logo
খবর

সিলেটে এখনো দেদার চলছে পাহাড়-টিলা কাটা, অভিযোগ পরিবেশবাদীদের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪
Copied!
সিলেটে এখনো দেদার চলছে পাহাড়-টিলা কাটা, অভিযোগ পরিবেশবাদীদের
সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি। ২৯ ডিসেম্বর ২০২৪। ছবি: প্রথম আলো

সিলেটে আইন অমান্য করে এখনো দেদার পাহাড়-টিলা কাটা চলছে বলে অভিযোগ করেছেন পরিবেশবাদীরা। তারা বলছেন, টিলা কাটার কারণে প্রাণহানিও হচ্ছে। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেটে ৫১ জন নিহত হয়েছেন। এই টিলা প্রধানত সরকারি উদ্যোগের কারণেই ধ্বংস হচ্ছে।

খবর প্রথম আলোর।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের উদ্যোগে ‘প্রকৃতি, পরিবেশ ও জনস্বার্থে পাহাড়-টিলা সংরক্ষণের গুরুত্ব’ শীর্ষক এ সভা আয়োজন করা হয়।

বেলার সমন্বয়ক হাসানুল বান্নার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বেলা সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ।

শাহ সাহেদা আখতার বলেন, এসএ রেকর্ড অনুযায়ী সিলেটে ২০০৯ সালে টিলার সংখ্যা ছিল ১ হাজার ২৫টি। এখন এটা পৌঁছেছে মাত্র ৫৬৫টিতে। সিলেটের টিলাগুলো মূলত ধ্বংস হচ্ছে সরকারি ও ব্যক্তি উদ্যোগ, শিল্পপ্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের উদাসীনতা এবং আইন প্রয়োগের অভাবে।

সরকারিভাবে টিলাকে পাথর কোয়ারি হিসেবে ইজারা দেওয়ার অভিযোগ করেন শাহ সাহেদা। তিনি বলেন, টিলা কাটার কারণে সিলেটের চা-শিল্পেও নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে চা-শ্রমিকদের আয়ও কমে যাচ্ছে। একাধিক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতা, রাজনৈতিক প্রভাব, ব্যক্তিস্বার্থের প্রাধান্য ও প্রলম্বিত আইনি প্রক্রিয়ার কারণে এই টিলা কাটানো থামানো যাচ্ছে না।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘প্রতিদিনই টিলা কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এটা রক্ষা করতে পারছি না। টিলায় কৃষিকাজ হলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এতে টিলাগুলো সুরক্ষিত থাকে। এতে ভাঙন হয় না। তবে সিলেটে কৃষিকাজের কথা বলে টিলা কাটা হচ্ছে।’

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় ৩ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া, মামলা থেকে খালাস পেয়েছে ৪ জন।

২ ঘণ্টা আগে

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২ ঘণ্টা আগে

গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাসদর। সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কর্মরত, তাদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে।

৪ ঘণ্টা আগে

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব রাজনৈতিক দল একমত: আলী রীয়াজ

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব রাজনৈতিক দল একমত: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে।

৪ ঘণ্টা আগে