সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
কবিতা: লাল গোলাপে ভালোবাসা
এই যে,
এটা আবার কেমন কথা,
ভালোবাসার একটাই দিন
ভ্যালেন্টাইনের সুতোয় গাঁথা।
সেই কি,
কেন আঁকো সরলরেখা
এতই সহজ একটা দিনে
ভালোবাসার ছবি আঁকা।
সত্যি কি,
লাল গোলাপে, ভালোবাসা?
বিঁধলে কাটা এক নিমেষে
হয় কেন সব নিরাশা।
বৃন্দাবনে,
যায় কি সবাই হতে রাধা বা রমন
শিরি ফরহাদ লাইলি মজনু
জুলিয়েটের রোমিও মন।
হবে যদি,
সরল বধূ সাজে কেন পার্বতী?
চুনীলাল চন্দ্রমুখী
দেবদাসের এ পরিণতি।
তাই বলি,
ভালোবাসার হয় না দিন
প্রতিক্ষলই ভালোবাসা
প্রেম সোহাগে বাড়ুক ঋণ।
কবিতা: লাল গোলাপে ভালোবাসা
এই যে,
এটা আবার কেমন কথা,
ভালোবাসার একটাই দিন
ভ্যালেন্টাইনের সুতোয় গাঁথা।
সেই কি,
কেন আঁকো সরলরেখা
এতই সহজ একটা দিনে
ভালোবাসার ছবি আঁকা।
সত্যি কি,
লাল গোলাপে, ভালোবাসা?
বিঁধলে কাটা এক নিমেষে
হয় কেন সব নিরাশা।
বৃন্দাবনে,
যায় কি সবাই হতে রাধা বা রমন
শিরি ফরহাদ লাইলি মজনু
জুলিয়েটের রোমিও মন।
হবে যদি,
সরল বধূ সাজে কেন পার্বতী?
চুনীলাল চন্দ্রমুখী
দেবদাসের এ পরিণতি।
তাই বলি,
ভালোবাসার হয় না দিন
প্রতিক্ষলই ভালোবাসা
প্রেম সোহাগে বাড়ুক ঋণ।
নির্বাচনে যারা ভয় পান, তাদের রাজনীতিতে না থেকে এনজিও বা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্স।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের মামলায় শিশুদের গ্রেপ্তারের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সংশ্লিষ্টদের আগামী ৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত করা হয়েছে। সংগঠনটির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।