logo
খবর

বাংলাদেশি শ্রমিকদের ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ দিতে মালয়েশিয়ার প্রতি আহ্বান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জানুয়ারি ২০২৫
Copied!
বাংলাদেশি শ্রমিকদের ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ দিতে মালয়েশিয়ার প্রতি আহ্বান
Multiple entry visa

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রয়োজনে দেশে ফেরত আসা সহজ সুযোগ দিতে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ভ্র বার্তা সংস্থা ইউএনবির।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

২০২৪ সালের মে মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কাজে যোগদানের সময়সীমার মধ্যে প্রবেশ করতে না পারা ১৮ হাজার বাংলাদেশি কর্মীর ব্যবস্থা করতে হাইকমিশনারকে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা।

হাইকমিশনার জানান, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী মঙ্গলবার একই ধরনের বৈঠক হবে।

গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, মালয়েশিয়া এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে যাতে পরবর্তী ব্যাচটি কাজের জন্য দেশে যাওয়ার পরিকল্পনা করতে পারে।

প্রধান উপদেষ্টা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় মালয়েশিয়াকে অভিনন্দন জানান এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে এবং পূর্ণ সদস্য হতে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি মালয়েশিয়ার সমর্থন কামনা করেন।

তিনি হাইকমিশনারকে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশন ৭৯/১৮২ অনুযায়ী ২০২৫ সালে জাতিসংঘে অনুষ্ঠেয় রোহিঙ্গা সংকট বিষয়ক আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ আসিয়ানের সমর্থন চায়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ডিসেম্বরে নিয়োগ পাওয়া মালয়েশিয়ার নতুন হাইকমিশনারকে বাংলাদেশে আরও মালয়েশিয়ার বিনিয়োগ আকৃষ্ট করতে এবং মালয়েশিয়ার কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরে কাজ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমি আশা করি আপনার বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক অর্থনৈতিক ও ব্যবসায়িক পর্যায়ে নতুন ঘনিষ্ঠতায় পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থায় (বিসিএম) অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে।”

বাংলাদেশ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের “পঞ্চম যৌথ কমিশন” বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পরিচালক আদনানকে বিয়ে করছেন অভিনেত্রী মেহজাবীন

পরিচালক আদনানকে বিয়ে করছেন অভিনেত্রী মেহজাবীন

লাক্স তারকাখ্যাত জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীনে এবং পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের মধ্যে প্রেমের গুঞ্জন চলছিল অনেক দিন ধরে। তবে এ নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে এত দিন কিছু বলেননি। অবশেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) জানা গেল, তাঁরা বিয়ে করছেন।

২৯ মিনিট আগে

নির্বাচন যত দেরি হবে, দেশের সমস্যা তত বাড়বে: তারেক রহমান

নির্বাচন যত দেরি হবে, দেশের সমস্যা তত বাড়বে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফার মূল কথা গণতান্ত্রিক বাংলাদেশ উল্লেখ করে বলেন, এর মূল কথা বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেক মানুষের। যে বাংলাদেশে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে।

২ ঘণ্টা আগে

আইএমএফের চতুর্থ কিস্তির অর্থ মার্চে পাওয়া যাবে না: অর্থ উপদেষ্টা

আইএমএফের চতুর্থ কিস্তির অর্থ মার্চে পাওয়া যাবে না: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ৪৭০ কোটি ইউএস ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ শিগগিরই পাওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। চতুর্থ কিস্তিতে বাংলাদেশের পাওয়ার কথা ছিল ৬৪ কোটি ৫০ লাখ ডলার।

১১ ঘণ্টা আগে

একুশে বইমেলায় ফ্রান্সপ্রবাসী কবি বদরুজ্জামান জামানের কাব্যগ্রন্থ

একুশে বইমেলায় ফ্রান্সপ্রবাসী কবি বদরুজ্জামান জামানের কাব্যগ্রন্থ

অমর একুশ বইমেলা (২০২৫) উপলক্ষে প্রকাশ হয়েছে ফ্রান্সপ্রবাসী কবি বদরুজ্জামান জামানের নতুন কাব্যগ্রন্থ ‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’।

১৩ ঘণ্টা আগে