logo
খবর

ফুটবল-উৎসব ম্লান করে হামজাদের হার

এশিয়ান কাপ বাছাই

প্রতিবেদক, বিডিজেন১১ জুন ২০২৫
Copied!
ফুটবল-উৎসব ম্লান করে হামজাদের হার
সিঙ্গাপুরকে হারানো গেল না এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে।

সিঙ্গাপুর-২; বাংলাদেশ-১

সন্ধ্যা ৭টায় ম্যাচ, কিন্তু দুপুর থেকেই ঢাকা স্টেডিয়ামের দিকে ছিল জনস্রোত। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে ছিল উন্মাদনা। হামজা চৌধুরী, শমিত সোম, তপু বর্মণ, ফাহমিদুল ইসলাম, মিতুল মারমা, তারিক কাজীদের ওপর ছিল দারুণ কিছু করে দেখানোর প্রত্যাশা। বিকেল ৩টার মধ্যেই প্রায় কানায় কানায় ভরে যাওয়া গ্যালারিতে ছিল উচ্ছ্বাস আর উন্মাদনা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদের মেলে ধরতে ব্যর্থতারই পরিচয় দিয়েছে। সুযোগের সদ্ব্যবহার করে সিঙ্গাপুর ম্যাচটা জিতে নিয়েছে ২-১ গোলে।

কোচ হাভিয়ের কাবরেরা আগের দিনই পূর্ণ ৩ পয়েন্টের কথা বলেছিলেন। জয়ই ছিল লক্ষ্য, ম্যাচটা জিতলে ৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে সুবিধাজনক অবস্থানে চলে যাওয়া যেত। কিন্তু জয়ই যেখানে লক্ষ্য, সেখানে ম্যাচের প্রথমার্ধে কোচের কৌশল কতটা আক্রমণাত্মক ছিল, সেটি নিয়ে আলোচনা হতেই পারে। দলের প্রাণভোমরা হামজা চৌধুরীকে প্রথমার্ধে অনেকটাই রক্ষণাত্মক ভূমিকায় দেখা গেছে। তবে বার কয়েক শমিত, ফাহমিদুল, রাকিবরা সিঙ্গাপুরের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছিলেন। গোলের হাফ চান্স তৈরি করা গেলেও সেগুলো যথেষ্ট ছিল না। উল্টো বাংলাদেশের রক্ষণের ফাঁক ফোকর খুঁজে বের করে সিঙ্গাপুরের আক্রমণগুলো ছিল অনেক শাণিত। ফান্দি আহমেদ আর হারিস হারুনেরা গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন ভালোই। যেকোনো সময় গোল হজমের শঙ্কার মধ্যেই ম্যাচের ৪৪ মিনিটে একটি সেট পিস থেকে বাংলাদেশের রক্ষণের জটলার মধ্যে গ্যালারি ভর্তি দর্শকদের স্তব্ধ করে দিয়ে ঠান্ডা মাথায় গোল করেন সং উই ইয়ং।

দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নতুন করে খেলা সাজানোর চেষ্টা করে বাংলাদেশ দল। কিন্তু ৫৮ মিনিটে সিঙ্গাপুর আরও একটি গোল করে এগিয়ে যায়। গোল করেন সিঙ্গাপুর দলের সেরা স্ট্রাইকার ইশখান ফান্দি। একটি আক্রমণ থেকে সিঙ্গাপুরের এক ফরোয়ার্ডের দূরপাল্লার শট গোলকিপার মিতুল মারমা ঠেকালেও ফিরতি বলটি বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়েরা ফেরাতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান সিঙ্গাপুরের হয়ে এর আগে ৩৯ ম্যাচে ২০ গোল করা ফান্দি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর প্রায় অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে নামে বাংলাদেশ। কোচ কাবরেরা বেশ কয়েকটি বদল আনেন একাদশে। যে ধরনের আক্রমণাত্মক কৌশল শুরু থেকেই নেওয়া দরকার ছিল, সেই কৌশলে বাংলাদেশ খেলা শুরু করে ২ গোলে পিছিয়ে যাওয়ার পর। ম্যাচের ৬৬ মিনিটে হামজার অ্যাসিস্ট থেকে রাকিবের শট সিঙ্গাপুরের গোলকিপার ইজওয়ান মাহবুদের হাত ফসকে গোল হলে প্রাণ ফিরে পায় ঢাকা স্টেডিয়ামের গ্যালারি, প্রাণ ফেরে বাংলাদেশের আক্রমণে। সিঙ্গাপুরকে চেপে ধরে এই সময় বাংলাদেশ। একের পর এক আক্রমণে সিঙ্গাপুরের রক্ষণ প্রায় ভেঙে ফেললেও গোলের দেখা পাওয়া যায়নি। এক পর্যায়ে পরপর ৪টি কর্নারও আদায় করে বাংলাদেশ। তারিক কাজীর একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। হামজার একটি শটও বাইরে দিয়ে যায় অল্পের জন্য। সিঙ্গাপুরকে নিজেদের অর্ধে চেপে ধরেও আক্ষেপই ছিল বাংলাদেশের সঙ্গী। দুর্ভাগ্যও সঙ্গী ছিল বাংলাদেশের। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের একটি শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। ফয়সাল আহমেদ ফাহিম সুবিধাজনক জায়গায় বল পেয়েও ওপর দিয়ে মেরে নষ্ট করেন সুযোগ।

এই গ্রুপে অন্য ম্যাচে হংকংয়ে হংকংয়ের কাছে ১-০ গোলে হেরেছে ভারত। হংকংয়ের পয়েন্ট এই মুহূর্তে ৪। বাংলাদেশের বিপক্ষে জিতে সিঙ্গাপুরের পয়েন্টও ৪। মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করা বাংলাদেশ-ভারত, দুই দলেরই পয়েন্ট ১ করে। গোল গড়ে বাংলাদেশের অবস্থা গ্রুপে তৃতীয়। আগামী অক্টোবরে হংকংয়ের সঙ্গে হোম ও অ্যাওয়ে ২টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪৫ বছর পর এশিয়ান কাপের চূড়ান্তপর্বে সুযোগ করে নিতে হংকংয়ের বিপক্ষে জেতার বিকল্প নেই হামজা-শমিত-তপুদের সামনে।

আরও পড়ুন

প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের ফল প্রকাশ

প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের ফল প্রকাশ

নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরিদপ্তরের উপপরিচালক মিঠু ভৌমিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে রোববার (১৩ অক্টোবর) লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

৭ ঘণ্টা আগে

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’

১ দিন আগে

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।

২ দিন আগে