logo
খবর

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহায়তা প্রয়োজন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ মে ২০২৫
Copied!
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহায়তা প্রয়োজন
ঢাকার পিকেএসএফ ভবনে ‘হাওর’, শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠান। ২৮ মে ২০২৫। ছবি: পিকেএসএফ

বাংলাদেশে প্রতিবছর জলবায়ু পরিবর্তন-উদ্ভূত বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তাপ প্রবাহ ইত্যাদির কারণে গড়ে ১-২% বার্ষিক প্রবৃদ্ধি হ্রাস পায়। এ পরিস্থিতি মোকাবিলায় সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার। তবে, কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি কার্যক্রম গ্রহণ জরুরি এবং এ লক্ষ্যে উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহায়তা প্রয়োজন হবে।

গত বূধবার (২৮ মে) ঢাকায় পিকেএসএফ ভবনে পিকেএসএফ কর্তৃক বাস্তবায়িত জার্মান সরকারের অর্থায়নে ‘Climate-resilient Infrastructure for Sustainable Community Life in the Haor Region of Bangladesh’, সংক্ষেপে ‘হাওর’, শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) ড. ফাহমিদা খানম এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন উলরিখ ক্লেপমান।

স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। অনুষ্ঠানে ২টি উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ এবং মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান।

বাংলাদেশ সরকার গৃহীত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দিয়ে মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে ৮০০টিরও অধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সরকার বাৎসরিক বাজেটের ৬-৭% অর্থ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যয় করে। দেশের ২টি জাতীয় প্রতিষ্ঠান পিকেএসএফ ও ইডকল গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে এ পর্যন্ত ৯টি প্রকল্প ও ৮টি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্প বাবদ ৪৪৭.৩ মিলিয়ন ইউএস ডলার পেয়েছে। ‘হাওড়’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রমসমূহকে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য পিকেএসএফ নতুন কোনো প্রকল্প বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভাপতির  বক্তব্যে জাকির আহমেদ খান বলেন, সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও নিশ্ছিদ্র পরিবীক্ষণ নিশ্চিত করার মাধ্যমে পিকেএসএফ তার সকল কার্যক্রমের গুণগত মান ও কার্যকারিতা শতভাগ নিশ্চিত করে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা মানুষের অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে পিকেএসএফ নিরলস কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উলরিখ ক্লেপমান বলেন, বর্তমানে জার্মান সরকার বাংলাদেশে ৫৩টি চলমান প্রকল্পে সহযোগিতা দিচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সরকারের একার পক্ষে মোকাবিলা সহজ নয় উল্লেখ করে ড. ফাহমিদা খানম বলেন, ‘সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিওসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলেই কেবল এটি সম্ভব হবে।’

মো. ফজলুল কাদের বলেন, পিকেএসএফ জিসিএফ ও অ্যাডাপ্টেশন ফান্ডের ডিরেক্ট অ্যাকসেস এনটিটি হিসেবে বাংলাদেশে বন্যা, খরা, লবণাক্ততা মোকাবিলায় কাজ করছে। ‘আমাদের কার্যক্রম টেকসই কৃষি, পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্ব প্রদানের মাধ্যমে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠির অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটাচ্ছে,’ যোগ করেন তিনি।

‘হাওড়’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় ৩টি ইউনিয়নে তীব্র ও আকস্মিক বন্যার ঢেউয়ের ফলে সৃষ্ট ভাঙন থেকে বাড়িঘর রক্ষা এবং হাটিতে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সিসি ব্লক রিভেটমেন্ট ও রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়। এর ফলে, প্রায় ৭ হাজার ৫০০ পরিবারের ঘর-বাড়ি আকস্মিক বন্যার ভাঙন থেকে রক্ষা পেয়েছে। কমিউনিটি স্পেস উঁচু করার ফলে খাদ্যশস্য সংরক্ষণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছে এবং নির্মিত দেয়ালের পাশে বৃক্ষ রোপণের ফলে জীববৈচিত্র্য সংরক্ষণ হয়েছে। এ ছাড়া, জামালগঞ্জ এবং দিরাই উপজেলার ৩টি ইউনিয়নে ১.৫৪ কিমি দীর্ঘ হাটি সুরক্ষা দেয়াল নির্মাণ করা হয়েছে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান আলোচনার দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণ এবং একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

১৫ মিনিট আগে

জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে। সেটা আগামীকাল সোমবারের (২৮ জুলাই) মধ্যে সব কটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।

৮ ঘণ্টা আগে

চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে উমামা ফাতেমার ফেসবুক পোস্ট: ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে

চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে উমামা ফাতেমার ফেসবুক পোস্ট: ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে

রাজধানী ঢাকার গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন আটক হওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

১০ ঘণ্টা আগে

২০২৪ সালে বিএনপির আয় ১৫ কোটি ৬৫ লাখ টাকা

২০২৪ সালে বিএনপির আয় ১৫ কোটি ৬৫ লাখ টাকা

২০২৪ সালের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জমা দেওয়া অডিট রিপোর্টে আয় দেখানো হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা।

১০ ঘণ্টা আগে