logo
প্রবাসের খবর

কাতারে ব্যাঙ্ক ঋণ কেলেঙ্কারিতে ভারতীয় ব্যবসায়ী অভিযুক্ত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কাতারে ব্যাঙ্ক ঋণ কেলেঙ্কারিতে ভারতীয় ব্যবসায়ী অভিযুক্ত
কাতারে ব্যাঙ্ক ঋণ কেলেঙ্কারিতে ভারতীয় ব্যবসায়ী

দোহা ব্যাঙ্কের ঋণ জালিয়াতির ঘটনায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ২৮ আগস্ট কেরালার তিনটি স্থানে অভিযান চালিয়েছে। কান্নুর-ভিত্তিক একজন ব্যবসায়ীর এই বিশাল আর্থিক জালিয়াতি সাথে জড়িত থাকার বিষয়টি প্রমাণে এই অভিযান চালান হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, প্রধান সন্দেহভাজন ইসমাইল চক্কারাথ কাতারের রাজধানী দোহায় ইউনাইটেড ব্যাঙ্ক লিমিটেডে প্রায় ৬১ কোটি রুপিরও বেশি প্রতারণা করেছেন বলে অভিযোগ।

ইডির কোঝিকোড় কার্যালয় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে এই অভিযান চালায় এবং সাড়ে তিন লাখ রুপি নগদ ও গুরুত্বপূর্ণ নথি জব্দ করে। এ থেকে চকরাথের আন্তর্জাতিক কেলেঙ্কারির সাথে যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে এএনআই জানিয়েছে।

অর্থ পাচারের মামলাটি কেরালা পুলিশের (কান্নুর ও কাসারাগোদ জেলা) ক্রাইম ব্রাঞ্চ এবং অর্থনৈতিক অপরাধ দমন শাখার দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে হয়েছে। এতে অভিযোগ করা হয় যে, কান্নুরের থুভাক্কুনুর বাসিন্দা চকরাথ গ্রান্ট মার্ট ট্রেডিং নামে একটি ফার্ম চালাচ্ছিলেন। তদন্তে বেরিয়ে আসে যে, চাক্কারাথ তাঁর দোহা-ভিত্তিক ফার্ম, গ্রান্ট মার্ট ট্রেডিংকে বড় করার জন্য ইউনাইটেড ব্যাঙ্ক লিমিটেড থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৬১.২৮ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। অভিযোগ করা হয় যে, তিনি ঋণ পরিশোধ করেননি বা ঋণ যে কাজে নেওয়া তাতে ব্যবহার করেননি।

কান্নুর ও কাসারগোড়ে ক্রাইম ব্রাঞ্চের অর্থনৈতিক অপরাধ শাখার দায়ের করা এফআইআরের ওপর ভিত্তি করে ইডির তদন্ত শুরু হয়েছে। এই তদন্তে আর্থিক অসদাচরণের একটি জটিল জাল উন্মোচিত হয়েছে। তদন্তের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, চক্করথ ঋণের সমপরিমাণ অর্থ কেরালার ওয়েনাডে বিনিয়োগের জন্য সরিয়ে নিয়েছিলেন। তার পুরোটাই ছিল বেনামি লেনদেন।

তদন্ত শুরু হওয়ার সাথে সাথে, কর্তৃপক্ষ চক্করথের বিস্তৃত নেটওয়ার্ক এবং তার কথিত আর্থিক অপরাধের বিষয়গুলো সম্পূর্ণ যাচাই করছে। কর্তৃপক্ষ বলেছে যে, মামলাটি আন্তঃসীমান্ত আর্থিক জালিয়াতির ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং এই ধরনের অত্যাধুনিক স্কিমগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য বর্ধিত আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনিয়তা তুলে ধরেছে।

আরও দেখুন

লন্ডনে সলিল চৌধুরীর শতবর্ষে আনন্দধারা আর্টসের মনোজ্ঞ পরিবেশনা

লন্ডনে সলিল চৌধুরীর শতবর্ষে আনন্দধারা আর্টসের মনোজ্ঞ পরিবেশনা

প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে গানের পাশাপাশি সলিল চৌধুরীর ভাবনা, দর্শন ও সৃজনযাত্রা নতুনভাবে ধরা দেয় শ্রোতা–দর্শকদের সামনে।

১০ ঘণ্টা আগে

টরন্টোয় কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকী পালিত

টরন্টোয় কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকী পালিত

কবি সাহিদুল আলম টুকুর ৬০তম জন্মবার্ষিকীর আনন্দ–আড্ডায় তার কবিতা গ্রন্থ থেকে আবৃত্তি করেন দিলারা নাহার বাবু, ফারিয়া সাহেলী ও মানবী মৃধা। সংগীত পরিবেশন করেন শিরীন চৌধুরী ও শামীম আমিনুর রহমান।

১১ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯৯৪ সালে ‘প্রবাস’ নামে যে সংগঠনটির জন্ম, কালের পরিক্রমায় সেই সংগঠন আজ বাংলাদেশ ক্লাব, জেনেভা। সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটিকে সুইজারল্যান্ডে পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করে আসছে।

১৫ ঘণ্টা আগে