logo
খবর

ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত

প্রতিবেদক, বিডিজেন০২ জুন ২০২৫
Copied!
ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী নির্বাচনের তারিখের বিষয়ে কঠোর নয়, নমনীয় থাকতে চায়। তাদের চাওয়া ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হোক।

আজ সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শেষে বেরিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন।।

বৈঠকে আলোচনার বিষয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে, প্রথম হচ্ছে সংস্কারের বিষয়। আমরা বলেছি, জুলাইয়ের ভেতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয় ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে সামান্য সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মাঝে। আগামীকাল থেকে সব দলকে একসাথ করে একটা মিটিং হবে। সেখানে এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। আর যেসব বিষয়ে মৌলিক কিন্তু ঐকমত্য হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনায় এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছাতে পারব।’

তিনি আরও বলেন, ‘একেবারে ঐকমত্য হচ্ছে না এসব বিষয়ে কী করা যাবে, সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং জুলাইয়ের ভেতরে এটা শেষ হবে। তারপর একটা জুলাই সনদ হবে, যেখানে আমরা সব পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব।’

প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই বৈঠকে নির্বাচনের তারিখের বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা দুটো কথা বলেছি। প্রথম হচ্ছে, আমরা সব দল ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছি এবং উনার নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক আমরা এটা চেয়েছি, এটা উনাকে বলেছি।’

নির্বাচনের তারিখের বিষয়ে ৩টি বক্তব্য এসেছে জানিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর টু জুন, কিছু পলিটিক্যাল পার্টি বলেছে ডিসেম্বর। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন ও মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে, জুন বাদ দিলে ওনার (প্রধান উপদেষ্টা) যে কমিটমেন্ট (প্রতিশ্রুতি) আছে, কমিটমেন্টের যে টাইমলাইন (সময়সীমা), সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে। আমরা বলেছি, এর ভেতরেই আপনি একটা ডেট (তারিখ) ঘোষণা করবেন।’

নির্বাচনের তারিখ নিয়ে জামায়াতে ইসলামী নমনীয় থাকতে চায় উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা এ ব্যাপারে খুব রিজিড হতে চাই না। আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না। ডিক্টেটও করতে চাই না। আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে। আপনি বুঝেছেন এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা শঙ্কা ও অস্বস্তি আছে, এটা কেটে যাবে বলে আমরা বিশ্বাস করি।’

আরও পড়ুন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল মাকিন।

১ ঘণ্টা আগে

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ ভাইসহ ৩ জন নিহত হয়েছে।

১ ঘণ্টা আগে

ইংলিশ ক্লাবে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

ইংলিশ ক্লাবে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

আনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী ও কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।

৪ ঘণ্টা আগে

শাহজালালে বিদেশগামী যাত্রীকে বিদায় দিতে যেতে পারবেন সর্বোচ্চ ২ জন

শাহজালালে বিদেশগামী যাত্রীকে বিদায় দিতে যেতে পারবেন সর্বোচ্চ ২ জন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীকে বিদায় দিতে বা বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাগত জানাতে সর্বোচ্চ ২ জন বিমানবন্দরের ডেপারচার ড্রাইভওয়ে বা অ্যারাইভাল ক্যানোপিতে প্রবেশ করতে পারবেন।

৫ ঘণ্টা আগে