logo
প্রবাসের খবর

ভারতের তামিলনাড়ুতে বিক্ষোভ, স্যামসাংয়ের ৬০০ কর্মী আটক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ অক্টোবর ২০২৪
Copied!
ভারতের তামিলনাড়ুতে বিক্ষোভ, স্যামসাংয়ের ৬০০ কর্মী আটক
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে স্যামসাং ইলেকট্রনিক্সের ইউনিয়ন সদস্যদের প্রায় ৬০০ কর্মীকে আটক করেছে পুলিশ।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে নিজেদের দাবিতে বিক্ষোভ করার সময় মঙ্গলবার (১ অক্টোবর) তাদের আটক করে পুলিশ।

বার্তা সংস্থা সিনহুয়া জানায় এ বিষয়ে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, জনসাধারণের অসুবিধার জন্য ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের আটক করা হয়েছে। এ কর্মসূচি শুরুর আগে তারা এ ধরনের বিক্ষোভের অনুমতি চায়নি।

পুলিশ সূত্রে খবর, চারটি কমিউনিটি হলে ওইসব শ্রমিকদের আটকে রাখা হয়েছে।

এর আগে, ১৬ সেপ্টেম্বর রাজ্যের কাঞ্চিপুরম জেলায় একই কারণে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক কর্মীকে একদিনের জন্য আটক করে পুলিশ।

বেতন বৃদ্ধি ও কারখানায় নিজেদের ইউনিয়নের স্বীকৃতির দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির স্থানীয় কর্মীরা।

এসব দাবিতে শ্রমিকরা কাজ বয়কট করেছেন এবং সুঙ্গুভারচাট্রামে প্ল্যান্টের কাছে একটি অস্থায়ী তাঁবুতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

স্যামসাং কর্তৃপক্ষ, বিক্ষোভকারী কর্মীদের পাশাপাশি স্থানীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।

খবরে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্যামসাংয়ের কারখানায় ১ হাজার ৭০০ কর্মী কাজ করেন। তাদের মধ্যে এক হাজারের বেশি কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন।

আরও দেখুন

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।

১৪ ঘণ্টা আগে

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।

১৭ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। এবার সেটা বাস্তবায়নও করলেন।

১৮ ঘণ্টা আগে

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

৪ দিন আগে