকে (৪০ বলে ৪১ রান) তুলে নিলে আবার খেই হারায় ইংল্যান্ড। ৭ থেকে ১৫—এই ৮ ওভারে তারা ৪ উইকেটে তোলে মাত্র ৪০ রান। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ইনিংসের মাঝের ওভারে এটি ইংলিশদের সর্বনিম্ন সংগ্রহ।
১৮ ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ৯৮। তবে শেষ ২ ওভারে দুই উইকেট হারালেও ২১ রান যোগ করে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানধারী দলটি। এর মধ্যে রিতুর শেষ ওভারে একটি ছয়ও মারেন সোফি এক্লেসটোন। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন রিতু, নাহিদা ও ফাহিমা। তবে সবচেয়ে ভালো ইকোনমি রাখেন ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেওয়া লেগ স্পিনার রাবেয়া।
‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের পরের ম্যাচ ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপে শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আজ ইংল্যান্ডের কাছে হারার আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিলেন নিগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ১১৮/৭ (ওয়াট–হজ ৪১, বুচিয়ের ২৩, জোনস ১২*; ফাহিমা ২/১৮, রিতু ২/২৪, নাহিদা ২/৩২)।
বাংলাদেশ: ২০ ওভারে ৯৭/৭ (মোশতারি ৪৪, নিগার ১৫; স্মিথ ২/১১, ডিন ২/২২)।
ফল: ইংল্যান্ড ২১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ড্যানি ওয়াট–হজ।
কুয়েতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ক্যামেরা। এ ক্যামেরায় চার দিনে চার হাজারের বেশি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে।
সিরা ব্যান্ডের শুরুটা হয়েছিল রিয়াদের একটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে। সেখানেই তারা অনুশীলন করত। গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। অসাধারণ গানের লাইন আর রক-আরব ফিউশনের কারণে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছে সিরা।
এসব দেশের কোনো নাগরিককে বিয়ে করলেই দ্রুত আপনি পেয়ে যেতে পারেন সেই দেশের নাগরিকত্ব।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।