বিডিজেন ডেস্ক
বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷
গত রবিবার জারি করা এক বিবৃতিতে জাতীয় রাজস্ব ব্যুরো বলেছে, করের এই প্রয়োগ ২০২৪ সালের ডিক্রি-আইন নং (11) অনুসারে এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সাথে সম্মতির ভিত্তিতে করা হচ্ছে। এই ডিক্রিটি ২০২৫ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। আর যারা এই করের আওতায় পড়বে বলে মনে করে তাদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার আগে ব্যুরোতে নিবন্ধন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ট্যাক্স প্রয়োগের সাথে সাথে বাহরাইন আন্তর্জাতিক করের মানগুলো মেনে চলার বিষয়টি নিশ্চিত করবে। ওইসিডি কর ফাঁকি রোধ করতে এবং কম করের হারসহ দেশগুলোতে পদক্ষেপ নিরুৎসাহিত করতে বড় বহুজাতিক কোম্পানির ওপর ন্যূনতম ১৫ শতাংশ কর আরোপ করে।
বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷
গত রবিবার জারি করা এক বিবৃতিতে জাতীয় রাজস্ব ব্যুরো বলেছে, করের এই প্রয়োগ ২০২৪ সালের ডিক্রি-আইন নং (11) অনুসারে এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সাথে সম্মতির ভিত্তিতে করা হচ্ছে। এই ডিক্রিটি ২০২৫ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। আর যারা এই করের আওতায় পড়বে বলে মনে করে তাদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার আগে ব্যুরোতে নিবন্ধন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ট্যাক্স প্রয়োগের সাথে সাথে বাহরাইন আন্তর্জাতিক করের মানগুলো মেনে চলার বিষয়টি নিশ্চিত করবে। ওইসিডি কর ফাঁকি রোধ করতে এবং কম করের হারসহ দেশগুলোতে পদক্ষেপ নিরুৎসাহিত করতে বড় বহুজাতিক কোম্পানির ওপর ন্যূনতম ১৫ শতাংশ কর আরোপ করে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।