বিডিজেন ডেস্ক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগের ৫ নেতার ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জানুয়ারি( সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে তাদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অন্যরা হলেন আওয়ামী লীগের জেলা শাখার সদস্য শাহারুল ইসলাম ওরফে আফজাল, স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ ওরফে অপু, ছাত্রলীগের জেলা শাখার সদস্য জাহিদুল ইসলাম ওরফে মছিবুর। নাদের বখতও স্থানীয় আওয়ামী লীগের নেতা। তিনি জেলা শাখার সহসভাপতি।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্তদের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মনিষ কান্তি দে।
সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত অভিযুক্ত তাঁরা। মামলায় গত ২৯ ডিসেম্বর আদালতে হাজির হয়ে তাঁরা জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের ২ জন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯৯ জনকে অভিযুক্ত করা হয়। মামলায় অজ্ঞাত অভিযুক্ত আরও ১৫০ থেকে ২০০ জন।
এ মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ঢাকা থেকে গ্রেপ্তার হন সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান ওরফে মানিক। বর্তমানে তাঁরা জামিনে আছেন।
সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগের ৫ নেতার ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জানুয়ারি( সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে তাদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অন্যরা হলেন আওয়ামী লীগের জেলা শাখার সদস্য শাহারুল ইসলাম ওরফে আফজাল, স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ ওরফে অপু, ছাত্রলীগের জেলা শাখার সদস্য জাহিদুল ইসলাম ওরফে মছিবুর। নাদের বখতও স্থানীয় আওয়ামী লীগের নেতা। তিনি জেলা শাখার সহসভাপতি।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্তদের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মনিষ কান্তি দে।
সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত অভিযুক্ত তাঁরা। মামলায় গত ২৯ ডিসেম্বর আদালতে হাজির হয়ে তাঁরা জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের ২ জন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯৯ জনকে অভিযুক্ত করা হয়। মামলায় অজ্ঞাত অভিযুক্ত আরও ১৫০ থেকে ২০০ জন।
এ মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ঢাকা থেকে গ্রেপ্তার হন সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান ওরফে মানিক। বর্তমানে তাঁরা জামিনে আছেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সম্পৃক্ত করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি এ-ও মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির ক্ষেত্রে আরাকান আর্মি সবচেয়ে বড় বাধা।
মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, লাখ লাখ প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য সরকার বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে বিশেষ করে কনস্যুলেট জেনারেল অফিসগুলোতে জনবল বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, অনভিপ্রেত মন্তব্য না দিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক।