logo
খবর

দেশে বেড়েই চলেছে নারীর প্রতি সহিংসতা

ইউএনবি১৬ ঘণ্টা আগে
Copied!
দেশে বেড়েই চলেছে নারীর প্রতি সহিংসতা
প্রতীকী ছবি: সংগৃহীত

সামাজিক প্রেক্ষাপট, বিচারহীনতাসহ নানা কারণে নারীরা নিপীড়িত বহুকাল ধরেই। তবে ২০২৩-২০২৪ ও ২০২৫ এর মার্চ পর্যন্ত এই সংখ্যা বিশ্লেষণ করে নারীর প্রতি সহিংসতা বাড়ার নতুন পরিসংখ্যান সামনে এসেছে। সেইসঙ্গে বিশেষজ্ঞদের মতামত থেকে উঠে এসেছে নানা তথ্য।

সায়মা ছদ্মনাম (৩৬) নিয়মিত নির্যাতিত হচ্ছেন স্বামীর হাতে। তিনি বলেন, ‘আমার স্বামী প্রতিদিন বাসায় এসে কারণে-অকারণে আমার গায়ে হাত তোলেন। আমি জানি, তার বিয়ে-বহির্ভূত সম্পর্ক আছে। তিনি মাসে দু-তিনবার বাসায় আসেন। কোনো দায়িত্ব পালন করেন না। আমার একটি ছোট ৪ বছরের মেয়ে আছে, তার দায়িত্বও পালন করেন না। সেগুলো নিয়ে কথা বললেই আমাকে অমানুষিকভাবে মারে।’

পুলিশে অভিযোগ দেননি কেন- প্রশ্নে তিনি বলেন, ‘এসবে মান-সম্মান থাকবে না। আমার পরিবারের কেউ জানে না; জানলে তারাও কষ্ট পাবে। তা ছাড়া, আমি চাকরি করি না। তাকে ছেড়ে কোথায় যাব, কী করব?’

এ সময় নিজের শরীরের ক্ষতগুলো দেখান এই নারী।

ডালিয়া (ছদ্মনাম) নামের ৩৮ বছর বয়সী আরেক নারী জানান, তিনি তাঁর স্বামীর কাছে নিয়মিত নির্যাতিত হতেন। নির্যাতন মানে তো শুধু গায়ে হাত তোলা নয়, তিনি তাঁকে অকথ্য ভাষায়ও প্রয়োগ করতেন।

এই নারী বলেন, ‘আমি চাকরি করতাম না। তবুও এসব অসম্মান সহ্য করতে না পেরে ৫ বছরের ছেলেকে নিয়ে তাকে ছেড়ে চলে আসি। পরে অবশ্যই একটি চাকরি পাই। এখন একা থাকা ছাড়া তেমন কোনো কষ্ট নেই। সঙ্গে ছেলে আছে, তাকে নিয়ে ভালো আছি।’

বিগত কয়েক মাসে নারীর প্রতি এমন একাধিক সহিংসতার ঘটনা প্রকাশ্যে এসেছে। এ সময়ে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের অন্য ঘটনাও বেড়েছে।

পুলিশের অপরাধ পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালের শেষ ৪ মাসে ৫ হাজার ৭৯৫টি নারী ও শিশু নির্যাতনের অপরাধ সংঘটিত হয়েছিল। সেখানে ২০২৫ সালের প্রথম ৪ মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৩টিতে।

২০২৩ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য বলছে, ২০২৩ সালের জানুয়ারিতে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ১ হাজার ২৬৫টি, ফেব্রুয়ারিতে হয়েছে ১ হাজার ২৯৫, মার্চে ১ হাজার ৬৫২টি, এপ্রিলে ১ হাজার ৪৪৮টি, মে মাসে ১ হাজার ৮৬৭টি, জুন মাসে ১ হাজার ৮৩৩টি, জুলাই মাসে ১ হাজার ৭৯৪টি, আগস্ট মাসে ১ হাজার ৮৫১টি, সেপ্টেম্বরে ১ হাজার ৬৯৯টি, অক্টোবরে ১ হাজার ৬২১টি, নভেম্বরে ১ হাজার ৪২৬টি এবং ডিসেম্বরে ১ হাজার ১৯৩টি।

২০২৪ সালে জানুয়ারিতে এই সংখ্যা ছিল ১ হাজার ০৪৩টি, ফেব্রুয়ারিতে ১ হাজার ৩৭১, মার্চ মাসে ১ হাজার ৫০৯, এপ্রিল মাসে ১ হাজার ৬২৩, জুন মাসে ১ হাজার ৬৮৯টি, জুলাই মাসে ১ হাজার ৭০২, আগস্ট মাসে ১ হাজার ০৭২, সেপ্টেম্বর মাসে ১ হাজার ৫৭৮, অক্টোবর মাসে ১ হাজার ৫৬০, নভেম্বর মাসে ১ হাজার ৪৫২ এবং ডিসেম্বর মাসে ১ হাজার ২০৫টি।

