

বিডিজেন ডেস্ক

সৌদি আরব এ বছর নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার ৬ বছর পূর্তি উদযাপন করেছে।
২০১৮ সালে সৌদি আরবে বিনোদনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর চালু হয় সিনেমা হল। এরপর থেকে দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। ২২টি শহরজুড়ে থাকা এসব সিনেমা হলে ৬৩ হাজার ৩০০ আসন রয়েছে। যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
সূত্র: গালফ নিউজ

সৌদি আরব এ বছর নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার ৬ বছর পূর্তি উদযাপন করেছে।
২০১৮ সালে সৌদি আরবে বিনোদনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর চালু হয় সিনেমা হল। এরপর থেকে দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। ২২টি শহরজুড়ে থাকা এসব সিনেমা হলে ৬৩ হাজার ৩০০ আসন রয়েছে। যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
সূত্র: গালফ নিউজ
এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৬০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুবার অনুষ্ঠিত হয়।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি খাতে আগামী ১ ও ২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) জাতীয় দিবস (ঈদ আল ইত্তিহাদ) উপলক্ষে বেতনসহ ছুটি পালন করা হবে। জাতীয় দিবসের ২ দিনের ছুটির আগে শনিবার-রোববারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা মোট চার দিনের ছুটি উপভোগ করবেন।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে আগামী ১ ও ২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ২ দিনের ছুটি পালন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে।
সিডনিতে বসবাসরত বুয়েট অ্যালামনাই পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মকে একত্রিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা দিনের হাসি-আনন্দ, খেলা আর বন্ধুত্বের মেলবন্ধন সকল অংশগ্রহণকারীর মনে তৈরি করে স্মরণীয় স্মৃতি।