বিডিজেন ডেস্ক
২০২৪ সালে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। এবার ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারেনি তারা। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে গেছে তারা।
আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান তোলে। এটি এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। ওপেনার জনসন চার্লস (৪৮ বলে ৬৭) এবং রহমানুল্লাহ গুরবাজের (৩৮ বলে ৬৬) দ্রুতগতির অর্ধশতকের সুবাদে এই বিশাল সংগ্রহ পায় তারা।
জবাবে ১৬৪ রান করতে পারে রংপুর। ২৬ বলে সর্বোচ্চ ৪১ রান করে চেষ্টা চালান সাইফ হাসান। ইফতেখার আহমেদ ২৯ বলে ৪৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৭ বলে ৩০ রান। বাকি আর কেউ জ্বলে উঠতে না পারায় লড়াই জমাতে পারেনি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি।
রংপুর তাদের ৪টি লিগ পর্বের ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ফাইনালে উঠেছিল। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত ম্যাচ ছিল।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৯৬/৪ (জনসন ৬৭, গুরবাজ ৬৬, রোমারিও ২৮*, রাদারফোর্ড ১৯* ; ইফতিখার ১/১২, শামসি ১/২৮, খালেদ ১/৪৪, মেয়ার্স ০/২৩, কামরুল ০/৩৫)
রংপুর রাইডার্স: ১৯.৫ ওভারে ১৬৪ (ইফতিখার ৪৬, সাইফ ৪১, মাহিদুল ৩০, সৌম্য ১৩, কামরুল ৭; প্রিটোরিয়াস ৩/৩৭, তাহির ২/৩৯, মোতি ২/৩২)।
ফল: গায়ানা আমাজন ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা: রহমানউল্লাহ গুরবাজ।
টুর্নামেন্ট সেরা: ইমরান তাহির।
২০২৪ সালে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। এবার ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারেনি তারা। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে গেছে তারা।
আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান তোলে। এটি এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। ওপেনার জনসন চার্লস (৪৮ বলে ৬৭) এবং রহমানুল্লাহ গুরবাজের (৩৮ বলে ৬৬) দ্রুতগতির অর্ধশতকের সুবাদে এই বিশাল সংগ্রহ পায় তারা।
জবাবে ১৬৪ রান করতে পারে রংপুর। ২৬ বলে সর্বোচ্চ ৪১ রান করে চেষ্টা চালান সাইফ হাসান। ইফতেখার আহমেদ ২৯ বলে ৪৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৭ বলে ৩০ রান। বাকি আর কেউ জ্বলে উঠতে না পারায় লড়াই জমাতে পারেনি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি।
রংপুর তাদের ৪টি লিগ পর্বের ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ফাইনালে উঠেছিল। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত ম্যাচ ছিল।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৯৬/৪ (জনসন ৬৭, গুরবাজ ৬৬, রোমারিও ২৮*, রাদারফোর্ড ১৯* ; ইফতিখার ১/১২, শামসি ১/২৮, খালেদ ১/৪৪, মেয়ার্স ০/২৩, কামরুল ০/৩৫)
রংপুর রাইডার্স: ১৯.৫ ওভারে ১৬৪ (ইফতিখার ৪৬, সাইফ ৪১, মাহিদুল ৩০, সৌম্য ১৩, কামরুল ৭; প্রিটোরিয়াস ৩/৩৭, তাহির ২/৩৯, মোতি ২/৩২)।
ফল: গায়ানা আমাজন ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা: রহমানউল্লাহ গুরবাজ।
টুর্নামেন্ট সেরা: ইমরান তাহির।
ওএইচসিএইচআর মিশন শুধু গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং জবাবদিহি নিশ্চিত করায় জোর দেবে; বিশেষ করে পূর্ববর্তী সরকারের আমলে সংঘটিত অপরাধের বিষয়ে। এ মিশন দেশের আইনি, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা বাস্তবায়ন করবে না।
২০২৪ সালে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। এবার ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারেনি তারা। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে গেছে তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার (২৬) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর থানা–সংলগ্ন সেতুর পাশের একটি বহুতল ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।