বিডিজেন ডেস্ক
এখন থেকে থাইল্যান্ড যেতে আগ্রহীদের যাওয়ার তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে হবে। আজ বুধবার দেশটির ঢাকাস্থ দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়। ভিসার উচ্চ চাহিদার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল থাই দূতাবাস।
আবেদন ফরম জমা দেওয়ার আগে পাসপোর্টের মেয়াদ এবং ব্যক্তিগত তথ্য, যেমন—নামের বানান, লিঙ্গ ও জন্ম তারিখ সঠিকভাবে যাচাই করে নিতে বলা হয়েছে। যাদের আবেদন ফরমে পাসপোর্টের তথ্যের সঙ্গে ব্যক্তিগত তথ্যের অমিল থাকবে এবং যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম হবে, তাদের আবেদন বাতিল করা হবে।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, ই-ভিসা ওয়েবসাইটে যে নথিপত্রের প্রয়োজন নেই, সেগুলো বাধ্যতামূলক নয়। তবে, আবেদনকারীরা তাদের আবেদন দ্রুত অনুমোদন পাওয়ার জন্য যেসব অতিরিক্ত নথিপত্র প্রদান করতে চান, সেগুলো দিতে পারেন। এসব নথির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ব্যাংক স্টেটমেন্ট, বাণিজ্য লাইসেন্স ও পূর্ববর্তী থাই ভিসা।
নতুন এই পদ্ধতিতে সব আবেদনকারীরা এখন তাদের আবেদনপত্র জমা দিয়ে, নিজেদের সুবিধামতো অনলাইন পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের সময়সীমা দূতাবাসের কার্যদিবসগুলোতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।
থাই দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। গত ৯ মার্চ থেকে দৈনিক ভিসা আবেদন জমা নেওয়ার কোটা বন্ধ করা হয়েছে।
এ ব্যাপারে ঢাকাস্থ থাই দূতাবাসের ফেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে জানতে পারবেন বিস্তারিত।
এখন থেকে থাইল্যান্ড যেতে আগ্রহীদের যাওয়ার তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে হবে। আজ বুধবার দেশটির ঢাকাস্থ দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়। ভিসার উচ্চ চাহিদার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল থাই দূতাবাস।
আবেদন ফরম জমা দেওয়ার আগে পাসপোর্টের মেয়াদ এবং ব্যক্তিগত তথ্য, যেমন—নামের বানান, লিঙ্গ ও জন্ম তারিখ সঠিকভাবে যাচাই করে নিতে বলা হয়েছে। যাদের আবেদন ফরমে পাসপোর্টের তথ্যের সঙ্গে ব্যক্তিগত তথ্যের অমিল থাকবে এবং যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম হবে, তাদের আবেদন বাতিল করা হবে।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, ই-ভিসা ওয়েবসাইটে যে নথিপত্রের প্রয়োজন নেই, সেগুলো বাধ্যতামূলক নয়। তবে, আবেদনকারীরা তাদের আবেদন দ্রুত অনুমোদন পাওয়ার জন্য যেসব অতিরিক্ত নথিপত্র প্রদান করতে চান, সেগুলো দিতে পারেন। এসব নথির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ব্যাংক স্টেটমেন্ট, বাণিজ্য লাইসেন্স ও পূর্ববর্তী থাই ভিসা।
নতুন এই পদ্ধতিতে সব আবেদনকারীরা এখন তাদের আবেদনপত্র জমা দিয়ে, নিজেদের সুবিধামতো অনলাইন পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের সময়সীমা দূতাবাসের কার্যদিবসগুলোতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।
থাই দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। গত ৯ মার্চ থেকে দৈনিক ভিসা আবেদন জমা নেওয়ার কোটা বন্ধ করা হয়েছে।
এ ব্যাপারে ঢাকাস্থ থাই দূতাবাসের ফেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে জানতে পারবেন বিস্তারিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, 'কখন আপনার সংস্কার শেষ হবে, কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা জনগণ জানতে চায়।'
আওয়ামী লীগের দোসর নয়, হয়তো সমর্থন করে, এমন ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের ফেরিঘাট এলাকা থেকে র্যাব পরিচয়ে দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার প্রবাসীরা হলেন—জমিস শেখ ও সুজন খান।
ক্ষুদ্রঋণের সাফল্যের কথা তুলে ধরে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য তিনি ‘মাইক্রো ক্রেডিট রেগুলেটরি’ আইন প্রণয়নেরও প্রস্তাব দিয়েছেন।