বিডিজেন ডেস্ক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানী ঢাকার কলাবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খবর দৈনিক পূর্বকোণের।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আদালতের মাধ্যমে মো. ইলিয়াছকে কারাগারে পাঠানো হয়েছে।
মানবাধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইলিয়াছ ওই মামলায় ১ নম্বর অভিযুক্ত।
সূত্র: দৈনিক পূর্বকোণ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানী ঢাকার কলাবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খবর দৈনিক পূর্বকোণের।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আদালতের মাধ্যমে মো. ইলিয়াছকে কারাগারে পাঠানো হয়েছে।
মানবাধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইলিয়াছ ওই মামলায় ১ নম্বর অভিযুক্ত।
সূত্র: দৈনিক পূর্বকোণ
বিএনপি সংস্কারবিরোধী—এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের বিষয়ে বিএনপির অঙ্গীকারবদ্ধ, কিন্তু একটি মহল, একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে।
দিনবদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরহাদ হোসেন ওরফে রনি (৩১)। তাঁর সে স্বপ্ন পূরণ হয়নি। গতকাল শনিবার (৫ জুলাই) সকালে একটি ভবনে কাজ করার সময় ক্রেনের চেন ছিঁড়ে পড়লে তার নিচে চাপা পড়ে তিনি মারা যান।
২০২৫ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে চলমান পরিস্থিতির বাস্তবতায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা হয়নি তাঁর। কিন্তু ঠিকই গ্লোবাল টি-টোয়েন্টি আসরের দ্বার খুলে গেছে দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটারের।
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ জন বাংলাদেশির মধ্যে ৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটি। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই ওই ৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।