
সংবাদদাতা, সিলেট

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাস-সংলগ্ন টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার সাংবাদিকদের বলেন, ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা জানা যায়নি। আগুনে টিলার ঘাস পুড়ে গেছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বিড়ি বা সিগারেট খেয়ে কেউ হয়তো টিলায় ফেলেছিলেন। তাদের ধারণা, এ থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে টিলার বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আধা কিলোমিটার জায়গার ঘাস ও গুল্ম পুড়ে গেছে।

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাস-সংলগ্ন টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার সাংবাদিকদের বলেন, ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা জানা যায়নি। আগুনে টিলার ঘাস পুড়ে গেছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বিড়ি বা সিগারেট খেয়ে কেউ হয়তো টিলায় ফেলেছিলেন। তাদের ধারণা, এ থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে টিলার বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আধা কিলোমিটার জায়গার ঘাস ও গুল্ম পুড়ে গেছে।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।
আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।