বিডিজেন ডেস্ক
চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিডিএ আবাসিকের পদ্মপুকুর এলাকার ৩টি আসবাব কারখানা আগুনে পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন তীব্র হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ ছাড়া আগুনে পাশের একটি ৫ তলা ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার সকাল ৭টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
খবর প্রথম আলোর।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, গতকাল রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার সকাল সাতটার দিকে সরেজমিন দেখা যায়, আগুন নেভার পর সেখানে বিভিন্ন স্থানে পোড়া আসবাব ছড়িয়ে আছে। স্থানীয় লোকজন কারখানার টিনগুলো টেনে একপাশে এনে জড়ো করছেন। পাশের ৫ তলা ভবনের বাইরের দেয়াল আগুনে ঝলসে কালো হয়ে গেছে। সব কাচ ভেঙে মাটিতে পড়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় লোকজন বলছেন, আসবাব তৈরির কারখানাতে দাহ্য রাসায়নিক ছিল। যার কারণে আগুনের তীব্রতা বেশি ছিল। এ ছাড়া, সেখানে গ্যাসে চলে, এমন যন্ত্রও ছিল।
ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দা মোহাম্মদ তাজউদ্দিন প্রথম আলোকে বলেন, আসবাব কারখানায় রাসায়নিক রাখা ছিল বলে আগুন বেশি ভয়াবহ হয়ে যায়। কারখানার দিকে থাকা ভবনের সব কটি কাচ ভেঙে গেছে।
সূত্র: প্রথম আলো
চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিডিএ আবাসিকের পদ্মপুকুর এলাকার ৩টি আসবাব কারখানা আগুনে পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন তীব্র হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ ছাড়া আগুনে পাশের একটি ৫ তলা ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার সকাল ৭টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
খবর প্রথম আলোর।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, গতকাল রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার সকাল সাতটার দিকে সরেজমিন দেখা যায়, আগুন নেভার পর সেখানে বিভিন্ন স্থানে পোড়া আসবাব ছড়িয়ে আছে। স্থানীয় লোকজন কারখানার টিনগুলো টেনে একপাশে এনে জড়ো করছেন। পাশের ৫ তলা ভবনের বাইরের দেয়াল আগুনে ঝলসে কালো হয়ে গেছে। সব কাচ ভেঙে মাটিতে পড়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় লোকজন বলছেন, আসবাব তৈরির কারখানাতে দাহ্য রাসায়নিক ছিল। যার কারণে আগুনের তীব্রতা বেশি ছিল। এ ছাড়া, সেখানে গ্যাসে চলে, এমন যন্ত্রও ছিল।
ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দা মোহাম্মদ তাজউদ্দিন প্রথম আলোকে বলেন, আসবাব কারখানায় রাসায়নিক রাখা ছিল বলে আগুন বেশি ভয়াবহ হয়ে যায়। কারখানার দিকে থাকা ভবনের সব কটি কাচ ভেঙে গেছে।
সূত্র: প্রথম আলো
ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার (৪ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বৈসাবি আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) শুরু হচ্ছে। পাহাড়িদের প্রধানতম এই সামাজিক ও ধর্মীয় উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে ৪ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ট্রেনের মাঝে থাকা পাওয়ার কার বগির জেনারেটর ও অন্য যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। পরে বেলা ১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। এর আগে বেলা ১১টা থেকে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর বাড়তি শুল্কারোপ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার সমালোচনা করেছেন বিশ্বনেতারা। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইতালির জর্জিয়া মেলোনি ও অস্ট্রেলিয়ার অ্যালবানিজও রয়েছেন।