logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় প্রতিবন্ধী নারী অপহরণের অভিযোগে দুই বাংলাদেশি আটক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় প্রতিবন্ধী নারী অপহরণের অভিযোগে দুই বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় প্রতিবন্ধী নারী অপহরণের অভিযোগে দুই বাংলাদেশি আটক। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার মেলাকা রাজ্যে এক প্রতিবন্ধী নারীকে অপহরণ ও মারধরের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মেলাকা তেঙ্গাহ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট।

তবে পুলিশ ভুক্তভোগী নারী কিংবা ওই দুই বাংলাদেশি কারও পরিচয় প্রকাশ করেনি। শুধু তাদের বয়সের কথা জানিয়েছে।

পুলিশের তথ্য মতে, ওই নারীর বয়স ২২ বছর। আর দুই বাংলাদেশির একজনের বয়স ২০ এবং আরেকজনের ৩৬।

ক্রিস্টোফার প্যাটিট জানান, এক প্রতিবন্ধী নারীকে অপহরণের পর হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে রাজ্যের আয়ের কেরোর তামান তাসিক এলাকার একটি বাড়ি থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। ওই প্রতিবন্ধী নারীর বাড়ির পেছনে বসবাস করতেন ওই দুই বাংলাদেশি।

তিনি জানান, বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তারা ওই নারীর কক্ষে প্রবেশ করে। এরপর মোবাইল ফোনের চার্জার দিয়ে তার হাত-পা বেঁধে অন্য একটা বাড়িতে নিয়ে যায়। ওই নারীর পরিবার তার নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানালে অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিট পর তাকে একটি বাড়ি থেকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটা হাতুড়ি ও একটা ফোনের চার্জার উদ্ধার করে। পরে ঘটনার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে পুলিশ। আটকের পর তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আরও দেখুন

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশের কর্মকর্তা।

১৪ ঘণ্টা আগে

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।

১৭ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ

শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। এবার সেটা বাস্তবায়নও করলেন।

১৮ ঘণ্টা আগে

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

৪ দিন আগে