
বিডিজেন ডেস্ক

বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷
গত রবিবার জারি করা এক বিবৃতিতে জাতীয় রাজস্ব ব্যুরো বলেছে, করের এই প্রয়োগ ২০২৪ সালের ডিক্রি-আইন নং (11) অনুসারে এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সাথে সম্মতির ভিত্তিতে করা হচ্ছে। এই ডিক্রিটি ২০২৫ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। আর যারা এই করের আওতায় পড়বে বলে মনে করে তাদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার আগে ব্যুরোতে নিবন্ধন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ট্যাক্স প্রয়োগের সাথে সাথে বাহরাইন আন্তর্জাতিক করের মানগুলো মেনে চলার বিষয়টি নিশ্চিত করবে। ওইসিডি কর ফাঁকি রোধ করতে এবং কম করের হারসহ দেশগুলোতে পদক্ষেপ নিরুৎসাহিত করতে বড় বহুজাতিক কোম্পানির ওপর ন্যূনতম ১৫ শতাংশ কর আরোপ করে।

বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷
গত রবিবার জারি করা এক বিবৃতিতে জাতীয় রাজস্ব ব্যুরো বলেছে, করের এই প্রয়োগ ২০২৪ সালের ডিক্রি-আইন নং (11) অনুসারে এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সাথে সম্মতির ভিত্তিতে করা হচ্ছে। এই ডিক্রিটি ২০২৫ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। আর যারা এই করের আওতায় পড়বে বলে মনে করে তাদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার আগে ব্যুরোতে নিবন্ধন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ট্যাক্স প্রয়োগের সাথে সাথে বাহরাইন আন্তর্জাতিক করের মানগুলো মেনে চলার বিষয়টি নিশ্চিত করবে। ওইসিডি কর ফাঁকি রোধ করতে এবং কম করের হারসহ দেশগুলোতে পদক্ষেপ নিরুৎসাহিত করতে বড় বহুজাতিক কোম্পানির ওপর ন্যূনতম ১৫ শতাংশ কর আরোপ করে।
এই উদ্যোগের পর বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য প্রয়োজন হলেও দেশটিতে বাড়তি সময় অবস্থান করা কঠিন হবে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়ে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৮ ও ১০ বছর বয়সী ২ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি। এ বছরের (২০২৫) জুনের শেষ পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মসংস্থানের অনুমতি (ওয়ার্ক পারমিট) নিয়ে সেখানে কর্মরত ছিলেন।
মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির।