logo
খবর

জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জুলাই ২০২৫
Copied!
জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ৬ জুলাই ২০২৫। ছবি: আজকের পত্রিকা

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ জন বাংলাদেশির মধ্যে ৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটি। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই ওই ৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। জঙ্গিবাদে সম্পৃক্ততার বিষয়ে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি বলেও উল্লেখ করেন তিনি।

খবর আজকের পত্রিকার।

আজ রোববার (৬ জুলাই) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় বাংলাদেশি আটক ৩ জনকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে জিজ্ঞেস করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মূল বিষয় ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

মালয়েশিয়ার পুলিশপ্রধানের পক্ষ থেকে বলা হয়েছে, আটক ব্যক্তিরা বাংলাদেশে আইএসের জন্য অর্থ সংগ্রহ করছিলেন—এ প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে এখন কোনো জঙ্গি নেই। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের সঙ্গে দেশের জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই। ওখানকার আইজিপি কী বলেছেন আমি জানি না। সরকারিভাবে যে মেসেজ পেয়েছি তা হলো, তাদের ভিসার মেয়াদ শেষ। এ ছাড়া, আনুষ্ঠানিকভাবে আমরা কোনো মেসেজ পাইনি।’

জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দেশে এখন কোনো জঙ্গিবাদ নেই। আপনারা গত ১০ মাসে দেশে কোনো জঙ্গিবাদের খবর দিতে পেরেছেন? আপনাদের সহযোগিতায় এ দেশের জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে।’

এদিকে গত শুক্রবার আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় অবস্থানকালে ওই ৩ বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশে তাদের জঙ্গি হামলা চালানোর আশঙ্কা ছিল। অ্যান্টি টেররিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া গতকাল বলেন, সন্দেহভাজন ৩ জনকে আদালত কারাগারে পাঠিয়েছে। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে সন্ত্রাসবাদের কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলোর ভিত্তিতে মামলা করা হচ্ছে।

এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল গত ২৭ জুন সাংবাদিকদের জানান, সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ অনুচ্ছেদে মামলা হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে এবং ১৬ জন মালয়েশিয়ায় পুলিশ হেফাজতে রয়েছে। তারা বাংলাদেশ ও সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর জন্য অর্থ সংগ্রহ করতেন বলে জানান মালয়েশিয়ার পুলিশপ্রধান।

ওই ১৫ জনের মধ্যে ৩ জনকে দেশে পাঠানোর পর গত শুক্রবার কারাগারে পাঠানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ৫ জনের বিরুদ্ধে জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের মালয়েশিয়ার কারাগারেই রাখা হয়েছে। বাকিদের ফেরত পাঠাবে তারা। মালয়েশিয়ার পুলিশপ্রধানের বক্তব্যের বিষয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখন জঙ্গি তৎপরতা নেই। এখানে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততাও নেই।

বিমানবন্দর পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর বিষয়েও কথা বলেন। এই ব্যবস্থা কৃষিপণ্য রপ্তানি সহজ করবে বলে জানান উপদেষ্টা। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগারও পরিদর্শন করেন তিনি।

সূত্র: আজকের পত্রিকা

আরও পড়ুন

আরও পড়ুন

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’

১৩ ঘণ্টা আগে

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।

২ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকায় অবৈধভাবে অবস্থানরত  ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত প্রচেষ্টায় প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

৩ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানে আমিরাতে আটক অবশিষ্ট বন্দীর মুক্তির বিষয়ে প্রবাসী মন্ত্রণালয়ের উদ্যোগ

জুলাই গণঅভ্যুত্থানে আমিরাতে আটক অবশিষ্ট বন্দীর মুক্তির বিষয়ে প্রবাসী মন্ত্রণালয়ের উদ্যোগ

২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে সংযুক্ত আরব আমিরাতে আটককৃতদের মধ্য থেকে ইতিমধ্যে ১৮৮ জন দেশে ফিরে এলেও এখনো আবুধাবি কারাগারে আটক আছে ২৫ জন প্রবাসী। তাদের মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কুটনৈতিক ও আইনী প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

৫ দিন আগে