প্রতিবেদক, বিডিজেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান। এই ঘটনা তদন্তের জন্য আজ রোববার (১১ মে) উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে এই কমিটির সভাপতি করা হয়েছে। আর দুই সদস্য হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে।
এ সময় কিছু বিষয় পর্যালোচনার কথা উল্লেখ করা হয়। সেগুলো হলো–
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, ‘উপরোক্ত কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে এই কমিটি প্রয়োজনীয় সকল দলিলপত্র, যন্ত্রপাতি, স্বাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষা গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সকল সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশাবলি পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।’
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান। এই ঘটনা তদন্তের জন্য আজ রোববার (১১ মে) উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে এই কমিটির সভাপতি করা হয়েছে। আর দুই সদস্য হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে।
এ সময় কিছু বিষয় পর্যালোচনার কথা উল্লেখ করা হয়। সেগুলো হলো–
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, ‘উপরোক্ত কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে এই কমিটি প্রয়োজনীয় সকল দলিলপত্র, যন্ত্রপাতি, স্বাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষা গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সকল সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশাবলি পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।’
আরও পড়ুন
চীনের তৈরি যুদ্ধ বিমান জে-১০ এবারের ভারত-পাকিস্তান সংঘাতে আকাশে পাকিস্তানের সক্ষমতার প্রতীক হিসেবে প্রমাণিত। চীনের এই মাল্টিরোল যুদ্ধ বিমান নিয়ে বিস্মিত পশ্চিমা দুনিয়াও। ১৯৮৮ সালে শুরু হওয়া জে-১০ যুদ্ধ বিমান তৈরির ইতিহাসটা কিন্তু একটু জটিলই...
যুদ্ধের কারণে স্থগিত হয়ে গেছে পিএসএল। ফিরতে হয়েছে রিশাদ হোসেনকে। তবে দুবাই বিমান বন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে কিছু কথা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। বিব্রত হয়েছেন পিএসএলের বিদেশি দুই ক্রিকেটার। রিশাদ এক ইনস্টাগ্রাম পোস্টে সে জন্য দুঃখ প্রকাশ করেছেন
সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, 'এখনো গেজেট আমাদের হাতে এসে পৌঁছায়নি। অফিসিয়াল নথি হাতে আসার পর আলোচনা করে সিদ্ধান্ত নেব।'
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।