
বিডিজেন ডেস্ক

বিডিজেন২৪ ডেস্ক
কুয়েতে কর্মরতদের বিষয়ে সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। আল শালের সর্বশেষ রিপোর্ট বলছে, কুয়েতের বাইরে থেকে সেখানে যারা কাজ করেন তাঁদের ২৬.৯ শতাংশই মানুষজনের বাড়িঘরে কাজ করেন। এই সংখ্যাটাও প্রায় ৭ লাখ ৮৯ হাজার। এরমধ্যে নারী ৪ লাখ ২৩ হাজার এবং পুরুষ ৩ লাখ ৬৬ হাজার। এটা এ বছরের প্রথম তিনমাসের হিসাব।
আল শালের রিপোর্ট অনুযায়ী গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে নয় হাজারের বেশি বিদেশি গৃহকর্মী কুয়েতে কাজে যুক্ত হয়েছেন। এই তথ্যই বলে দিচ্ছে কুয়েতে গৃহকর্মীর চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ছে নারী-পুরুষ উভয়ের। তবে এই সুযোগ এখনো বাংলাদেশ সেভাবে নিতে পারেনি। সেখানে ঘরের কাজে এখনো ভারতীয়দের আধিপত্য (৪৪.৭) একচেটিয়া। এরপর রয়েছে যথাক্রমে ফিলিপাইন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই চারটি দেশ কুয়েতের গৃহকর্মীর চাহিদার ৯৩.৩ শতাংশ মেটাচ্ছে। তালিকা থেকে এটা স্পষ্ট যে, বাংলাদেশের নারী-পুরুষ সবার জন্য কুয়েতে কাজ করার সুযোগ আছে এবং দিন দিন তা বাড়ছে।
বাকি সাড়ে ছয় শতাংশ গৃহকর্মী আসে নেপাল, পাকিস্তান, ইথিওপিয়া, বেনিন ও মালি থেকে। গৃহকর্মীদের মতোই কুয়েতে কর্মরত বিদেশিদের তালিকায় এক নম্বরে থাকা দেশটির নাম ভারত। সেখানে কর্মরত ভারতীয়দের সংখ্যা প্রায় ৯ লাখ। এরপরেই আছে মিশর।
কুয়েত দেশটি খুবই ছোট। দেশটির ১৭ হাজার ৮১৮ বর্গ কিলোমিটার জায়গায় মাত্র ৪৩ লাখ লোকের বাস। দেশটির জনসংখ্যার চেয়ে কর্মরত বিদেশিদের সংখ্যা বেশি।

বিডিজেন২৪ ডেস্ক
কুয়েতে কর্মরতদের বিষয়ে সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। আল শালের সর্বশেষ রিপোর্ট বলছে, কুয়েতের বাইরে থেকে সেখানে যারা কাজ করেন তাঁদের ২৬.৯ শতাংশই মানুষজনের বাড়িঘরে কাজ করেন। এই সংখ্যাটাও প্রায় ৭ লাখ ৮৯ হাজার। এরমধ্যে নারী ৪ লাখ ২৩ হাজার এবং পুরুষ ৩ লাখ ৬৬ হাজার। এটা এ বছরের প্রথম তিনমাসের হিসাব।
আল শালের রিপোর্ট অনুযায়ী গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে নয় হাজারের বেশি বিদেশি গৃহকর্মী কুয়েতে কাজে যুক্ত হয়েছেন। এই তথ্যই বলে দিচ্ছে কুয়েতে গৃহকর্মীর চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ছে নারী-পুরুষ উভয়ের। তবে এই সুযোগ এখনো বাংলাদেশ সেভাবে নিতে পারেনি। সেখানে ঘরের কাজে এখনো ভারতীয়দের আধিপত্য (৪৪.৭) একচেটিয়া। এরপর রয়েছে যথাক্রমে ফিলিপাইন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই চারটি দেশ কুয়েতের গৃহকর্মীর চাহিদার ৯৩.৩ শতাংশ মেটাচ্ছে। তালিকা থেকে এটা স্পষ্ট যে, বাংলাদেশের নারী-পুরুষ সবার জন্য কুয়েতে কাজ করার সুযোগ আছে এবং দিন দিন তা বাড়ছে।
বাকি সাড়ে ছয় শতাংশ গৃহকর্মী আসে নেপাল, পাকিস্তান, ইথিওপিয়া, বেনিন ও মালি থেকে। গৃহকর্মীদের মতোই কুয়েতে কর্মরত বিদেশিদের তালিকায় এক নম্বরে থাকা দেশটির নাম ভারত। সেখানে কর্মরত ভারতীয়দের সংখ্যা প্রায় ৯ লাখ। এরপরেই আছে মিশর।
কুয়েত দেশটি খুবই ছোট। দেশটির ১৭ হাজার ৮১৮ বর্গ কিলোমিটার জায়গায় মাত্র ৪৩ লাখ লোকের বাস। দেশটির জনসংখ্যার চেয়ে কর্মরত বিদেশিদের সংখ্যা বেশি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসীদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বহুল কাঙ্ক্ষিত কমিটি গঠিত হয়েছে।
কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো, মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া, স্বেচ্ছাসেবক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।