শরীফুল আলম, যুক্তরাষ্ট্র
কবিতা: নৃশংস সাইরেন
মধ্যরাত অব্দি এখন আমি আর সাজিয়ে রাখি না
আমার হৃদয়
গভীর সমুদ্রে খনন কাজও প্রায় ভুলে গেছি,
বলতে পারেন আমি এক ক্লীবলিঙ্গ এখন
পরিধানে কেবলই নাগরিক টুপি।
আমি ধনেশ পরিব্রাজক
তোমাদের খুব কাছের অতিথি পাখি
আমি কারও সীমান্তে নেকড়ে হতে চাইনি,
কিম্বা অরণ্যে আগুন
তার চাইতে সৈকতে ভেসে হবো লাশ
তবুও ন্যাপথলিনে নিজেকে মুড়িয়ে রাখব বিগত যৌবন
উপমাংসের ভাজে ভালোবাসা
মেয়াদ কী করে আমার ফুরিয়ে যায় গোগ্রাসে।
রাজধনেশ আমি
প্রত্নতত্ত্ব, তত্ত্ব ওসব আমি বুঝি না
আমি নৃতত্ত্বে বিশ্বাসী মানুষ
প্রাচীন গ্রিস থেকে উড়ে আসা তোমাদেরই একজন অতিথি পাখি ,
আমি ছন্নছাড়া এখনো ঠিকানা খুঁজি
মনে নৃত্য করে আদর্শ ভালোবাসা
তবুও ভাগ্য আমার ব্যবচ্ছেদ
কেউ ভুলে যায়, কেউ ঠেলে দেয় দূরে
বিপরীত দুইজনে
যেটুকু সম্ভবনা, পুরোটাই শোকের স্মৃতি
নিরুদ্বিগ্ন শুধু ফুল, একুশে বইমেলা
অবিন্যস্ত স্মৃতি এখনো মনে পড়ে
গ্যালাক্সি পরিভ্রমণের কথা।
সেদিনও আমি তাকে আমার সীমাবদ্ধ আশ্বাসের কথা বলেছিলাম
যেখানে জীবনের বাস
দিনের বিপরীত রাত্রি, সীমাহীন তফাৎ
আমি এও বলেছিলাম নৃশংসতা ঘটে যেতে পারে,
অবিশ্বাস্য নয়
এভাবেই রাইয়ের প্রেমে একদিন সাইরেন বেজে ওঠে
জবাকুসুমের ঘ্রাণ ফিকে হয়ে যায়,
ছিপি খুললেই এখন শীতের তীব্রতা
যেন জ্বলে পুড়ে যায় লুকানো লবণ
পৌরাণিক দ্রবণের এ কেমন মিশ্রতা?
কবিতা: নৃশংস সাইরেন
মধ্যরাত অব্দি এখন আমি আর সাজিয়ে রাখি না
আমার হৃদয়
গভীর সমুদ্রে খনন কাজও প্রায় ভুলে গেছি,
বলতে পারেন আমি এক ক্লীবলিঙ্গ এখন
পরিধানে কেবলই নাগরিক টুপি।
আমি ধনেশ পরিব্রাজক
তোমাদের খুব কাছের অতিথি পাখি
আমি কারও সীমান্তে নেকড়ে হতে চাইনি,
কিম্বা অরণ্যে আগুন
তার চাইতে সৈকতে ভেসে হবো লাশ
তবুও ন্যাপথলিনে নিজেকে মুড়িয়ে রাখব বিগত যৌবন
উপমাংসের ভাজে ভালোবাসা
মেয়াদ কী করে আমার ফুরিয়ে যায় গোগ্রাসে।
রাজধনেশ আমি
প্রত্নতত্ত্ব, তত্ত্ব ওসব আমি বুঝি না
আমি নৃতত্ত্বে বিশ্বাসী মানুষ
প্রাচীন গ্রিস থেকে উড়ে আসা তোমাদেরই একজন অতিথি পাখি ,
আমি ছন্নছাড়া এখনো ঠিকানা খুঁজি
মনে নৃত্য করে আদর্শ ভালোবাসা
তবুও ভাগ্য আমার ব্যবচ্ছেদ
কেউ ভুলে যায়, কেউ ঠেলে দেয় দূরে
বিপরীত দুইজনে
যেটুকু সম্ভবনা, পুরোটাই শোকের স্মৃতি
নিরুদ্বিগ্ন শুধু ফুল, একুশে বইমেলা
অবিন্যস্ত স্মৃতি এখনো মনে পড়ে
গ্যালাক্সি পরিভ্রমণের কথা।
সেদিনও আমি তাকে আমার সীমাবদ্ধ আশ্বাসের কথা বলেছিলাম
যেখানে জীবনের বাস
দিনের বিপরীত রাত্রি, সীমাহীন তফাৎ
আমি এও বলেছিলাম নৃশংসতা ঘটে যেতে পারে,
অবিশ্বাস্য নয়
এভাবেই রাইয়ের প্রেমে একদিন সাইরেন বেজে ওঠে
জবাকুসুমের ঘ্রাণ ফিকে হয়ে যায়,
ছিপি খুললেই এখন শীতের তীব্রতা
যেন জ্বলে পুড়ে যায় লুকানো লবণ
পৌরাণিক দ্রবণের এ কেমন মিশ্রতা?
চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সম্পৃক্ত করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি এ-ও মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির ক্ষেত্রে আরাকান আর্মি সবচেয়ে বড় বাধা।
মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, লাখ লাখ প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য সরকার বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে বিশেষ করে কনস্যুলেট জেনারেল অফিসগুলোতে জনবল বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।