
বিডিজেন ডেস্ক

সুনামগঞ্জের জামালগঞ্জে আটোরিকশা খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। নিহত শ্রমিকের নাম শাহীনূর রহমান।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনূর (২০) জামালগঞ্জ উপজেলার ভীমখালী চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
স্থানীয় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বলেন, ‘শাহীনূরসহ আমরা আট শ্রমিক অটোরিকশা যোগে কাজের উদ্দেশে সেলিমগঞ্জ যাচ্ছিলাম। এ সময় জাল্লাবাজ গ্রামে পৌঁছানো মাত্রই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আমরা ৭ শ্রমিক আহত হই। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহীনূরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জামালগঞ্জ থানার সেকেন্ড অফিসার পংকজ ঘোষ বলেন, ‘গাড়িতে আটজন যাত্রী ছিলেন। খাদে পড়ে একজনের মৃত্যু হয়। বাকিরা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।’

সুনামগঞ্জের জামালগঞ্জে আটোরিকশা খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। নিহত শ্রমিকের নাম শাহীনূর রহমান।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীনূর (২০) জামালগঞ্জ উপজেলার ভীমখালী চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
স্থানীয় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বলেন, ‘শাহীনূরসহ আমরা আট শ্রমিক অটোরিকশা যোগে কাজের উদ্দেশে সেলিমগঞ্জ যাচ্ছিলাম। এ সময় জাল্লাবাজ গ্রামে পৌঁছানো মাত্রই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আমরা ৭ শ্রমিক আহত হই। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহীনূরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জামালগঞ্জ থানার সেকেন্ড অফিসার পংকজ ঘোষ বলেন, ‘গাড়িতে আটজন যাত্রী ছিলেন। খাদে পড়ে একজনের মৃত্যু হয়। বাকিরা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।’
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।
আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।