বিডিজেন ডেস্ক
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির কাছে অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা ডুবে অন্তত ৪৫ জন মারা গেছেন। আরও অন্তত ৬১ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) নৌকা ডুবির ঘটনা ঘটে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওএম) কর্মকর্তারা জানান, ইয়েমেন থেকে ৩১০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা দুটি রওনা হয়েছিল। লোহিত সাগরের জিবুতি উপকূলে সেগুলো ডুবে যায়।
জিবুতি কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, ‘এখন পর্যন্ত ৬১ জন নিখোঁজ রয়েছেন। বিরতিহীনভাবে উদ্ধার অভিযান অব্যাহত আছে। নিখোঁজদের খুঁজে বের করতে এবং উদ্ধার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
নৌকা দুটি জিবুতির উত্তর-পশ্চিমের খোর অঙ্গার অঞ্চলের কাছের একটি সৈকত থেকে মাত্র ১৫০ মিটার দূরে ডুবে যায়।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত্যুঝুঁকি নিয়ে নৌকায় করে লোহিত সাগর পাড়ি দিয়ে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করে। এই পথকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথের একটি বলা হয়।
সূত্র: বিবিসি
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির কাছে অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা ডুবে অন্তত ৪৫ জন মারা গেছেন। আরও অন্তত ৬১ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) নৌকা ডুবির ঘটনা ঘটে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওএম) কর্মকর্তারা জানান, ইয়েমেন থেকে ৩১০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা দুটি রওনা হয়েছিল। লোহিত সাগরের জিবুতি উপকূলে সেগুলো ডুবে যায়।
জিবুতি কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, ‘এখন পর্যন্ত ৬১ জন নিখোঁজ রয়েছেন। বিরতিহীনভাবে উদ্ধার অভিযান অব্যাহত আছে। নিখোঁজদের খুঁজে বের করতে এবং উদ্ধার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
নৌকা দুটি জিবুতির উত্তর-পশ্চিমের খোর অঙ্গার অঞ্চলের কাছের একটি সৈকত থেকে মাত্র ১৫০ মিটার দূরে ডুবে যায়।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত্যুঝুঁকি নিয়ে নৌকায় করে লোহিত সাগর পাড়ি দিয়ে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করে। এই পথকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথের একটি বলা হয়।
সূত্র: বিবিসি
থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটিতে বিদেশি পর্যটকদের জন্য নতুন ভ্রমণ কর চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে। স্থানীয়ভাবে যেটি ‘খা ইয়েপ প্যান দিন’ অর্থাৎ—থাইল্যান্ডের মাটিতে পা রাখার কর নামে পরিচিত।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৩১ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৯৬ জনই বাংলাদেশের নাগরিক।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।