বিডিজেন ডেস্ক
কুমিল্লায় যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে ৩ যুবককে ধরে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) নগরের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
খবর প্রথম আলোর।
আটক যুবকেরা হলেন কুমিল্লা নগরের নবাববাড়ি এলাকার শাফায়েত আলী ওরফে সৌরভ (৩৫), সৈকত (৩০) এবং রেসকোর্স এলাকার তানজিদ হাসান (৩৩)। আটকের সময় তাঁদের কাছ থেকে টোল আদায়ের ৭ হাজার ৭০০ টাকা, ৫টি মুঠোফোন, টোল আদায়ের রসিদ বই, সিল ও প্যাড এবং একটি রেজিস্ট্রার জব্দ করা হয়েছে। পরে গতকাল রাতেই তাদের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার পর আজ বুধবার আদালতে পাঠানো হবে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম।
এদিকে গতকাল রাতে সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিনব্যাপী কুমিল্লা নগরের সব বাসস্ট্যান্ডে অবৈধ টোল আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। এ সময় জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের কাছে চাঁদা আদায়ের সময় ওই তিন যুবককে আটক করা হয়।
সূত্র: প্রথম আলো
কুমিল্লায় যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে ৩ যুবককে ধরে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) নগরের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
খবর প্রথম আলোর।
আটক যুবকেরা হলেন কুমিল্লা নগরের নবাববাড়ি এলাকার শাফায়েত আলী ওরফে সৌরভ (৩৫), সৈকত (৩০) এবং রেসকোর্স এলাকার তানজিদ হাসান (৩৩)। আটকের সময় তাঁদের কাছ থেকে টোল আদায়ের ৭ হাজার ৭০০ টাকা, ৫টি মুঠোফোন, টোল আদায়ের রসিদ বই, সিল ও প্যাড এবং একটি রেজিস্ট্রার জব্দ করা হয়েছে। পরে গতকাল রাতেই তাদের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার পর আজ বুধবার আদালতে পাঠানো হবে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম।
এদিকে গতকাল রাতে সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিনব্যাপী কুমিল্লা নগরের সব বাসস্ট্যান্ডে অবৈধ টোল আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। এ সময় জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের কাছে চাঁদা আদায়ের সময় ওই তিন যুবককে আটক করা হয়।
সূত্র: প্রথম আলো
জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ১০ জেলা গতকাল শনিবার বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ১০টার পর থেকে অধিকাংশ জেলায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে।
ঢালিউড অভিনেত্রী পূর্ণিমাকে অনেক দিন নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। তাঁর অভিনীত বেশ কয়েকটি সিনেমার শুটিং আটকে আছে।
বিদেশে বাংলাদেশের মোট ৮০টি মিশনকে ৭টি অঞ্চলে ভাগ করে প্রবাসীদের বিভিন্ন ধরনের কনস্যুলার সেবার জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করেছে সরকার। এতে সর্বোচ্চ ফি ধরা হয়েছে ৮৫ (ইউএস) ডলার, আর সর্বনিম্ন ফি ১০ ডলার। কাজগুলোকে ৩ ভাগ করে জরুরি সেবা ও সাধারণ সেবার জন্য আলাদা ফি ধরা হয়েছে।
জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্তত ১০ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে বিদ্যুৎ–সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে এ প্রতিবেদন লেখার সময়ও খুলনা শহরে বিদ্যুৎ আসেনি।