বিডিজেন ডেস্ক
বাংলাদেশের বাইরে বসবাসকারী প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, যুক্তরাজ্য। শুক্রবার (৪ জুলাই) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তারা।
খবর প্রথম আলোর।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে কয়েকটি দাবি তুলে ধরেন প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, যুক্তরাজ্যের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজির আহমদ। নব্বইয়ের দশকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে রায় দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশের রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরেও কোনো রাজনৈতিক দল কেন এই অধিকার নিশ্চিত করেনি, সেটা আমাদের জানা নেই।’
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে বাংলাদেশের অর্থনীতির স্বীকৃত ‘লাইফ লাইন’ বলে মন্তব্য করেন নাজির আহমেদ। তিনি বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা-সমাবেশ করেছেন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। সর্বশেষে প্রবাসীরা গত বছর ৫ আগস্টের আগে মাসব্যাপী রেমিট্যান্স পাঠানো বন্ধ করে পতিত সরকারের টনক নাড়িয়ে দিয়েছিলেন।
রেমিট্যান্সের প্রবাহ বাড়ায় অন্তর্বর্তী সরকার ‘রিজার্ভে হাত না দিয়েই’ বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করেছে দাবি করে নাজির আহমদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে শুধু প্রয়োজন, সত্যিকারের সদিচ্ছা ও যথাযথ প্রতিশ্রুতি। এই কাজ বাস্তবায়নে দেশে যোগ্য ও প্রশিক্ষিত লোকবলের অভাব থাকলে সরকার পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বিশেষজ্ঞদের সহায়তা নিতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা তাদের নিজ দেশের নির্বাচনে ভোট দিতে পারেন উল্লেখ করে নাজির আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারই পারে প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে। বিগত ৫৪ বছর ধরে অসম্পন্ন থাকা প্রবাসী বাংলাদেশিদের এই দাবি পূরণের এখনই উপযুক্ত সময়।’
এ সময় আয়োজকেরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা, দ্রুত সময় ভোটার তালিকা প্রস্তুত ও যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং অথবা প্রিসাইডিং কর্মকর্তা নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে সরাসরি ভোটের ব্যবস্থা নিশ্চিত করাসহ পাঁচটি দাবি উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, আইনজীবী মো. মোজাক্কির হোসাইন, প্রবাসী ইকবাল হোসাইন প্রমুখ।
সূত্র: প্রথম আলো
বাংলাদেশের বাইরে বসবাসকারী প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, যুক্তরাজ্য। শুক্রবার (৪ জুলাই) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তারা।
খবর প্রথম আলোর।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে কয়েকটি দাবি তুলে ধরেন প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, যুক্তরাজ্যের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজির আহমদ। নব্বইয়ের দশকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে রায় দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশের রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরেও কোনো রাজনৈতিক দল কেন এই অধিকার নিশ্চিত করেনি, সেটা আমাদের জানা নেই।’
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে বাংলাদেশের অর্থনীতির স্বীকৃত ‘লাইফ লাইন’ বলে মন্তব্য করেন নাজির আহমেদ। তিনি বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা-সমাবেশ করেছেন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। সর্বশেষে প্রবাসীরা গত বছর ৫ আগস্টের আগে মাসব্যাপী রেমিট্যান্স পাঠানো বন্ধ করে পতিত সরকারের টনক নাড়িয়ে দিয়েছিলেন।
রেমিট্যান্সের প্রবাহ বাড়ায় অন্তর্বর্তী সরকার ‘রিজার্ভে হাত না দিয়েই’ বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করেছে দাবি করে নাজির আহমদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে শুধু প্রয়োজন, সত্যিকারের সদিচ্ছা ও যথাযথ প্রতিশ্রুতি। এই কাজ বাস্তবায়নে দেশে যোগ্য ও প্রশিক্ষিত লোকবলের অভাব থাকলে সরকার পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বিশেষজ্ঞদের সহায়তা নিতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা তাদের নিজ দেশের নির্বাচনে ভোট দিতে পারেন উল্লেখ করে নাজির আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারই পারে প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে। বিগত ৫৪ বছর ধরে অসম্পন্ন থাকা প্রবাসী বাংলাদেশিদের এই দাবি পূরণের এখনই উপযুক্ত সময়।’
এ সময় আয়োজকেরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা, দ্রুত সময় ভোটার তালিকা প্রস্তুত ও যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং অথবা প্রিসাইডিং কর্মকর্তা নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে সরাসরি ভোটের ব্যবস্থা নিশ্চিত করাসহ পাঁচটি দাবি উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, আইনজীবী মো. মোজাক্কির হোসাইন, প্রবাসী ইকবাল হোসাইন প্রমুখ।
সূত্র: প্রথম আলো
চলতি ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ মনে করেন রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনের শুল্ক আলোচনার প্রথম দিনের বৈঠক যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে।