logo
প্রবাসের খবর

কুয়েতে গৃহকর্মীর চাহিদা দিন দিন বাড়ছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কুয়েতে গৃহকর্মীর চাহিদা দিন দিন বাড়ছে

বিডিজেন২৪ ডেস্ক

কুয়েতে কর্মরতদের বিষয়ে সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। আল শালের সর্বশেষ রিপোর্ট বলছে, কুয়েতের বাইরে থেকে সেখানে যারা কাজ করেন তাঁদের ২৬.৯ শতাংশই মানুষজনের বাড়িঘরে কাজ করেন। এই সংখ্যাটাও প্রায় ৭ লাখ ৮৯ হাজার। এরমধ্যে নারী ৪ লাখ ২৩ হাজার এবং পুরুষ ৩ লাখ ৬৬ হাজার। এটা এ বছরের প্রথম তিনমাসের হিসাব।

আল শালের রিপোর্ট অনুযায়ী গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে নয় হাজারের বেশি বিদেশি গৃহকর্মী কুয়েতে কাজে যুক্ত হয়েছেন। এই তথ্যই বলে দিচ্ছে কুয়েতে গৃহকর্মীর চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ছে নারী-পুরুষ উভয়ের। তবে এই সুযোগ এখনো বাংলাদেশ সেভাবে নিতে পারেনি। সেখানে ঘরের কাজে এখনো ভারতীয়দের আধিপত্য (৪৪.৭) একচেটিয়া। এরপর রয়েছে যথাক্রমে ফিলিপাইন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই চারটি দেশ কুয়েতের গৃহকর্মীর চাহিদার ৯৩.৩ শতাংশ মেটাচ্ছে। তালিকা থেকে এটা স্পষ্ট যে, বাংলাদেশের নারী-পুরুষ সবার জন্য কুয়েতে কাজ করার সুযোগ আছে এবং দিন দিন তা বাড়ছে।

বাকি সাড়ে ছয় শতাংশ গৃহকর্মী আসে নেপাল, পাকিস্তান, ইথিওপিয়া, বেনিন ও মালি থেকে। গৃহকর্মীদের মতোই কুয়েতে কর্মরত বিদেশিদের তালিকায় এক নম্বরে থাকা দেশটির নাম ভারত। সেখানে কর্মরত ভারতীয়দের সংখ্যা প্রায় ৯ লাখ। এরপরেই আছে মিশর।

কুয়েত দেশটি খুবই ছোট। দেশটির ১৭ হাজার ৮১৮ বর্গ কিলোমিটার জায়গায় মাত্র ৪৩ লাখ লোকের বাস। দেশটির জনসংখ্যার চেয়ে কর্মরত বিদেশিদের সংখ্যা বেশি।

আরও পড়ুন

সৌদি আরবে ৩ দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর, আন্তর্জাতিক মহলের উদ্বেগ

সৌদি আরবে ৩ দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর, আন্তর্জাতিক মহলের উদ্বেগ

সৌদি আরব ৩ দিনে ১৭ জন অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিষয়টি মানবাধিকার সংস্থা ও সার্বিকভাবে, আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

৩ দিন আগে

কিছু দেশের নাগরিকদের ভিসা দিতে জামানত চাইতে পারে যুক্তরাষ্ট্র

কিছু দেশের নাগরিকদের ভিসা দিতে জামানত চাইতে পারে যুক্তরাষ্ট্র

মোটা দাগে পর্যটনবান্ধব দেশ হিসেবেই পরিচিত যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের জন্য কঠোর হচ্ছে দেশটির ভিসা নীতি। মোটা অংকের ডলার জামানত রেখে তবেই তারা পাবেন আরাধ্য যুক্তরাষ্ট্রের ভিসা।

৩ দিন আগে

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।

৪ দিন আগে

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

৬ দিন আগে