logo
খবর

হবিগঞ্জে মুঠোফোন ব্যবহার নিয়ে ক্ষিপ্ত হয়ে কিশোরীকে কুপিয়ে হত্যা, বাবা আটক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫
Copied!
হবিগঞ্জে মুঠোফোন ব্যবহার নিয়ে ক্ষিপ্ত হয়ে কিশোরীকে কুপিয়ে হত্যা, বাবা আটক
নিহত রানু বেগম। ছবি: প্রথম আলো

অতিরিক্ত মুঠোফোন ব্যবহার করা নিয়ে ক্ষিপ্ত হয়ে হবিগঞ্জে এক ব্যক্তি তার কিশোরী মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর প্রথম আলোর।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে জেলার মাধবপুর উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত কিশোরীর বাবাকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুরের ঘনশ্যামপুর গ্রামের মঈন উদ্দিনের মেয়ে রানু বেগম (১৫) পড়াশোনার বদলে প্রতিদিন মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকত। এ নিয়ে তার বাবা মঈন উদ্দিন দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। তিনি মেয়েকে মুঠোফোন ব্যবহার থেকে সব সময় বিরত থাকতে বলতেন। বুধবার বেলা ৩টার দিকে মঈন উদ্দিন কাজ শেষে বাড়িতে এসে দেখেন, তাঁর মেয়ে মুঠোফোনে কথা বলছে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় রানু।

এদিকে খবর পেয়ে পুলিশ নিহত কিশোরীর বাড়িতে গিয়ে লাশটি উদ্ধার করে। পাশাপাশি নিহত কিশোরীর বাবা মঈন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। মঈন উদ্দিন দুই বছর আগে দুবাই থেকে দেশে ফেরেন। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, মঈন উদ্দিনের মেয়ে রানু প্রায় সময়ই মুঠোফোনে অতিরিক্ত কথা বলত। তিনি তাকে মুঠোফোন ব্যবহারে নিষেধ করেন। আজ (বুধবার) বিকেলে বাড়িতে ফিরে মেয়েকে ফোনালাপ করতে দেখে তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে: ইসি সচিব

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এমনটাই জানিয়েছেন।

১০ ঘণ্টা আগে

টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান।

১১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-কানাডায় জয়ার ‘ডিয়ার মা’–র রেকর্ড

যুক্তরাষ্ট্র-কানাডায় জয়ার ‘ডিয়ার মা’–র রেকর্ড

জয়া আহসান অভিনীত 'ডিয়ার মা' সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। মাত্র ৩ দিনে প্রায় ৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং মুক্তির প্রথম দিনের আয় ১১ হাজার ১০০ ডলার।

১২ ঘণ্টা আগে

মানসিক অবসাদে ভুগছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

মানসিক অবসাদে ভুগছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

২০২০ সালের মার্চে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। কিন্তু কিছুদিন পর হঠাৎ ১০ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের ইতি টেনে বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন নুসরাত ফারিয়া।

১২ ঘণ্টা আগে