logo
খবর

জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৮ ঘণ্টা আগে
Copied!
জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ৬ জুলাই ২০২৫। ছবি: আজকের পত্রিকা

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ জন বাংলাদেশির মধ্যে ৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটি। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই ওই ৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। জঙ্গিবাদে সম্পৃক্ততার বিষয়ে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি বলেও উল্লেখ করেন তিনি।

খবর আজকের পত্রিকার।

আজ রোববার (৬ জুলাই) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় বাংলাদেশি আটক ৩ জনকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে জিজ্ঞেস করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মূল বিষয় ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

মালয়েশিয়ার পুলিশপ্রধানের পক্ষ থেকে বলা হয়েছে, আটক ব্যক্তিরা বাংলাদেশে আইএসের জন্য অর্থ সংগ্রহ করছিলেন—এ প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে এখন কোনো জঙ্গি নেই। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের সঙ্গে দেশের জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই। ওখানকার আইজিপি কী বলেছেন আমি জানি না। সরকারিভাবে যে মেসেজ পেয়েছি তা হলো, তাদের ভিসার মেয়াদ শেষ। এ ছাড়া, আনুষ্ঠানিকভাবে আমরা কোনো মেসেজ পাইনি।’

জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দেশে এখন কোনো জঙ্গিবাদ নেই। আপনারা গত ১০ মাসে দেশে কোনো জঙ্গিবাদের খবর দিতে পেরেছেন? আপনাদের সহযোগিতায় এ দেশের জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে।’

এদিকে গত শুক্রবার আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় অবস্থানকালে ওই ৩ বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশে তাদের জঙ্গি হামলা চালানোর আশঙ্কা ছিল। অ্যান্টি টেররিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া গতকাল বলেন, সন্দেহভাজন ৩ জনকে আদালত কারাগারে পাঠিয়েছে। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে সন্ত্রাসবাদের কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলোর ভিত্তিতে মামলা করা হচ্ছে।

এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল গত ২৭ জুন সাংবাদিকদের জানান, সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ অনুচ্ছেদে মামলা হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে এবং ১৬ জন মালয়েশিয়ায় পুলিশ হেফাজতে রয়েছে। তারা বাংলাদেশ ও সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর জন্য অর্থ সংগ্রহ করতেন বলে জানান মালয়েশিয়ার পুলিশপ্রধান।

ওই ১৫ জনের মধ্যে ৩ জনকে দেশে পাঠানোর পর গত শুক্রবার কারাগারে পাঠানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ৫ জনের বিরুদ্ধে জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের মালয়েশিয়ার কারাগারেই রাখা হয়েছে। বাকিদের ফেরত পাঠাবে তারা। মালয়েশিয়ার পুলিশপ্রধানের বক্তব্যের বিষয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখন জঙ্গি তৎপরতা নেই। এখানে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততাও নেই।

বিমানবন্দর পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর বিষয়েও কথা বলেন। এই ব্যবস্থা কৃষিপণ্য রপ্তানি সহজ করবে বলে জানান উপদেষ্টা। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগারও পরিদর্শন করেন তিনি।

সূত্র: আজকের পত্রিকা

আরও পড়ুন

আরও পড়ুন

বিএনপি সংস্কারবিরোধী, এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল

বিএনপি সংস্কারবিরোধী, এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল

বিএনপি সংস্কারবিরোধী—এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের বিষয়ে বিএনপির অঙ্গীকারবদ্ধ, কিন্তু একটি মহল, একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে।

৬ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

দিনবদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরহাদ হোসেন ওরফে রনি (৩১)। তাঁর সে স্বপ্ন পূরণ হয়নি। গতকাল শনিবার (৫ জুলাই) সকালে একটি ভবনে কাজ করার সময় ক্রেনের চেন ছিঁড়ে পড়লে তার নিচে চাপা পড়ে তিনি মারা যান।

৭ ঘণ্টা আগে

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব

২০২৫ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে চলমান পরিস্থিতির বাস্তবতায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা হয়নি তাঁর। কিন্তু ঠিকই গ্লোবাল টি-টোয়েন্টি আসরের দ্বার খুলে গেছে দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটারের।

৭ ঘণ্টা আগে

জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা

জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ জন বাংলাদেশির মধ্যে ৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটি। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই ওই ৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

৮ ঘণ্টা আগে