logo
দরদাম

সোনার দাম বিশ্ববাজারে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়াল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৫ ঘণ্টা আগে
Copied!
সোনার দাম বিশ্ববাজারে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়াল

বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার আমেরিকান ডলার ছাড়িয়েছে। গতকাল রোববার (২৫ জানুয়ারি) আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা ১৪ মিনিটে প্রতি ট্রয় আউন্স সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৮ ডলারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।,

প্রতিবেদনে আরও বলা হয়, আরেক নিরাপদ বিনিয়োগ ধাতু রূপার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববার প্রতি আউন্স রূপার দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০৭ দশমিক ৮ ডলারে। এর আগে ২০২৫ সালে রূপার দাম বেড়েছিল ১৪১ শতাংশ, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি।

বিশ্লেষকদের মতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ইউরোপ থেকে কানাডা পর্যন্ত গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে সম্পর্ক টালমাটাল হয়ে পড়ার আশঙ্কা থেকেই সোনার এই ঐতিহাসিক মূল্যবৃদ্ধি ঘটেছে।

চলতি বছরের প্রথম ২৬ দিনেই সোনার দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এর আগে ২০২৫ সালে সোনার দাম লাফিয়ে বাড়ে ৬৫ শতাংশ, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি ছিল। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময়ে সোনাকে সাধারণত নিরাপদ আশ্রয় হিসেবে দেখা হয় এবং বাজারে উদ্বেগের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবেও বিবেচনা করা হয়।

নজিরবিহীন এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের একাধিক বাজার-অস্থিতিশীল সিদ্ধান্ত। এর মধ্যে রয়েছে— গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টায় ন্যাটোভুক্ত দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি (যা পরে প্রত্যাহার করা হয়), ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকে সামরিক অভিযান এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত।

এ ছাড়া দুর্বল আমেরিকান ডলার, প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং চলতি বছরে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আরও সুদহার কমানোর সম্ভাবনাও সোনার চাহিদা বেড়েছে।

আরও দেখুন

২৬ জানুয়ারি সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২৬ জানুয়ারি সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ দেশের মুদ্রাবাজারে আমেরিকান ডলারের দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩৭ পয়সা। সর্বনিম্ন দাম ১২২ টাকা ৩৫ পয়সা, গড় দাম ১২২ টাকা ৩৫ পয়সা।

৪ ঘণ্টা আগে

সোনার দাম বিশ্ববাজারে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়াল

সোনার দাম বিশ্ববাজারে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়াল

চলতি বছরের প্রথম ২৬ দিনেই সোনার দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এর আগে ২০২৫ সালে সোনার দাম লাফিয়ে বাড়ে ৬৫ শতাংশ, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি ছিল। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময়ে সোনাকে সাধারণত নিরাপদ আশ্রয় হিসেবে দেখা হয়।

৫ ঘণ্টা আগে

২৫ জানুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২৫ জানুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বেশির ভাগ মুদ্রার দাম বেড়েছে। কোনো মুদ্রার দাম কমেনি। মূল্যবৃদ্ধির তালিকায় আছে আমেরিকান ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও ইয়েনের দাম।

১ দিন আগে

২২ জানুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২২ জানুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বেশির ভাগ মুদ্রার দাম কমেছে। দাম কমার তালিকায় আছে ইউরো, ব্রিটিশ পাউন্ড, ইউয়ান, ভারতীয় রুপি ও সিঙ্গাপুরি ডলার। দাম বেড়েছে আমেরিকান ডলার ও অস্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত আছে কেবল ইয়েনের দাম।

৪ দিন আগে