logo
প্রবাসের খবর

আমিরাতে বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর মাসের লটারি জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর মাসের লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের মুদ্রায় এই অর্থ ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি।

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আমিরাতে বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর মাসের লটারি জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি
আমিরাতে বিগ টিকিট আবুধাবির একজন বিজয়ী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর মাসের লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের মুদ্রায় এই অর্থ ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি।

প্রবাসী বাংলাদেশির নাম নুর মিয়া শামশু মিয়া। তিনি ইউএইর আল-আইন শহরের বাস করেন। তাঁর কেনা লটারির টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নুর মিয়া শামশু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। এই লটারিতে তিনি ছাড়াও আরও কয়েকজন ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।

এর আগে আগস্ট মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। সেপ্টেম্বর মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এ মাসের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেওয়া হয় তাঁকে। তাঁর হাতেই ওঠে নুর মিয়া শামশু মিয়ার টিকিটের নম্বরটি।

৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।

এদিকে অক্টোবর মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি। এবারের প্রথম পুরস্কার ২ কোটি দিরহাম। এ ছাড়া ১০ জন পাবেন ১ লাখ দিরহাম করে। সঙ্গে থাকবে ৪ লাখ দিরহাম দামের বিলাসবহুল একটি করে গাড়ি। ৩ অক্টোবর এই লটারির পুরস্কার ঘোষণা করা হবে।

সূত্র: বিগ টিকিট আবুধাবির ওয়েবসাইট ও খালিজ টাইমস।

আরো পড়ুন

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

শুধুমাত্র প্রবাসীদের জন্য পেট্রোলের দাম বাড়াতে যাচ্ছে কুয়েত সরকার। কর্তৃপক্ষ কুয়েতিদের জন্য একটি নগদ অর্থের ভর্তুকি অনুমোদন করবে যাতে তাদের ওপর পেট্রোলের দামের বৃদ্ধি কোনো প্রভাব না পড়ে।

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও আগস্ট মাসে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ৪০০টিরও বেশি ভিসা আবেদন রিভিউ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

লেবাননে নতুন করে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।