logo
খবর

চট্টগ্রামের কর্নেলহাটে আগুন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪
Copied!
চট্টগ্রামের কর্নেলহাটে আগুন
আগুনে আসবাব কারখানার সব সরঞ্জাম আর আসবাব পুড়ে গেছে। ৩০ ডিসেম্বর (২০২৪) সকাল ৭টায় চট্টগ্রাম নগরের চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিডিএ আাবাসিকের পদ্মপুকুর এলাকার। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিডিএ আবাসিকের পদ্মপুকুর এলাকার ৩টি আসবাব কারখানা আগুনে পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন তীব্র হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ ছাড়া আগুনে পাশের একটি ৫ তলা ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার সকাল ৭টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

খবর প্রথম আলোর।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, গতকাল রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার সকাল সাতটার দিকে সরেজমিন দেখা যায়, আগুন নেভার পর সেখানে বিভিন্ন স্থানে পোড়া আসবাব ছড়িয়ে আছে। স্থানীয় লোকজন কারখানার টিনগুলো টেনে একপাশে এনে জড়ো করছেন। পাশের ৫ তলা ভবনের বাইরের দেয়াল আগুনে ঝলসে কালো হয়ে গেছে। সব কাচ ভেঙে মাটিতে পড়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় লোকজন বলছেন, আসবাব তৈরির কারখানাতে দাহ্য রাসায়নিক ছিল। যার কারণে আগুনের তীব্রতা বেশি ছিল। এ ছাড়া, সেখানে গ্যাসে চলে, এমন যন্ত্রও ছিল।
ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দা মোহাম্মদ তাজউদ্দিন প্রথম আলোকে বলেন, আসবাব কারখানায় রাসায়নিক রাখা ছিল বলে আগুন বেশি ভয়াবহ হয়ে যায়। কারখানার দিকে থাকা ভবনের সব কটি কাচ ভেঙে গেছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়ায় উগ্রবাদী মতাদর্শ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ৩৬ বাংলাদেশির মধ্যে অধিকাংশ ব্যক্তিকে ফেরত পাঠানো হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় এ কথা বলেন।

১৮ ঘণ্টা আগে

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় ৩ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া, মামলা থেকে খালাস পেয়েছে ৪ জন।

১ দিন আগে

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ দিন আগে

গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাসদর। সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কর্মরত, তাদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে।

১ দিন আগে