নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিন মাসে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব না। কিন্তু দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না। আজ ১৬ নভেম্বর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টটিটিউডে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে নিজেদের ইচ্ছে জনগণের ওপর চাপিয়ে দিতে চাইছে সরকার। তিনি বলেন, ‘একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে অর্থনীতিও কিন্তু রুগ্ন হবে। স্বৈরাচারী আমলে আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি, কীভাবে তারা উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করেছে। সেটি কিন্তু আসলে উন্নয়নের চিত্র না। ধীরে ধীরে আসল রূপটা বেরিয়ে আসছে।’
দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন: ফখরুল
অন্তবর্তী সরকার সময় যত বেশি নেবে, তত বেশি সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (জেটেব) ৩য় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। অন্তবর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। আশা করব, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের মূল আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক সমাজের। আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে আমাদের যে সব সমস্যা সৃষ্টি হয়েছে, তা দূর করতে হবে। তার বেশি করতে গেলে, সময় যত যাবে তত সমস্যা সৃষ্টি হবে। মৌলিক বিষয়ে সংস্কার করে উপযুক্ত পরিবেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনে কালক্ষেপণ করা ঠিক হবে না: রিজভী
জাতীয় নির্বাচনে কালক্ষেপণ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিভাগের ৩১ শহিদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘অবাধ নির্বাচনের জন্য প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। কিন্তু তা হতে যদি বারবার প্রলম্বিত হয়, তাহলে প্রশ্ন উঠবে। তাই কালক্ষেপণ করা ঠিক হবে না।’
আওয়ামী লীগ সরকারকে আফ্রিকান মাগুরের সাথে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘উন্নয়নের দৃষ্টান্ত দেখিয়ে হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের লাভ হয়েছে। তারা উন্নয়ন দেখিয়ে টাকা পাচার করেছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছিল আফ্রিকান মাগুর মাছের মতো। সবকিছু খেয়ে শেষ করে গেছে। তারা গোটা জাতিকে একটা ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেছে।’
রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা এমন একজন নারী, যার মধ্যে কোনো মমত্ববোধ, ভালোবাসা, স্নেহ ছিল না। তিনি এটাকে তার বাপের জমিদারি মনে করত। হাসিনা মাঝে মধ্যেই কান্না করত। তার এই কান্নাকাটি ছিল লোক দেখানো অভিনয়।’
রিজভী বলেন, ‘ক্ষমতায় থাকতে গুম-খুন করতে পিছপা হননি শেখ হাসিনা। সে ক্ষমতায় থাকতে চেয়েছে আরও বেশি লুটপাট করার জন্য। ১৬ বছর ক্ষমতায় থেকে ব্যাংক লুট করেছে, ক্ষমতায় থাকতে বিদেশে টাকা পাচার করেছে। জুলুম করে ক্রসফায়ার দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। ক্ষমতায় থাকা নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ ভারত।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে সিন্ডিকেট ধরতে হবে। এরা সবাই শেখ হাসিনার দোসর। তাদের ধরা যাচ্ছে না, তাই দাম নিয়ন্ত্রণে আসছে না।’
অনুষ্ঠানে ‘আমরা বিএনপির পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিএনপির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২৫ শহিদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে, রিজভী চব্বিশের গণআন্দোলনে শহিদ আরিফুর রহমান রাসেল তালুকদারের কবর জিয়ারত করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিন মাসে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব না। কিন্তু দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না। আজ ১৬ নভেম্বর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টটিটিউডে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে নিজেদের ইচ্ছে জনগণের ওপর চাপিয়ে দিতে চাইছে সরকার। তিনি বলেন, ‘একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে অর্থনীতিও কিন্তু রুগ্ন হবে। স্বৈরাচারী আমলে আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি, কীভাবে তারা উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করেছে। সেটি কিন্তু আসলে উন্নয়নের চিত্র না। ধীরে ধীরে আসল রূপটা বেরিয়ে আসছে।’
দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন: ফখরুল
অন্তবর্তী সরকার সময় যত বেশি নেবে, তত বেশি সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (জেটেব) ৩য় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। অন্তবর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। আশা করব, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের মূল আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক সমাজের। আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে আমাদের যে সব সমস্যা সৃষ্টি হয়েছে, তা দূর করতে হবে। তার বেশি করতে গেলে, সময় যত যাবে তত সমস্যা সৃষ্টি হবে। মৌলিক বিষয়ে সংস্কার করে উপযুক্ত পরিবেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনে কালক্ষেপণ করা ঠিক হবে না: রিজভী
জাতীয় নির্বাচনে কালক্ষেপণ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিভাগের ৩১ শহিদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘অবাধ নির্বাচনের জন্য প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। কিন্তু তা হতে যদি বারবার প্রলম্বিত হয়, তাহলে প্রশ্ন উঠবে। তাই কালক্ষেপণ করা ঠিক হবে না।’
আওয়ামী লীগ সরকারকে আফ্রিকান মাগুরের সাথে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘উন্নয়নের দৃষ্টান্ত দেখিয়ে হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের লাভ হয়েছে। তারা উন্নয়ন দেখিয়ে টাকা পাচার করেছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছিল আফ্রিকান মাগুর মাছের মতো। সবকিছু খেয়ে শেষ করে গেছে। তারা গোটা জাতিকে একটা ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেছে।’
রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা এমন একজন নারী, যার মধ্যে কোনো মমত্ববোধ, ভালোবাসা, স্নেহ ছিল না। তিনি এটাকে তার বাপের জমিদারি মনে করত। হাসিনা মাঝে মধ্যেই কান্না করত। তার এই কান্নাকাটি ছিল লোক দেখানো অভিনয়।’
রিজভী বলেন, ‘ক্ষমতায় থাকতে গুম-খুন করতে পিছপা হননি শেখ হাসিনা। সে ক্ষমতায় থাকতে চেয়েছে আরও বেশি লুটপাট করার জন্য। ১৬ বছর ক্ষমতায় থেকে ব্যাংক লুট করেছে, ক্ষমতায় থাকতে বিদেশে টাকা পাচার করেছে। জুলুম করে ক্রসফায়ার দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। ক্ষমতায় থাকা নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ ভারত।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে সিন্ডিকেট ধরতে হবে। এরা সবাই শেখ হাসিনার দোসর। তাদের ধরা যাচ্ছে না, তাই দাম নিয়ন্ত্রণে আসছে না।’
অনুষ্ঠানে ‘আমরা বিএনপির পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিএনপির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২৫ শহিদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে, রিজভী চব্বিশের গণআন্দোলনে শহিদ আরিফুর রহমান রাসেল তালুকদারের কবর জিয়ারত করেন।
যোগ্যতার চাইতে প্রাপ্তি বেশি হয়ে গেলে তখন সে লাগামহীন হয়ে ওঠে। এ অনেকটা মাটি ও খুঁটির মতো অবস্থা। খুঁটি শক্ত না হলে ঘর নড়বড়ে হবে আবার মাটি উর্বর না হলে খাওয়াপড়া জুটবে না। মানুষের চিন্তার সমৃদ্ধির জন্য পড়াশোনা কিংবা জ্ঞানের কোনো বিকল্প নেই।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
কথাসাহিত্যিক ও গবেষক সিরাজুল ইসলাম মুনির সমকালীন বাংলা সাহিত্যাঙ্গনে সুপরিচিত নাম। তাঁর সাহিত্য সৃষ্টির সমৃদ্ধ বহুমাত্রিকতা সৃষ্টি করেছে শক্তিশালী স্বতন্ত্র অবস্থান। সাবলীল শব্দ ব্যঞ্জনার প্রকাশে তিনি ফুটিয়ে তুলেছেন জীবন, দেশাত্মবোধ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন মাত্রাকে।