বিডিজেন ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে স্যামসাং ইলেকট্রনিক্সের ইউনিয়ন সদস্যদের প্রায় ৬০০ কর্মীকে আটক করেছে পুলিশ।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে নিজেদের দাবিতে বিক্ষোভ করার সময় মঙ্গলবার (১ অক্টোবর) তাদের আটক করে পুলিশ।
বার্তা সংস্থা সিনহুয়া জানায় এ বিষয়ে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, জনসাধারণের অসুবিধার জন্য ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের আটক করা হয়েছে। এ কর্মসূচি শুরুর আগে তারা এ ধরনের বিক্ষোভের অনুমতি চায়নি।
পুলিশ সূত্রে খবর, চারটি কমিউনিটি হলে ওইসব শ্রমিকদের আটকে রাখা হয়েছে।
এর আগে, ১৬ সেপ্টেম্বর রাজ্যের কাঞ্চিপুরম জেলায় একই কারণে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক কর্মীকে একদিনের জন্য আটক করে পুলিশ।
বেতন বৃদ্ধি ও কারখানায় নিজেদের ইউনিয়নের স্বীকৃতির দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির স্থানীয় কর্মীরা।
এসব দাবিতে শ্রমিকরা কাজ বয়কট করেছেন এবং সুঙ্গুভারচাট্রামে প্ল্যান্টের কাছে একটি অস্থায়ী তাঁবুতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
স্যামসাং কর্তৃপক্ষ, বিক্ষোভকারী কর্মীদের পাশাপাশি স্থানীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।
খবরে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্যামসাংয়ের কারখানায় ১ হাজার ৭০০ কর্মী কাজ করেন। তাদের মধ্যে এক হাজারের বেশি কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে স্যামসাং ইলেকট্রনিক্সের ইউনিয়ন সদস্যদের প্রায় ৬০০ কর্মীকে আটক করেছে পুলিশ।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে নিজেদের দাবিতে বিক্ষোভ করার সময় মঙ্গলবার (১ অক্টোবর) তাদের আটক করে পুলিশ।
বার্তা সংস্থা সিনহুয়া জানায় এ বিষয়ে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, জনসাধারণের অসুবিধার জন্য ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের আটক করা হয়েছে। এ কর্মসূচি শুরুর আগে তারা এ ধরনের বিক্ষোভের অনুমতি চায়নি।
পুলিশ সূত্রে খবর, চারটি কমিউনিটি হলে ওইসব শ্রমিকদের আটকে রাখা হয়েছে।
এর আগে, ১৬ সেপ্টেম্বর রাজ্যের কাঞ্চিপুরম জেলায় একই কারণে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক কর্মীকে একদিনের জন্য আটক করে পুলিশ।
বেতন বৃদ্ধি ও কারখানায় নিজেদের ইউনিয়নের স্বীকৃতির দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির স্থানীয় কর্মীরা।
এসব দাবিতে শ্রমিকরা কাজ বয়কট করেছেন এবং সুঙ্গুভারচাট্রামে প্ল্যান্টের কাছে একটি অস্থায়ী তাঁবুতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
স্যামসাং কর্তৃপক্ষ, বিক্ষোভকারী কর্মীদের পাশাপাশি স্থানীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।
খবরে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্যামসাংয়ের কারখানায় ১ হাজার ৭০০ কর্মী কাজ করেন। তাদের মধ্যে এক হাজারের বেশি কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগকারীর এই বেতন কাঠামো মানা বাধ্যতামূলক।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।