২০২৫ সালের, অর্থাৎ চলতি বছর মার্চ মাস পর্যন্ত তথ্য অনুযায়ী জানুয়ারিতে এই সংখ্যা ১ হাজার ৪৪০টি, ফেব্রুয়ারিতে ১ হাজার ৪৩০টি এবং মার্চে তা বেড়ে হয়েছে ২ হাজার ৫৪টি। অর্থাৎ, মার্চ মাসে উল্লিখিত যেকোনো মাসের তুলনায় সবচেয়ে বেশি।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুসারে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ৫ বছরে, বাংলাদেশে কমপক্ষে ১১ হাজার ৭৫৮ জন নারী ও মেয়ে শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে ৬ হাজার ৩০৫ জনকে ধর্ষণ করা হয়েছে।

আরও আশঙ্কার বিষয় হলো, যাদের ধর্ষণ করা হয়েছে তাদের মধ্যে ৩ হাজার ৪৭১ জনের বয়স ১৮ বছরের নিচে, যা মোট ঘটনার ৫৫ শতাংশের বেশি।

এর মধ্যে ১ হাজার ৮৯ জন নারী ও কন্যাশিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এবং ২০৭ জনকে যৌন সহিংসতার পর হত্যা করা হয়েছে, যাদের মধ্যে ১১৮ জনই শিশু।

যা বলছেন বিশেষজ্ঞরা

সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিস ট্রাস্টের নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেন, ‘হ্যারাসমেন্টের প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে যে প্রতি মাসে এক থেকে দেড় হাজারের বেশি নারী নির্যাতনের ঘটনা মিডিয়াতে আসে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে সাজা পাচ্ছেন কয়জন? আবার ভুক্তভোগীও যে সুরক্ষা পাচ্ছেন, সেই তথ্যও নেই।’

তিনি বলেন, ‘নারী নির্যাতনকে রোধ করতে হলে আমাদের নারীর অধিকার সর্বস্তরে নিশ্চিত করতে হবে। তা ছাড়া, নারী নির্যাতনকারী, বিদ্বেষী কর্মকাণ্ডকে সামাজিকভাবে প্রশ্রয় দেওয়া যাবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, ‘নারীর প্রতি সহিংসতা নানা ধরনে, নানা আকারে ক্রমান্বয়ে বাড়ছে। এগুলো যে আগেও ছিল না তা নয়। বছরের প্রথম ৩ মাসে একরকম হলে শেষের ৩ মাসে হয়তো কমত। তবে এখন সেটি বেড়েই চলেছে। এটি আতঙ্কিত হওয়ার মতো বিষয়।’

তিনি বলেন, ‘যে উপায়ে সহিংসতাগুলো হচ্ছে, তাতে নারী ও শিশুর সুরক্ষার প্রশ্নে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এ ছাড়া, দ্রুত বিচার না হওয়ার একটা সংস্কৃতি, নারী ও শিশুর প্রতি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে ভূমিকা রাখছে। বিশেষ করে পুরুষের যে দৃষ্টিভঙ্গি, সেখানে বিপরীত লিঙ্গ হিসেবে নারীর প্রতি একটা বিরুদ্ধ মনোভাব আছে যে নারীকে দমিয়ে রাখতে হবে।’

তিনি বলেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নারী ও শিশুর প্রতি যে সুরক্ষামূলক ব্যবস্থা রয়েছে, সেগুলো সঠিকভাবে কার্যকর হচ্ছে না। আবার আইনে যে সুরক্ষার কথা বলা হয়েছে, সেখানে বিচারের দীর্ঘসূত্রতাও তো আছে।’

তিনি আরও বলেন, ‘সহিংসতা-পরবর্তী যে ব্যবস্থা থাকা প্রয়োজন একজন নারীকে সেই সুরক্ষা দেওয়া, সামাজিকভাবে আশ্রয় দেওয়া এবং ভুক্তভোগীর ক্ষমতায়ন- এগুলো থাকা দরকার। সেগুলো আমাদের দেশে নেই। এটি আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা।’

এই অধ্যাপকের মতে, যে নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি যদি প্রান্তিক পর্যয়ের হন, তাহলে তাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু সমাজে প্রতিষ্ঠিত কেউ সহিংসতার শিকার হলে তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। এসব বিষয়ে আমাদের মানসিকতা বদলাতে হবে, সমাজকে বদলাতে হবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন

সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে একটি ‘সমন্বিত প্রস্তাব’ দিয়েছে। এতে একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি আরও পর্যালোচনা করে দলগুলোকে মতামত দিতে বলা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

দেশে বেড়েই চলেছে নারীর প্রতি সহিংসতা

দেশে বেড়েই চলেছে নারীর প্রতি সহিংসতা

সামাজিক প্রেক্ষাপট, বিচারহীনতাসহ নানা কারণে নারীরা নিপীড়িত বহুকাল ধরেই। তবে ২০২৩-২০২৪ ও ২০২৫ এর মার্চ পর্যন্ত এই সংখ্যা বিশ্লেষণ করে নারীর প্রতি সহিংসতা বাড়ার নতুন পরিসংখ্যান সামনে এসেছে। সেইসঙ্গে বিশেষজ্ঞদের মতামত থেকে উঠে এসেছে নানা তথ্য।

১৬ ঘণ্টা আগে

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

১৭ ঘণ্টা আগে

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫–এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫–এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

২১ ঘণ্টা আগে