বিডিজেন ডেস্ক
দুবাইয়ে জনপরিসরে গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় অনেকেই তাদের গাড়িটি বিক্রি করে দিতে চাচ্ছেন। যেমন আরজান শহরে বসবাসকারী খালেদ হোসেন (ছদ্মনাম) নামের একজন মিশরীয় বলেন, গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় গত জুলাই থেকে তাঁর মাসিক খরচ অন্তত ৩০০ দিরহাম বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে বছরে তাঁকে প্রায় ৪ হাজার অতিরিক্ত দিরহাম গুনতে হবে। এ জন্য তিনি তাঁর পরিবারের দ্বিতীয় গাড়িটি বিক্রি করার কথা ভাবছেন।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, আরজান ছাড়াও আরও পাঁটি গুরুত্বপূর্ণ পার্কিং স্পটে ফি বেড়েছে। সেগুলো হলো—জাদ্দাফ ওয়াটারফ্রন্ট, আল সুফৌহ গার্ডেন, দুবাই ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স, মাজান এবং লিওয়ান ১ ও ২।
খালেদ যে এলাকায় থাকেন, সেখানে পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় ৩ দিরহাম খরচ করতে হয়। তাঁর স্ত্রীর অফিস শেষ হয় সন্ধ্যা ৬ টায়। এই সময়ের জন্য প্রতিদিন তাঁকে পার্কিং ফি দিতে হয় ১২ দিরহাম। এভাবে সপ্তাহে ৮০, মাসে ৩২০ এবং বছরে প্রায় ৪ হাজার দিরহাম খরচ হবে তাঁর।
খালেদ বলেন, আগে পার্কিং বিনামূল্যে ছিল। এখন পার্কিংয়ের জন্য অতিরিক্ত এত খরচ জোগাড় করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
শুধু আবাসিক এলাকায় নয়, শপিং মলের পার্কিং জোনে গাড়ি পার্কিংয়ের জন্যও জুলাই থেকে গুনতে হচ্ছে ফি। ২৪ ঘণ্টা পার্কিংয়ের জন্য দিতে হচ্ছে প্রায় ১ হাজার দিরহাম।
দুবাইয়ে জনপরিসরে গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় অনেকেই তাদের গাড়িটি বিক্রি করে দিতে চাচ্ছেন। যেমন আরজান শহরে বসবাসকারী খালেদ হোসেন (ছদ্মনাম) নামের একজন মিশরীয় বলেন, গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় গত জুলাই থেকে তাঁর মাসিক খরচ অন্তত ৩০০ দিরহাম বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে বছরে তাঁকে প্রায় ৪ হাজার অতিরিক্ত দিরহাম গুনতে হবে। এ জন্য তিনি তাঁর পরিবারের দ্বিতীয় গাড়িটি বিক্রি করার কথা ভাবছেন।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, আরজান ছাড়াও আরও পাঁটি গুরুত্বপূর্ণ পার্কিং স্পটে ফি বেড়েছে। সেগুলো হলো—জাদ্দাফ ওয়াটারফ্রন্ট, আল সুফৌহ গার্ডেন, দুবাই ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স, মাজান এবং লিওয়ান ১ ও ২।
খালেদ যে এলাকায় থাকেন, সেখানে পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় ৩ দিরহাম খরচ করতে হয়। তাঁর স্ত্রীর অফিস শেষ হয় সন্ধ্যা ৬ টায়। এই সময়ের জন্য প্রতিদিন তাঁকে পার্কিং ফি দিতে হয় ১২ দিরহাম। এভাবে সপ্তাহে ৮০, মাসে ৩২০ এবং বছরে প্রায় ৪ হাজার দিরহাম খরচ হবে তাঁর।
খালেদ বলেন, আগে পার্কিং বিনামূল্যে ছিল। এখন পার্কিংয়ের জন্য অতিরিক্ত এত খরচ জোগাড় করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
শুধু আবাসিক এলাকায় নয়, শপিং মলের পার্কিং জোনে গাড়ি পার্কিংয়ের জন্যও জুলাই থেকে গুনতে হচ্ছে ফি। ২৪ ঘণ্টা পার্কিংয়ের জন্য দিতে হচ্ছে প্রায় ১ হাজার দিরহাম।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগকারীর এই বেতন কাঠামো মানা বাধ্যতামূলক।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।