logo
প্রবাসের খবর

ফুটবল বিশ্বকাপে এলজিবিটিকিউ সমর্থকদের স্বাগত জানাবে সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৪
Copied!
ফুটবল বিশ্বকাপে এলজিবিটিকিউ সমর্থকদের স্বাগত জানাবে সৌদি
ফুটবল বিশ্বকাপে এলজিবিটিকিউ সমর্থকদের স্বাগত জানাবে সৌদি

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপে বিভিন্ন দেশের সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের (এলজিবিটিকিউ) সমর্থকদের স্বাগত জানাবে সৌদি আরব। এমনটি জানিয়েছেন দেশটির ফুটবল বিশ্বকাপ বিড ইউনিটের প্রধান হাম্মাদ আলবালাভি।

আয়ারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম আইরিশ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপেরর আয়োজক হতে এখন পর্যন্ত আর কেউ আবেদন করেনি সৌদি ছাড়া। চলতি বছরের শেষে বিশ্বকাপের সেই আসরের আয়োজক নিয়ে হবে ভোট। ধারণা করা হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌদি আরবের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনাই বেশি।

আগস্টে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ২০৩৪ সালের পুরুষ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার বিডে ফিফার নিজস্ব মানবাধিকারের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়েছে সৌদি আরব। সংস্থাটি দেশটির মানবাধিকার সুরক্ষা উন্নত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

অ্যামনেস্টি বলছে, সৌদিতে এলজিবিটিকিউ পক্ষে কাজ করা কোনো সরকারি সংস্থা নেই। দেশটির আইনে সমকামীদের মৃত্যুদণ্ডের কথাও বলা আছে।

এ নিয়ে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আলবালাভি বলেন, আপনাদের শ্রদ্ধা করা হবে। আপনাদের স্বাগত জানানো হবে। মানুষজনকে সৌদি সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। আর এটি জানার সর্বোত্তম মাধ্যম হলো ভ্রমণ। আপনারা অতিথিপরায়ণ সৌদিদের খুঁজে পাবেন। আমরা আমাদের অতিথিদের সাদরে গ্রহণ করতে চাই।

এদিকে গত বছর সৌদি সরকার পরিচালিত পর্যটন ওয়েবসাইটে এলজিবিটি দর্শনার্থীদের জন্য বলা হয়, আমরা চাই আপনারা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্মান করুন এবং আইন অনুসরণ করুন।

আরও পড়ুন

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

১৩ ঘণ্টা আগে

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

১ দিন আগে

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

২ দিন আগে

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।

৪ দিন আগে