বিডিজেন ডেস্ক
নির্বাচন কমিশন এই মুহূর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তবে সরকার ও রাজনৈতিক দলগুলো একমত হয়ে সিদ্ধান্ত নিলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ‘এই মুহূর্তে আমাদের স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সব মিলিয়ে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।’
‘নির্বাচন নিয়ে কোন রাজনৈতিক দল কী বলল, সেটা বিষয় না। দেশে জাতীয় একটা নির্বাচনের প্রয়োজন। তবে যদি সরকার ও রাজনৈতিক দলগুলো একমত থাকে যে, আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে,’ যোগ করেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, ‘যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা কোনো অনুরোধ পাইনি এবং আমরা সর্বমহলে শুনছি যে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে (সরকারের) সবাই বলছেন, ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হতে পারে, সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
কমিশনার মাছউদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল থেকে হুমকি বা এমন কোনো কিছুই পাইনি; তাই কে কী বলল, এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি।…আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আমাদের কষ্ট হবে। তারপরও সরকারের সঙ্গে সব রাজনৈতিক দল একমত হয়ে যে সিদ্ধান্তে আসবে, আমরা সেই মোতাবেক কাজ করব।’
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে যাদের নিবন্ধন আছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আমাদের বারণ করার কিছু নেই। তবে কোনো একটা বিশেষ দলকে সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে আমাদের আইন অনুযায়ী যে নিবন্ধন আছে সেটা বাতিল হবে।’
এ সময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা জেইসন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিসেম্বরে হতে পারে নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন দিতে পারে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করে ড, ইউনূস আরও বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। জাতীয় নির্বাচনকে সফল করতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’
নির্বাচনের বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য
এদিকে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান বলেছেন, ‘আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য (সামনের) দিকে ধাবিত হচ্ছি। তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন, অবশ্যই সরকার এদিকে হেল্প করবে।’
২০০৯ সালে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, ‘আমি যতবারই ড. ইউনূসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিটলি অ্যাগ্রিজ উইথ মি, দেয়ার শুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর... (আমি যতবারই ড. ইউনূসের সঙ্গে কথা বলেছি তিনি সম্পূর্ণভাবে আমার সঙ্গে একমত হয়েছেন যে, একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে বা...)। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ১৮ মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয়, সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ড. ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন, যে দেশটাকে ইউনাইটেড রাখতে। কাজ করে যাচ্ছেন উনি, তাঁকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন। সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশা আল্লাহ কাজ করে যাব।’
নির্বাচন কমিশন এই মুহূর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তবে সরকার ও রাজনৈতিক দলগুলো একমত হয়ে সিদ্ধান্ত নিলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ‘এই মুহূর্তে আমাদের স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সব মিলিয়ে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।’
‘নির্বাচন নিয়ে কোন রাজনৈতিক দল কী বলল, সেটা বিষয় না। দেশে জাতীয় একটা নির্বাচনের প্রয়োজন। তবে যদি সরকার ও রাজনৈতিক দলগুলো একমত থাকে যে, আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে,’ যোগ করেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, ‘যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা কোনো অনুরোধ পাইনি এবং আমরা সর্বমহলে শুনছি যে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে (সরকারের) সবাই বলছেন, ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হতে পারে, সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
কমিশনার মাছউদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল থেকে হুমকি বা এমন কোনো কিছুই পাইনি; তাই কে কী বলল, এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি।…আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আমাদের কষ্ট হবে। তারপরও সরকারের সঙ্গে সব রাজনৈতিক দল একমত হয়ে যে সিদ্ধান্তে আসবে, আমরা সেই মোতাবেক কাজ করব।’
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে যাদের নিবন্ধন আছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আমাদের বারণ করার কিছু নেই। তবে কোনো একটা বিশেষ দলকে সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে আমাদের আইন অনুযায়ী যে নিবন্ধন আছে সেটা বাতিল হবে।’
এ সময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা জেইসন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিসেম্বরে হতে পারে নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন দিতে পারে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করে ড, ইউনূস আরও বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। জাতীয় নির্বাচনকে সফল করতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’
নির্বাচনের বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য
এদিকে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান বলেছেন, ‘আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য (সামনের) দিকে ধাবিত হচ্ছি। তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন, অবশ্যই সরকার এদিকে হেল্প করবে।’
২০০৯ সালে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, ‘আমি যতবারই ড. ইউনূসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিটলি অ্যাগ্রিজ উইথ মি, দেয়ার শুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর... (আমি যতবারই ড. ইউনূসের সঙ্গে কথা বলেছি তিনি সম্পূর্ণভাবে আমার সঙ্গে একমত হয়েছেন যে, একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে বা...)। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ১৮ মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয়, সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ড. ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন, যে দেশটাকে ইউনাইটেড রাখতে। কাজ করে যাচ্ছেন উনি, তাঁকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন। সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশা আল্লাহ কাজ করে যাব।’
ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার (৪ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বৈসাবি আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) শুরু হচ্ছে। পাহাড়িদের প্রধানতম এই সামাজিক ও ধর্মীয় উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে ৪ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ট্রেনের মাঝে থাকা পাওয়ার কার বগির জেনারেটর ও অন্য যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। পরে বেলা ১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। এর আগে বেলা ১১টা থেকে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর বাড়তি শুল্কারোপ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার সমালোচনা করেছেন বিশ্বনেতারা। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইতালির জর্জিয়া মেলোনি ও অস্ট্রেলিয়ার অ্যালবানিজও রয়েছেন।