logo
খবর

সুনামগঞ্জে অটোরিকশা খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৭

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জানুয়ারি ২০২৫
Copied!
সুনামগঞ্জে অটোরিকশা খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৭
প্রতীকী ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে আটোরিকশা খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। নিহত শ্রমিকের নাম শাহীনূর রহমান।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনূর (২০) জামালগঞ্জ উপজেলার ভীমখালী চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

স্থানীয় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বলেন, ‘শাহীনূরসহ আমরা আট শ্রমিক অটোরিকশা যোগে কাজের উদ্দেশে সেলিমগঞ্জ যাচ্ছিলাম। এ সময় জাল্লাবাজ গ্রামে পৌঁছানো মাত্রই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আমরা ৭ শ্রমিক আহত হই। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহীনূরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জামালগঞ্জ থানার সেকেন্ড অফিসার পংকজ ঘোষ বলেন, ‘গাড়িতে আটজন যাত্রী ছিলেন। খাদে পড়ে একজনের মৃত্যু হয়। বাকিরা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে রোববার (১৩ অক্টোবর) লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

২৪ মিনিট আগে

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’

২১ ঘণ্টা আগে

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।

২ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকায় অবৈধভাবে অবস্থানরত  ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত প্রচেষ্টায় প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

৪ দিন আগে