বিডিজেন ডেস্ক
বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷
গত রবিবার জারি করা এক বিবৃতিতে জাতীয় রাজস্ব ব্যুরো বলেছে, করের এই প্রয়োগ ২০২৪ সালের ডিক্রি-আইন নং (11) অনুসারে এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সাথে সম্মতির ভিত্তিতে করা হচ্ছে। এই ডিক্রিটি ২০২৫ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। আর যারা এই করের আওতায় পড়বে বলে মনে করে তাদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার আগে ব্যুরোতে নিবন্ধন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ট্যাক্স প্রয়োগের সাথে সাথে বাহরাইন আন্তর্জাতিক করের মানগুলো মেনে চলার বিষয়টি নিশ্চিত করবে। ওইসিডি কর ফাঁকি রোধ করতে এবং কম করের হারসহ দেশগুলোতে পদক্ষেপ নিরুৎসাহিত করতে বড় বহুজাতিক কোম্পানির ওপর ন্যূনতম ১৫ শতাংশ কর আরোপ করে।
বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷বাহরাইন সরকার আগামী জানুয়ারি থেকে সে দেশে কর্মরত বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর নতুন কর আরোপ করবে। বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এই করের পরিমাণ হবে কোম্পানিগুলোর লভ্যাংশের ন্যূনতম ১৫ শতাংশ। আর করারোপ করা হবে সেই বহুজাতিক কোম্পানির ওপর যাদের বৈশ্বিক রাজস্ব গত চার অর্থবছরের অন্তত দুটিতে ৮৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে৷
গত রবিবার জারি করা এক বিবৃতিতে জাতীয় রাজস্ব ব্যুরো বলেছে, করের এই প্রয়োগ ২০২৪ সালের ডিক্রি-আইন নং (11) অনুসারে এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সাথে সম্মতির ভিত্তিতে করা হচ্ছে। এই ডিক্রিটি ২০২৫ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। আর যারা এই করের আওতায় পড়বে বলে মনে করে তাদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার আগে ব্যুরোতে নিবন্ধন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ট্যাক্স প্রয়োগের সাথে সাথে বাহরাইন আন্তর্জাতিক করের মানগুলো মেনে চলার বিষয়টি নিশ্চিত করবে। ওইসিডি কর ফাঁকি রোধ করতে এবং কম করের হারসহ দেশগুলোতে পদক্ষেপ নিরুৎসাহিত করতে বড় বহুজাতিক কোম্পানির ওপর ন্যূনতম ১৫ শতাংশ কর আরোপ করে।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগকারীর এই বেতন কাঠামো মানা বাধ্যতামূলক।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।