সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
কবিতা: লাল গোলাপে ভালোবাসা
এই যে,
এটা আবার কেমন কথা,
ভালোবাসার একটাই দিন
ভ্যালেন্টাইনের সুতোয় গাঁথা।
সেই কি,
কেন আঁকো সরলরেখা
এতই সহজ একটা দিনে
ভালোবাসার ছবি আঁকা।
সত্যি কি,
লাল গোলাপে, ভালোবাসা?
বিঁধলে কাটা এক নিমেষে
হয় কেন সব নিরাশা।
বৃন্দাবনে,
যায় কি সবাই হতে রাধা বা রমন
শিরি ফরহাদ লাইলি মজনু
জুলিয়েটের রোমিও মন।
হবে যদি,
সরল বধূ সাজে কেন পার্বতী?
চুনীলাল চন্দ্রমুখী
দেবদাসের এ পরিণতি।
তাই বলি,
ভালোবাসার হয় না দিন
প্রতিক্ষলই ভালোবাসা
প্রেম সোহাগে বাড়ুক ঋণ।
কবিতা: লাল গোলাপে ভালোবাসা
এই যে,
এটা আবার কেমন কথা,
ভালোবাসার একটাই দিন
ভ্যালেন্টাইনের সুতোয় গাঁথা।
সেই কি,
কেন আঁকো সরলরেখা
এতই সহজ একটা দিনে
ভালোবাসার ছবি আঁকা।
সত্যি কি,
লাল গোলাপে, ভালোবাসা?
বিঁধলে কাটা এক নিমেষে
হয় কেন সব নিরাশা।
বৃন্দাবনে,
যায় কি সবাই হতে রাধা বা রমন
শিরি ফরহাদ লাইলি মজনু
জুলিয়েটের রোমিও মন।
হবে যদি,
সরল বধূ সাজে কেন পার্বতী?
চুনীলাল চন্দ্রমুখী
দেবদাসের এ পরিণতি।
তাই বলি,
ভালোবাসার হয় না দিন
প্রতিক্ষলই ভালোবাসা
প্রেম সোহাগে বাড়ুক ঋণ।
চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সম্পৃক্ত করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি এ-ও মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির ক্ষেত্রে আরাকান আর্মি সবচেয়ে বড় বাধা।
মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, লাখ লাখ প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য সরকার বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে বিশেষ করে কনস্যুলেট জেনারেল অফিসগুলোতে জনবল বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।