logo
খবর

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ জানুয়ারি ২০২৫
Copied!
লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম
হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বিএনপির যুব সংগঠন যুবদলের স্থানীয় এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গুরুতর জখম ব্যক্তির নাম জাকির হোসেন (৩৫)।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর আজকের পত্রিকার।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের সদর পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও তাঁর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত জাকির হোসেনকে প্রথমে সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি যুবদলের সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি।

এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি মহসিন কবির স্বপন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে অন্য কারও ইন্ধন রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা জাকির হোসেনের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত ১০টার দিকে মিরিকপুর বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। এ সময় বাজারের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন তাঁকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেছেন, আহত জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার

আসন্ন নির্বাচন শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

৩ ঘণ্টা আগে

৪ লাখ ৭৮ হাজারের বেশি প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন: নির্বাচন কমিশন

৪ লাখ ৭৮ হাজারের বেশি প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন: নির্বাচন কমিশন

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ২৬ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

৪ ঘণ্টা আগে

তুরস্কে ৪৭৮ অভিবাসী আটক, গ্রেপ্তার ১৯ মানবপাচারকারী

তুরস্কে ৪৭৮ অভিবাসী আটক, গ্রেপ্তার ১৯ মানবপাচারকারী

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও মানবপাচার দমনে তুরস্কে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৪৭৮ জন অনিয়মিত অভিবাসীকে আটক এবং সন্দেহভাজন ১৯ মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

৩ দিন আগে

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে নির্যাতনের শিকার ৮ বাংলাদেশি দেশে ফিরেছেন

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে নির্যাতনের শিকার ৮ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের কাউকে দুবাই, মালয়েশিয়া বা সরাসরি ঢাকা থেকে থাইল্যান্ডে কম্পিউটারসংক্রান্ত ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার পর থাইল্যান্ড থেকে জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে তাদের ভয়াবহ নির্যাতন করে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো।

৪ দিন আগে