logo
খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বোয়ালখালী শাখার কর্মীকে মারধর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বোয়ালখালী শাখার কর্মীকে মারধর
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সাজ্জাদ হোসেনকে নিয়ে যাচ্ছে পুলিশ। সোমবার বিকেল ৩ টা ১৫ মিনিটে প্রক্টর কার্যালয়ে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বোয়ালখালী থেকে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। ওই ছাত্রলীগ কর্মীর নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

সোমবার (৬ জানুয়ারি) ওই বর্ষের ৫০৬ নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষা ছিল। এ পরীক্ষায় অংশ নিতে তিনি বিভাগে এসেছিলেন। পরীক্ষা শেষে তাকে পুলিশে দেয় শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়েছে গত ১ ডিসেম্বর। সাজ্জাদ এর আগেও ৬টি পরীক্ষায় অংশ নিয়েছেন। ওই বর্ষের আরও ৪টি পরীক্ষা বাকি রয়েছে। সোমবার তাঁর ৭ নম্বর পরীক্ষা ছিল।

বিভাগের শিক্ষার্থীরা জানায়, জুলাই–আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাজ্জাদ শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট দিয়েছেন। কাউকে কাউকে হুমকিও দিয়েছেন। এ কারণে ওই সময়ই বিভাগের শিক্ষার্থীরা মিলে তাঁকে বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল।

এদিকে পরীক্ষা শুরু হলে বিভাগের শিক্ষকদের সহযোগিতায় আলাদাভাবে পরীক্ষা দিচ্ছিলেন সাজ্জাদ। সোমবার বিষয়টি জানাজানি হওয়ার পর দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা রাজনীতিবিজ্ঞান বিভাগের সামনে জড়ো হয়।

শিক্ষার্থীরা সেখানে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে সাজ্জাদকে প্রথমে প্রক্টর অফিস ও পরে থানায় নিয়ে যায়।

এ সময় কয়েকজন শিক্ষার্থীকে সাজ্জাদকে চড়থাপ্পড় দিতে দেখা গেছে। এতে একপর্যায়ে ছাত্রদল, ছাত্রশিবিরের নেতা–কর্মীদের অংশ নিতে দেখা গেছে।

‘সাজ্জাদ ছাত্রলীগের চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা শাখার সঙ্গে যুক্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানিয়েঠেন, শিক্ষার্থীরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী সাজ্জাদকে প্রক্টর অফিসে এনেছিলেন। তাদের অভিযোগ, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়ার হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত। পরে তারা ওই সাজ্জাদের মুঠোফোন ঘেঁটে বিভিন্ন প্রমাণ পেয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে পুলিশের হাতে দেওয়া হয়েছে।

আরও দেখুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান পয়েন্টে নেদারল্যান্ডস রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে পৌঁছেছে।

১৭ ঘণ্টা আগে

বয়স্ক প্রজন্ম তরুণদের নেতৃত্ব দিতে পারছে না: মুহাম্মদ ইউনূস

বয়স্ক প্রজন্ম তরুণদের নেতৃত্ব দিতে পারছে না: মুহাম্মদ ইউনূস

মুহাম্মদ ইউনূস বলেন, “আগামী পৃথিবী মৌলিকভাবে ভিন্ন হবে। আজ যা আমরা কল্পনাও করতে পারছি না, সেটাই বাস্তবতায় পরিণত হবে। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। এই বৈশ্বিক গতির সঙ্গে যদি আমরা নিজেদের গতি বাড়াতে ও সামঞ্জস্য আনতে না পারি, তাহলে আমরা কতটা পিছিয়ে পড়ব, তা ভেবে দেখা দরকার।”

১৮ ঘণ্টা আগে

ইউক্রেন যুদ্ধে ‘পণ্য’ হিসেবে বিক্রি হচ্ছে বাংলাদেশি শ্রমিক!

ইউক্রেন যুদ্ধে ‘পণ্য’ হিসেবে বিক্রি হচ্ছে বাংলাদেশি শ্রমিক!

লক্ষ্মীপুর জেলার মাকসুদুর রহমানকে মানব পাচারকারীরা প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়ার একটি সামরিক ক্যাম্পে ‘পরিচ্ছন্নতাকর্মী’ হিসেবে কাজ দেওয়ার। কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে তিনি নিজেকে আবিষ্কার করেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জীবন-মরণ সন্ধিক্ষণে, একেবারে সম্মুখসারিতে। মাকসুদুরের মতো এমন অনেক বাংলাদেশির ভাগ্য

২০ ঘণ্টা আগে

দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে সব হারালেন মালয়েশিয়াপ্রবাসী

দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে সব হারালেন মালয়েশিয়াপ্রবাসী

ধারণা করা হচ্ছে, বাসযাত্রার সময় অজ্ঞান পার্টির সদস্যরা নেশাজাতীয় কোনো দ্রব্য খাইয়ে কামরুল ইসলামের লাগেজ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার কাছে কেবল কাঁধের একটি ব্যাগ ও বেল্টের ছোট ব্যাগটি ছিল। ওই বেল্ট ব্যাগ থেকেই তার পাসপোর্ট উদ্ধার করা হয়।

২ দিন আগে