logo
খবর

৪৭ বছর পর মর্যাদা ফিরে পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

ভারতীয় মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ নভেম্বর ২০২৪
Copied!
৪৭ বছর পর মর্যাদা ফিরে পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

৪৭ বছর পর মর্যাদা ফিরে পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ভারতের সুপ্রিম কোর্ট আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু-বিষয় মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। ১৯৬৭ সালে এই মর্যাদা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আজ ৮ নভেম্বর শুক্রবার আবার ভারতের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আগের রায় খারিজ করে দিয়েছেন। আজ শুক্রবার সংশ্লিষ্ট মামলায় এই রায় খারিজ করে দেওয়া হয়েছে। এরপর প্রতিক্রিয়ায় এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, এটি ভারতীয় মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সংখ্যালঘু হিসেবে উল্লেখ করার বিষয়টি আদৌ ফেরানো হবে কিনা, সেই বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পরই এ নিয়ে মন্তব্য করেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। যা থেকে স্পষ্ট, শীর্ষ আদালতের নির্দেশে ওয়াইসি যথেষ্ট খুশি।

স্যার সৈয়দ আহভারতীয় মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনমদ খান ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড়ে ১৮৭৫ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রথমে এর নাম ছিল মোহামেডান অ্যাংভারতীয় মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনলো-ওরিয়েন্টাল কলেজ। মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ ১৯২০ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আইন অনুসরণ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়টিতে তিন শর বেশি বিষয় পড়ান হয়। এটি ভারতের সংবিধানের সপ্তম তফসিলের অধীনে ঘোষণা করা জাতীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান ।

আজকের এই দিনটিকে ‘ভারতীয় মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন’ হিসেবে উল্লেখ করেছেন আসাদউদ্দিন ওয়াইসি। কারণ হিসেবে তিনি বলেন, ১৯৬৭ সালে শীর্ষ আদালতই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু স্বীকৃতি খারিজ করে দিয়েছিল। শুক্রবার সেই রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। এবার হয়তো ফের সংখ্যালঘু স্বীকৃতি ফিরে পাবে এএমইউ।

সেই সম্ভাবনার জায়গা থেকেই ওয়াইসি মন্তব্য করেছেন, ‘সংবিধানের ৩০ নম্বর অনুচ্ছেদ অনুসারে, সংখ্যালঘুদের পূর্ণ অধিকার রয়েছে এমন প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যার সঙ্গে মানিয়ে চলা সংখ্যালঘুদের পক্ষে সহজ হবে।’

ওয়াইসি মনে করেন সুপ্রিম কোর্টের এদিনের এই রায়ের ফলে ভারতে সংখ্যালঘুদের শিক্ষা গ্রহণের ভিত আরও মজবুত হবে। এর জন্য আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক ও পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন ওয়াইসি।

তাঁর মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠান কবে তৈরি হয়েছে, তাতে কিছু যায় আসে না। যদি কোনো প্রতিষ্ঠান সংখ্যালঘুরা প্রতিষ্ঠিত করে, তাহলে সেটা অবশ্যই সংখ্যালঘু প্রতিষ্ঠান। কিন্তু, বিজেপি সেই যুক্তি মানেনি বলেও অভিযোগ করেছেন ওয়াইসি।

ওয়াইসির আরও অভিযোগ, বিজেপি গত কয়েক বছর ধরে এএমইউ ও জামিয়া বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ করে গিয়েছে। এমনকি, সংখ্যালঘুদের মাদ্রাসা পরিচালনার অধিকারও বিজেপি কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন আসাদউদ্দিন ওয়াইসি।

১৯৬৭ সালে সুপ্রিম কোর্ট আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘুর স্বীকৃতি বাতিল করে দিলেও, ইন্দিরা গান্ধি দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৮১ সালে এএমইউর আইন সংশোধন করে এই প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য বিশেষ সংরক্ষণ চালু করা হয়। যদিও, ২০০৬ সালে ওই আইন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট।

আরও পড়ুন

নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ অটোরিকশার যাত্রী ৬ জন দগ্ধ হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে চৌমুহনী পৌরসভার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

৭ ঘণ্টা আগে

সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা-ভাঙচুর

সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা-ভাঙচুর

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। এ ছাড়া, সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেলের বাসাতেও হামলা হয়েছে।

৭ ঘণ্টা আগে

সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৯ ঘণ্টা আগে

ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রেস উইং

ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রেস উইং

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বাংলাদেশ ইসলামি উগ্রপন্থীদের উত্থান নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদনকে বিভ্রান্তিকর হিসেবে আখ্যায়িত করেছে।

১ দিন আগে