logo
খবর

ভুটানের বিপক্ষে ফাহমিদুলের অভিষেক, খেলবেন হামজাও

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

প্রতিবেদক, বিডিজেন০৪ জুন ২০২৫
Copied!
ভুটানের বিপক্ষে ফাহমিদুলের অভিষেক, খেলবেন হামজাও
ভুটানের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে ১৮ বছর বয়সী ফাহমিদুলের।

সিঙ্গাপুরের বিপক্ষে আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ঢাকা স্টেডিয়ামে। সে ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা এখন তুঙ্গে। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে আজ বুধবার (৪ জুন) নতুন সাজে সাজানো ঢাকা স্টেডিয়ামেই ভুটানের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

২০২১ সালের পর ঢাকা স্টেডিয়ামে এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সংস্কারের কারণে ৪ বছর ধরে দেশের ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম ছিল খেলা-শূন্য। এর মধ্যে অ্যাথলেটিক্‌সের ঘরোয়া আসর অনুষ্ঠিত হলেও এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল।

ভুটানের বিপক্ষে ম্যাচে থাকছে চমক। অভিষেক হতে যাচ্ছে ১৮ বছর বয়সী লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলামের। ইতালির সিরি ‘ডি’র অ্যালবিওর এই বাংলাদেশি অরিজিন ফুটবলারকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।

গত মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচের প্রাথমিক স্কোয়াডে চমক হিসেবে ছিলেন এই ফাহমিদুল। তবে কোচ হাভিয়ের কাবরেরা সে সময় তাঁকে চূড়ান্ত দলে নেননি। সেটি নিয়ে হয়েছে ব্যাপক জলঘোলা। বাফুফে ভবনের সামনে বিক্ষোভ পর্যন্ত করেছেন ফুটবলপ্রেমীরা।

মাঠে নামার আগেই কোনো ফুটবলারকে নিয়ে এমন উন্মাদনা বাংলাদেশের ফুটবল ইতিহাসে নজিরবিহীনই। তবে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ২৬ জনের স্কোয়াডে কাবরেরা ফাহমিদুলকে রেখেছেন। ইতালিপ্রবাসী এই ফুটবলারের ভুটানের বিপক্ষে অভিষেকের কথাটি জানিয়েছেন স্প্যানিশ কোচ নিজেই।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ভুটান ম্যাচের সংবাদ সম্মেলন কাবরেরা ফাহমিদুলের অভিষেকের বিষয়টি খোলাখুলিভাবেই জানান, ‘ভুটানের বিপক্ষে কিছু সময় তাঁকে (ফাহমিদুল) আমি দিতে চাই। আপনারা কাল (আজ) সেটি দেখতে পাবেন।’

মার্চেই বাংলাদেশ দলের জার্সিতে অভিষিক্ত হয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেডের তারকা হামজা চৌধুরীর। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁরও বাংলাদেশের মাটিতে অভিষিক্ত হওয়ার সম্ভাবনা যথেষ্টই। যদিও কাবরেরা তাঁকে খেলানোর ব্যাপারটি বলেছেন সংক্ষেপেই, ‘সে এই ম্যাচে অ্যাভেইলেবল।’ অর্থাৎ, ম্যাচে মাঠে নামার সম্ভাবনা কিংবা ম্যাচটি খেলার মতো অবস্থায় আছেন তিনি।

হামজা ও ফাহমিদুলের সঙ্গে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন কানাডাপ্রবাসী শমিত সোম। কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে ২ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সোমের। কানাডা প্রিমিয়ার লিগে এই অরিজিন তারকা ফুটবলার খেলেন ক্যাভালরি এফসিতে। তিনি অবশ্য ভুটানের বিপক্ষে ম্যাচে খেলবেন না। বুধবার ভোরে তাঁর কানাডা থেকে এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে অভিষেক হতে যাচ্ছে তাঁর।

মঙ্গলবারের এই সংবাদ সম্মেলন ছিল জনাকীর্ণ। মতিঝিলের বাফুফে ভবনের কনফারেন্স কক্ষের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি সংখ্যক সাংবাদিক এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। চেয়ারের সংকটের কারণে সাংবাদিকদের অনেককেই কনফারেন্স কক্ষের মেঝেতে কার্পেটের ওপর বসেই সংবাদ সম্মেলন কভার করতে হয়েছে।

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হামজা, শমিত সোমও ফাহমিদুলদের খেলার কারণেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়ে এ মুহূর্তে দেশজুড়ে বিপুল আগ্রহ। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বিপুল সাংবাদিকের উপস্থিতি সেই আগ্রহ ও উন্মাদনারই প্রতিফলন ছিল।

ভুটানের বিপক্ষে ম্যাচ শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়। ঢাকা স্টেডিয়াম থেকে এ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি স্পোর্টস টিভি চ্যানেল টি-স্পোর্টস।

আরও পড়ুন

প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের ফল প্রকাশ

প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের ফল প্রকাশ

নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরিদপ্তরের উপপরিচালক মিঠু ভৌমিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে রোববার (১৩ অক্টোবর) লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

৭ ঘণ্টা আগে

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’

১ দিন আগে

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।

২ দিন আগে