logo
খবর

চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১১

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১১
ডাকাত সন্দেহে আটক ব্যক্তিদের কয়েকজন। ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরে একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে এক ভবনে ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরের খুলশী এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ।

খবর প্রথম আলোর।

আটক ব্যক্তিরা হলেন মো. ওয়াজেদ (৩৬), মো. হোসাইন (৪২), রুবেল হোসেন (২৫), মহি উদ্দিন (৪৫), আবদুস সবুর (৩৭), মো. ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), ওসমান (২৪), আবদুল মান্নান (৩৫) ও শওকত আকবর (২৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসে করে ১৩ জনের একটি দল খুলশীর ৩ নম্বর রোডের একটি বহতল ভবনের সামনে আসে। ভবনের নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেয়।

এরপর ভবনে ঢুকে নিরাপত্তাকর্মীদের আটকে রেখে ৮ম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। ওই সময় বাসায় ছিলেন না গিয়াস উদ্দিন। বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকে মাইক্রোবাসে আসা ব্যক্তিরা। বাসায় ঢুকে জিনিসপত্র তছনছ করে তারা।

এরই মধ্যে ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দেয়। এরপর খুলশী থানার পুলিশ এসে ১১ জনকে আটক করে নিয়ে যায়। অভিযানের সময় দুজন পালিয়ে গেছে। অভিযুক্তদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ভাই জালাল উদ্দিন আনসারী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। রাতে তিনি প্রথম আলোকে বলেন, ফ্ল্যাটে তাঁর ভাইয়ের পরিবারের কেউ ছিলেন না। তাঁরা বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে একদল লোক দরজা ভেঙে তাঁর ভাইয়ের বাসায় ঢোকেন। তারা বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে। পরে পুলিশ এসে ১১ জনকে থানায় নিয়ে গেছে।

জানতে চাইলে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ সাংবাদিকদের বলেন, ১১ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ অটোরিকশার যাত্রী ৬ জন দগ্ধ হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে চৌমুহনী পৌরসভার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

৮ ঘণ্টা আগে

সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা-ভাঙচুর

সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা-ভাঙচুর

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। এ ছাড়া, সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেলের বাসাতেও হামলা হয়েছে।

৮ ঘণ্টা আগে

সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৯ ঘণ্টা আগে

ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রেস উইং

ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রেস উইং

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বাংলাদেশ ইসলামি উগ্রপন্থীদের উত্থান নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদনকে বিভ্রান্তিকর হিসেবে আখ্যায়িত করেছে।

১ দিন আগে