logo
প্রবাসের খবর

দুবাইয়ে বেড়েছে পার্কিং ফি, গাড়ি বিক্রির কথা ভাবছেন অনেকেই

দুবাইয়ে জনপরিসরে গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় অনেকেই তাদের গাড়িটি বিক্রি করে দিতে চাচ্ছেন। যেমন আরজান শহরে বসবাসকারী খালেদ হোসেন (ছদ্মনাম) নামের একজন মিশরীয় বলেন, গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় গত জুলাই থেকে তাঁর মাসিক খরচ অন্তত ৩০০ দিরহাম বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে বছরে তাঁকে প্রায় ৪ হাজার অতিরিক্ত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ সেপ্টেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ে বেড়েছে পার্কিং ফি, গাড়ি বিক্রির কথা ভাবছেন অনেকেই

দুবাইয়ে জনপরিসরে গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় অনেকেই তাদের গাড়িটি বিক্রি করে দিতে চাচ্ছেন। যেমন আরজান শহরে বসবাসকারী খালেদ হোসেন (ছদ্মনাম) নামের একজন মিশরীয় বলেন, গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় গত জুলাই থেকে তাঁর মাসিক খরচ অন্তত ৩০০ দিরহাম বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে বছরে তাঁকে প্রায় ৪ হাজার অতিরিক্ত দিরহাম গুনতে হবে। এ জন্য তিনি তাঁর পরিবারের দ্বিতীয় গাড়িটি বিক্রি করার কথা ভাবছেন।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, আরজান ছাড়াও আরও পাঁটি গুরুত্বপূর্ণ পার্কিং স্পটে ফি বেড়েছে। সেগুলো হলো—জাদ্দাফ ওয়াটারফ্রন্ট, আল সুফৌহ গার্ডেন, দুবাই ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স, মাজান এবং লিওয়ান ১ ও ২।

খালেদ যে এলাকায় থাকেন, সেখানে পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় ৩ দিরহাম খরচ করতে হয়। তাঁর স্ত্রীর অফিস শেষ হয় সন্ধ্যা ৬ টায়। এই সময়ের জন্য প্রতিদিন তাঁকে পার্কিং ফি দিতে হয় ১২ দিরহাম। এভাবে সপ্তাহে ৮০, মাসে ৩২০ এবং বছরে প্রায় ৪ হাজার দিরহাম খরচ হবে তাঁর।

খালেদ বলেন, আগে পার্কিং বিনামূল্যে ছিল। এখন পার্কিংয়ের জন্য অতিরিক্ত এত খরচ জোগাড় করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।

শুধু আবাসিক এলাকায় নয়, শপিং মলের পার্কিং জোনে গাড়ি পার্কিংয়ের জন্যও জুলাই থেকে গুনতে হচ্ছে ফি। ২৪ ঘণ্টা পার্কিংয়ের জন্য দিতে হচ্ছে প্রায় ১ হাজার দিরহাম।

আরো পড়ুন

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

শুধুমাত্র প্রবাসীদের জন্য পেট্রোলের দাম বাড়াতে যাচ্ছে কুয়েত সরকার। কর্তৃপক্ষ কুয়েতিদের জন্য একটি নগদ অর্থের ভর্তুকি অনুমোদন করবে যাতে তাদের ওপর পেট্রোলের দামের বৃদ্ধি কোনো প্রভাব না পড়ে।

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও আগস্ট মাসে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ৪০০টিরও বেশি ভিসা আবেদন রিভিউ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

লেবাননে নতুন করে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।