logo
প্রবাসের খবর

রাষ্ট্রদূতের কাছে দেশে থাকা পরিবারের নিরাপত্তা চাইলেন ওমানপ্রবাসীরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
রাষ্ট্রদূতের কাছে দেশে থাকা পরিবারের নিরাপত্তা চাইলেন ওমানপ্রবাসীরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে প্রবাসী মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইয়াসিন ও তাঁর পরিবারের নিরাপত্তা চেয়েছেন ওমানপ্রবাসীরা।

বুধবার (২ অক্টোবর) প্রবাসীদের একটি প্রতিনিধিদল ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রদূতের কাছে নিরাপত্তা চান প্রবাসীরা।

তারা রাষ্ট্রদূতকে জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন না করলে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটতেই থাকবে। সরকারকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এ সময় ইয়াসিন চৌধুরীও প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। তিনি রাষ্ট্রদূতকে ঘটনা জানান।

রাষ্ট্রদূত সবকিছু শোনার পর দুঃখ প্রকাশ ও নিন্দা জানান এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন।

প্রবাসী ইয়াসিন চৌধুরী ওমানে ব্যবসা করেন। তিনি প্রবাসীদের সংগঠন এনআরবি–সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে প্রবাসী ইয়াসিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চট্টগ্রামের রাউজান থানায় মামলাও হয়েছে।

ইয়াছিন চৌধুরী জানান, দীর্ঘদিন তিনি ওমানে বসবাস করেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাউজানে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ভাঙচুর, লুটপাট ও গান-পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ ঘটায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে তাঁর সরকারি সনদপত্র, সম্মাননা এবং জমির দলিলসহ বাড়ির সব মালামাল। এ ছাড়া স্বর্ণালংকার, গাড়ি ও মোটরসাইকেলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

এনআরবি–সিআইপি অ্যাসোসিয়েশন নিন্দা

এদিকে মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনআরবি–সিআইপি অ্যাসোসিয়েশন। একইসঙ্গে দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দূতাবাসের মাধ্যমে চিঠি দিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমানের সই করা এই চিঠিতে দেশে প্রবাসী ও তাদের পরিবারের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় এনআরবি–সিআইপির সংযুক্ত আরব আমিরাত শাখাও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দেশে নানা সময় প্রবাসী পরিবারের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনায় উদ্বেগ জানায়।

সংগঠনের আমিরাত শাখার জসিম উদ্দিন ও আনিস উদ্দিন বলেন, বিদেশে অর্থ উপার্জন করে প্রবাসীরা দেশে বিনিয়োগ বা ঘরবাড়ি নির্মাণ এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। সম্পত্তি ও জানমালের নিরাপত্তা না থাকলে প্রবাসীরা আতঙ্কিত হবেন। তারা দেশে বিনিয়োগে নিরুৎসাহিত হবেন। এ বিষয়ে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন

বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে বেশি সুবিধা

বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে বেশি সুবিধা

মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।

১০ ঘণ্টা আগে

কুয়েতে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার বাংলাদেশি

কুয়েতে চাঁদাবাজির সময় হাতেনাতে  গ্রেপ্তার বাংলাদেশি

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগকারীর এই বেতন কাঠামো মানা বাধ্যতামূলক।

১৩ ঘণ্টা আগে

আবুধাবিতে কর্মস্থলে প্রবাসীর মৃত্যু

আবুধাবিতে কর্মস্থলে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

১৩ ঘণ্টা আগে