logo
খবর

যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফর করবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ অক্টোবর ২০২৪
Copied!
যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফর করবে
প্রতীকী ছবি: সংগৃহীত

আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভ।

বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বৈঠকে তারা সফর সম্পর্কিত বিষয়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে আলোচিত মূল বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের এ পর্যন্ত গৃহীত সংস্কারমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি তাঁকে আরও জানান, ছয়টি বড় সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা দেশের অংশীজনদের সঙ্গে পরামর্শ করবে।

আরও দেখুন

বাংলাদেশে নিরাপদ বসবাসযোগ্য পরিবেশ গড়তে কমিউনিটিভিত্তিক অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশে নিরাপদ বসবাসযোগ্য পরিবেশ গড়তে কমিউনিটিভিত্তিক অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল ‘মিইমাই’ অপরাধ প্রতিরোধ অ্যাপ উপস্থাপন। এ অ্যাপের মাধ্যমে নাগরিকেরা নিরাপদ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করতে, তাৎক্ষণিকভাবে তথ্য দিতে এবং ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার পথ নির্বাচন করতে পারেন। এটি সাধারণ হাঁটার মধ্যেই পর্যবেক্ষণ ও সতর্কতার একটি সংস্কৃতি তৈরি করে।

২ দিন আগে

হস্তশিল্পের বৈশ্বিক বাজার ১০০ কোটি ডলার, রপ্তানি বৃদ্ধিতে নীতি, কৌশলগত পদক্ষেপ জরুরি: কর্মশালায় অভিমত

হস্তশিল্পের বৈশ্বিক বাজার ১০০ কোটি ডলার, রপ্তানি বৃদ্ধিতে নীতি, কৌশলগত পদক্ষেপ জরুরি: কর্মশালায় অভিমত

কর্মশালায় জানানো হয়, ২০২৪ সালে বৈশ্বিক হস্তশিল্পের যে বিশাল বাজার ছিল সেখানে বাংলাদেশের অংশীদারত্ব এক শতাংশেরও কম। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ২৯ দশমিক ৭৫ মিলিয়ন আমেরিকান ডলার মূল্যের হস্তশিল্প রপ্তানি করেছে।

৩ দিন আগে

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, " আউট-অব-কান্ট্রি ভোটিংয়ের (ভোটার নিবন্ধন) সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্ববর্তী শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর, কিন্তু সেটি ২৫ ডিসেম্বর মধ্যরাত (বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী) পর্যন্ত বাড়ানো হয়েছে।"

৩ দিন আগে

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

৪ দিন আগে