logo
খবর

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত

বাসস, ঢাকা১৫ দিন আগে
Copied!
ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত

উপসাগরীয় দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (৮ অক্টো্বর) বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাস্কাটে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক আজ সন্ধ্যায় বাসসকে ফোনে জানান, ‘চালকসহ মোট ৯ জন বাংলাদেশি একটি মাইক্রোবাসে করে মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদরার দিকে যাচ্ছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে।’

তিনি বলেন, সড়কে গাড়িটির সঙ্গে একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয়, এতে আটজন বাংলাদেশি শ্রমিক নিহত হন এবং চালক গুরুতর আহত হন। আহত চালককে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তাদের বেশির ভাগই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের মরদেহ এলাকার বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।

শ্রম কর্মকর্তা বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাস মৃতদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি।

১ ঘণ্টা আগে

কবিতা: সমীকরণ

কবিতা: সমীকরণ

আজ পড়ন্ত সোনালি/ এখনো তোমায় শ্রাবণের বৃষ্টির মতোই মনে পড়ে/ এখনো জোছনাকে চাঁদের আলোই বলি/ এখনো মধ্যরাতে ডাহুকের ডাক শুনি

২ ঘণ্টা আগে

দীপাবলি

দীপাবলি

দীপাবলি হচ্ছে আলোর উৎসব। দীপা মানে প্রদীপ বা আলো এবং ভালি মানে সারি। সেই অর্থে দীপাবলি বলতে আলোর সারি। এটি মন্দের ওপর ভালোর বিজয় উদ্‌যাপন। একই অর্থে নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় উত্তরণ।

৪ ঘণ্টা আগে

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন শুরু ১৬ নভেম্বর

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন শুরু ১৬ নভেম্বর

প্রবাসী ভোটারদের জন্য জন্য পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

১ দিন আগে