বিডিজেন ডেস্ক
বিডিজেন২৪ ডেস্ক
কুয়েতে কর্মরতদের বিষয়ে সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। আল শালের সর্বশেষ রিপোর্ট বলছে, কুয়েতের বাইরে থেকে সেখানে যারা কাজ করেন তাঁদের ২৬.৯ শতাংশই মানুষজনের বাড়িঘরে কাজ করেন। এই সংখ্যাটাও প্রায় ৭ লাখ ৮৯ হাজার। এরমধ্যে নারী ৪ লাখ ২৩ হাজার এবং পুরুষ ৩ লাখ ৬৬ হাজার। এটা এ বছরের প্রথম তিনমাসের হিসাব।
আল শালের রিপোর্ট অনুযায়ী গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে নয় হাজারের বেশি বিদেশি গৃহকর্মী কুয়েতে কাজে যুক্ত হয়েছেন। এই তথ্যই বলে দিচ্ছে কুয়েতে গৃহকর্মীর চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ছে নারী-পুরুষ উভয়ের। তবে এই সুযোগ এখনো বাংলাদেশ সেভাবে নিতে পারেনি। সেখানে ঘরের কাজে এখনো ভারতীয়দের আধিপত্য (৪৪.৭) একচেটিয়া। এরপর রয়েছে যথাক্রমে ফিলিপাইন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই চারটি দেশ কুয়েতের গৃহকর্মীর চাহিদার ৯৩.৩ শতাংশ মেটাচ্ছে। তালিকা থেকে এটা স্পষ্ট যে, বাংলাদেশের নারী-পুরুষ সবার জন্য কুয়েতে কাজ করার সুযোগ আছে এবং দিন দিন তা বাড়ছে।
বাকি সাড়ে ছয় শতাংশ গৃহকর্মী আসে নেপাল, পাকিস্তান, ইথিওপিয়া, বেনিন ও মালি থেকে। গৃহকর্মীদের মতোই কুয়েতে কর্মরত বিদেশিদের তালিকায় এক নম্বরে থাকা দেশটির নাম ভারত। সেখানে কর্মরত ভারতীয়দের সংখ্যা প্রায় ৯ লাখ। এরপরেই আছে মিশর।
কুয়েত দেশটি খুবই ছোট। দেশটির ১৭ হাজার ৮১৮ বর্গ কিলোমিটার জায়গায় মাত্র ৪৩ লাখ লোকের বাস। দেশটির জনসংখ্যার চেয়ে কর্মরত বিদেশিদের সংখ্যা বেশি।
বিডিজেন২৪ ডেস্ক
কুয়েতে কর্মরতদের বিষয়ে সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। আল শালের সর্বশেষ রিপোর্ট বলছে, কুয়েতের বাইরে থেকে সেখানে যারা কাজ করেন তাঁদের ২৬.৯ শতাংশই মানুষজনের বাড়িঘরে কাজ করেন। এই সংখ্যাটাও প্রায় ৭ লাখ ৮৯ হাজার। এরমধ্যে নারী ৪ লাখ ২৩ হাজার এবং পুরুষ ৩ লাখ ৬৬ হাজার। এটা এ বছরের প্রথম তিনমাসের হিসাব।
আল শালের রিপোর্ট অনুযায়ী গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে নয় হাজারের বেশি বিদেশি গৃহকর্মী কুয়েতে কাজে যুক্ত হয়েছেন। এই তথ্যই বলে দিচ্ছে কুয়েতে গৃহকর্মীর চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ছে নারী-পুরুষ উভয়ের। তবে এই সুযোগ এখনো বাংলাদেশ সেভাবে নিতে পারেনি। সেখানে ঘরের কাজে এখনো ভারতীয়দের আধিপত্য (৪৪.৭) একচেটিয়া। এরপর রয়েছে যথাক্রমে ফিলিপাইন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই চারটি দেশ কুয়েতের গৃহকর্মীর চাহিদার ৯৩.৩ শতাংশ মেটাচ্ছে। তালিকা থেকে এটা স্পষ্ট যে, বাংলাদেশের নারী-পুরুষ সবার জন্য কুয়েতে কাজ করার সুযোগ আছে এবং দিন দিন তা বাড়ছে।
বাকি সাড়ে ছয় শতাংশ গৃহকর্মী আসে নেপাল, পাকিস্তান, ইথিওপিয়া, বেনিন ও মালি থেকে। গৃহকর্মীদের মতোই কুয়েতে কর্মরত বিদেশিদের তালিকায় এক নম্বরে থাকা দেশটির নাম ভারত। সেখানে কর্মরত ভারতীয়দের সংখ্যা প্রায় ৯ লাখ। এরপরেই আছে মিশর।
কুয়েত দেশটি খুবই ছোট। দেশটির ১৭ হাজার ৮১৮ বর্গ কিলোমিটার জায়গায় মাত্র ৪৩ লাখ লোকের বাস। দেশটির জনসংখ্যার চেয়ে কর্মরত বিদেশিদের সংখ্যা বেশি।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।
অস্ট্রেলিয়ায়প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সামাজিক আয়োজন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) ঐতিহ্যবাহী মেজবান। রোববার (২১ সেপ্টেম্বর) নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনির মিন্টোতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই মেজবান অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের জেদ্দায় আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এই এক্সপোতে অংশ নেবে বাংলাদেশ।
কানাডা সরকার দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে নতুন পরামর্শ জারি করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ভ্রমণে কানাডীয় নাগরিকদের উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।