বিডিজেন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর মাসের লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের মুদ্রায় এই অর্থ ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি।
প্রবাসী বাংলাদেশির নাম নুর মিয়া শামশু মিয়া। তিনি ইউএইর আল-আইন শহরের বাস করেন। তাঁর কেনা লটারির টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নুর মিয়া শামশু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। এই লটারিতে তিনি ছাড়াও আরও কয়েকজন ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।
এর আগে আগস্ট মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। সেপ্টেম্বর মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এ মাসের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেওয়া হয় তাঁকে। তাঁর হাতেই ওঠে নুর মিয়া শামশু মিয়ার টিকিটের নম্বরটি।
৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।
এদিকে অক্টোবর মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি। এবারের প্রথম পুরস্কার ২ কোটি দিরহাম। এ ছাড়া ১০ জন পাবেন ১ লাখ দিরহাম করে। সঙ্গে থাকবে ৪ লাখ দিরহাম দামের বিলাসবহুল একটি করে গাড়ি। ৩ অক্টোবর এই লটারির পুরস্কার ঘোষণা করা হবে।
সূত্র: বিগ টিকিট আবুধাবির ওয়েবসাইট ও খালিজ টাইমস।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর মাসের লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের মুদ্রায় এই অর্থ ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি।
প্রবাসী বাংলাদেশির নাম নুর মিয়া শামশু মিয়া। তিনি ইউএইর আল-আইন শহরের বাস করেন। তাঁর কেনা লটারির টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নুর মিয়া শামশু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। এই লটারিতে তিনি ছাড়াও আরও কয়েকজন ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।
এর আগে আগস্ট মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। সেপ্টেম্বর মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এ মাসের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেওয়া হয় তাঁকে। তাঁর হাতেই ওঠে নুর মিয়া শামশু মিয়ার টিকিটের নম্বরটি।
৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।
এদিকে অক্টোবর মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি। এবারের প্রথম পুরস্কার ২ কোটি দিরহাম। এ ছাড়া ১০ জন পাবেন ১ লাখ দিরহাম করে। সঙ্গে থাকবে ৪ লাখ দিরহাম দামের বিলাসবহুল একটি করে গাড়ি। ৩ অক্টোবর এই লটারির পুরস্কার ঘোষণা করা হবে।
সূত্র: বিগ টিকিট আবুধাবির ওয়েবসাইট ও খালিজ টাইমস।
আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। বাবা হচ্ছেন কোরিওগ্রাফার জায়েদ দরবার। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গওহর।
অ্যাপল সাধারণত চীন থেকে আইফোন আমদানির ওপর বেশি নির্ভরশীল। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় ভারত থেকে আইফোন আমদানি শুরু করেছে অ্যাপল। কারণ, ভারতে ট্রাম্পের শুল্কহার চীনের তুলনায় অনেব কম, মাত্র ২৬ শতাংশ।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। ২০২৪ সালে দেশটিতে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এমন আধিপত্য দীর্ঘদিনের, যেটিকে আরও এগিয়ে নিতে চাইছে দেশটির সরকার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন। এই সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে।