বিডিজেন ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে স্যামসাং ইলেকট্রনিক্সের ইউনিয়ন সদস্যদের প্রায় ৬০০ কর্মীকে আটক করেছে পুলিশ।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে নিজেদের দাবিতে বিক্ষোভ করার সময় মঙ্গলবার (১ অক্টোবর) তাদের আটক করে পুলিশ।
বার্তা সংস্থা সিনহুয়া জানায় এ বিষয়ে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, জনসাধারণের অসুবিধার জন্য ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের আটক করা হয়েছে। এ কর্মসূচি শুরুর আগে তারা এ ধরনের বিক্ষোভের অনুমতি চায়নি।
পুলিশ সূত্রে খবর, চারটি কমিউনিটি হলে ওইসব শ্রমিকদের আটকে রাখা হয়েছে।
এর আগে, ১৬ সেপ্টেম্বর রাজ্যের কাঞ্চিপুরম জেলায় একই কারণে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক কর্মীকে একদিনের জন্য আটক করে পুলিশ।
বেতন বৃদ্ধি ও কারখানায় নিজেদের ইউনিয়নের স্বীকৃতির দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির স্থানীয় কর্মীরা।
এসব দাবিতে শ্রমিকরা কাজ বয়কট করেছেন এবং সুঙ্গুভারচাট্রামে প্ল্যান্টের কাছে একটি অস্থায়ী তাঁবুতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
স্যামসাং কর্তৃপক্ষ, বিক্ষোভকারী কর্মীদের পাশাপাশি স্থানীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।
খবরে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্যামসাংয়ের কারখানায় ১ হাজার ৭০০ কর্মী কাজ করেন। তাদের মধ্যে এক হাজারের বেশি কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে স্যামসাং ইলেকট্রনিক্সের ইউনিয়ন সদস্যদের প্রায় ৬০০ কর্মীকে আটক করেছে পুলিশ।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে নিজেদের দাবিতে বিক্ষোভ করার সময় মঙ্গলবার (১ অক্টোবর) তাদের আটক করে পুলিশ।
বার্তা সংস্থা সিনহুয়া জানায় এ বিষয়ে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, জনসাধারণের অসুবিধার জন্য ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের আটক করা হয়েছে। এ কর্মসূচি শুরুর আগে তারা এ ধরনের বিক্ষোভের অনুমতি চায়নি।
পুলিশ সূত্রে খবর, চারটি কমিউনিটি হলে ওইসব শ্রমিকদের আটকে রাখা হয়েছে।
এর আগে, ১৬ সেপ্টেম্বর রাজ্যের কাঞ্চিপুরম জেলায় একই কারণে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক কর্মীকে একদিনের জন্য আটক করে পুলিশ।
বেতন বৃদ্ধি ও কারখানায় নিজেদের ইউনিয়নের স্বীকৃতির দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির স্থানীয় কর্মীরা।
এসব দাবিতে শ্রমিকরা কাজ বয়কট করেছেন এবং সুঙ্গুভারচাট্রামে প্ল্যান্টের কাছে একটি অস্থায়ী তাঁবুতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
স্যামসাং কর্তৃপক্ষ, বিক্ষোভকারী কর্মীদের পাশাপাশি স্থানীয় সরকারের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।
খবরে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্যামসাংয়ের কারখানায় ১ হাজার ৭০০ কর্মী কাজ করেন। তাদের মধ্যে এক হাজারের বেশি কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন।
কুয়েতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ক্যামেরা। এ ক্যামেরায় চার দিনে চার হাজারের বেশি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে।
সিরা ব্যান্ডের শুরুটা হয়েছিল রিয়াদের একটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে। সেখানেই তারা অনুশীলন করত। গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। অসাধারণ গানের লাইন আর রক-আরব ফিউশনের কারণে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছে সিরা।
এসব দেশের কোনো নাগরিককে বিয়ে করলেই দ্রুত আপনি পেয়ে যেতে পারেন সেই দেশের নাগরিকত্ব।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।