
বিডিজেন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা ঘিরে মুক্তি প্রতীক্ষিত কয়েকটি সিনেমার গান প্রকাশিত হয়েছে। আরও কিছু গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।
খবর দ্য ডেইলি স্টারের।
এবার সিনেমাগুলোতে নানা বৈচিত্র্যময় গান স্থান পেয়েছে। গত কয়েক বছর ধরে সিনেমার গানের চিত্রায়ণেও পরিবর্তন এসেছে। সিনেমার নায়ক-নায়িকার সঙ্গে গানগুলোতে কণ্ঠশিল্পীদেরও পর্দায় দেখা যাচ্ছে। এবার ঈদেও তেমন কিছু গান প্রকাশিত হয়েছে। সেই গানগুলোর মধ্যে বেশ কয়েকটি গান পছন্দ করেছেন দর্শকেরা। সেইসব গান নিয়ে এই আয়োজন।
ঈদের 'তাণ্ডব' সিনেমার 'লিচুর বাগানে' গানটিতে ফোক আর ওয়েস্টার্ন ফ্লেভারের মিশ্রণ রয়েছে। গানটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন ভাগাভাগি করেছেন সাবিলা নূর। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার। আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন, সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারী এবং ইনামুল তাহসিন।
'তাণ্ডব' সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি.। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান।
সঞ্জয় সমদ্দার পরিচালিত ঈদের 'ইনসাফ' সিনেমায় হাবিব ওয়াহিদের কণ্ঠে 'তোমার খেয়ালে' গানটিতে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণের পর্দা রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শক। তন্ময় পারভেজের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন নিধি।
চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ঈদের 'টগর' সিনেমার 'ও সুন্দরী' গানটিতে নায়ক-নায়িকার সঙ্গে পর্দা উপস্থিতি দেখা গেছে কণ্ঠশিল্পী ইমরান-আতিয়া আনিসার। আলোক হাসান পরিচালিত 'টগর' সিনেমার গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, গানের সুর-সংগীত করেছেন ইমরান।
আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত 'নীলচক্র' সিনেমার 'যেতে যেতে' গানটি গেয়েছেন মাশা ইসলাম। মিঠু খান পরিচালিত ওয়াহিদ বাবুর কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমন সাহা। 'যেতে যেতে' গানে শুভ ও মন্দিরা জুটির রসায়ন মন্দ লাগেনি।
সূত্র: দ্য ডেইলি স্টার

আসন্ন ঈদুল আজহা ঘিরে মুক্তি প্রতীক্ষিত কয়েকটি সিনেমার গান প্রকাশিত হয়েছে। আরও কিছু গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।
খবর দ্য ডেইলি স্টারের।
এবার সিনেমাগুলোতে নানা বৈচিত্র্যময় গান স্থান পেয়েছে। গত কয়েক বছর ধরে সিনেমার গানের চিত্রায়ণেও পরিবর্তন এসেছে। সিনেমার নায়ক-নায়িকার সঙ্গে গানগুলোতে কণ্ঠশিল্পীদেরও পর্দায় দেখা যাচ্ছে। এবার ঈদেও তেমন কিছু গান প্রকাশিত হয়েছে। সেই গানগুলোর মধ্যে বেশ কয়েকটি গান পছন্দ করেছেন দর্শকেরা। সেইসব গান নিয়ে এই আয়োজন।
ঈদের 'তাণ্ডব' সিনেমার 'লিচুর বাগানে' গানটিতে ফোক আর ওয়েস্টার্ন ফ্লেভারের মিশ্রণ রয়েছে। গানটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন ভাগাভাগি করেছেন সাবিলা নূর। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার। আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন, সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারী এবং ইনামুল তাহসিন।
'তাণ্ডব' সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি.। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান।
সঞ্জয় সমদ্দার পরিচালিত ঈদের 'ইনসাফ' সিনেমায় হাবিব ওয়াহিদের কণ্ঠে 'তোমার খেয়ালে' গানটিতে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণের পর্দা রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শক। তন্ময় পারভেজের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন নিধি।
চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ঈদের 'টগর' সিনেমার 'ও সুন্দরী' গানটিতে নায়ক-নায়িকার সঙ্গে পর্দা উপস্থিতি দেখা গেছে কণ্ঠশিল্পী ইমরান-আতিয়া আনিসার। আলোক হাসান পরিচালিত 'টগর' সিনেমার গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, গানের সুর-সংগীত করেছেন ইমরান।
আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত 'নীলচক্র' সিনেমার 'যেতে যেতে' গানটি গেয়েছেন মাশা ইসলাম। মিঠু খান পরিচালিত ওয়াহিদ বাবুর কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমন সাহা। 'যেতে যেতে' গানে শুভ ও মন্দিরা জুটির রসায়ন মন্দ লাগেনি।
সূত্র: দ্য ডেইলি স্টার
আসন্ন নির্বাচন শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ২৬ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও মানবপাচার দমনে তুরস্কে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৪৭৮ জন অনিয়মিত অভিবাসীকে আটক এবং সন্দেহভাজন ১৯ মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের কাউকে দুবাই, মালয়েশিয়া বা সরাসরি ঢাকা থেকে থাইল্যান্ডে কম্পিউটারসংক্রান্ত ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার পর থাইল্যান্ড থেকে জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে তাদের ভয়াবহ নির্যাতন করে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ২৬ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
৩ ঘণ্টা আগে
ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের কাউকে দুবাই, মালয়েশিয়া বা সরাসরি ঢাকা থেকে থাইল্যান্ডে কম্পিউটারসংক্রান্ত ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার পর থাইল্যান্ড থেকে জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে তাদের ভয়াবহ নির্যাতন করে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো।
৪ দিন আগে