logo
খবর

প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ২ জন গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩ দিন আগে
Copied!
প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ২ জন গ্রেপ্তার
ছবি: আজকের পত্রিকা

বিদ্যুতের খুঁটিতে বেঁধে প্রবাসীর স্ত্রী ও এক যুবককে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের এই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। অভিযোগ রয়েছে, তাদের রাতভর ঘরে আটকে নির্যাতনের পর সকালে আবারও বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। ২১ সেপ্টেম্বর এ ঘটনার একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা-পুলিশ।

খবর আজকের পত্রিকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে এক নারী (২৮) ও এক যুবককে (২৯) পেটাচ্ছেন এলাকায় ‘হবি ডাকাত’ হিসেবে পরিচিত হাবিবুর রহমান (৬৫)। এ সময় চারপাশে ভিড় করে উৎসুক জনতা। হাবিবুর রহমান প্রথমে একটি কঞ্চি দিয়ে দুজনকে পেটানোর পর পাশ থেকে আরও একজন আরও তিনটি কঞ্চি এগিয়ে দেন। সেগুলো একসঙ্গে করে পেটাতে থাকেন হাবিবুর। এ সময় নির্যাতনের শিকার নারী-পুরুষকে চিৎকার করতে শোনা যায়। অবশ্য এর মধ্যে কারও কারও মারতে নিষেধ করার কথাও শোনা গেছে। তারপরেও থামেনি হাবিবুর। আরও একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, বেশ কয়েকটি কঞ্চি একসঙ্গে করে তাঁদের পেটাচ্ছে কুলসুম নামের এক নারী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ওই নারী ও যুবককে স্বামীর বাড়ি থেকে আটক করেন দঁড়িচরিয়া কোনা গ্রামের লোকজন। পরে গত রোববার (২১ সেপ্টেম্বর) সকালে বাড়ির সামনে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের দুই হাত একসঙ্গে বেঁধে নির্যাতন চালান হাবিবুর, কুলসুমসহ (৪৫) কয়েকজন।

নির্যাতনের শিকার ওয়াহিদের বাবা মজলু মিয়া বলেন, ‘মানুষরে মানুষ এভাবে মারে কেমনে। আমি বিচার চাই।’

জানা যায়, ১০ বছর আগে কটিয়াদী পৌর এলাকায় এক যুবকের সঙ্গে বিয়ে হয় নির্যাতনের শিকার ওই নারীর। বিয়ের চার বছর পরে সৌদি আরবে পাড়ি জমান তার স্বামী। পরে একই উপজেলার চারিয়া গ্রামের যুবক ওয়াহিদের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

ভুক্তভোগী নারীর খালাতো ভাই বলেন, ‘পরিকল্পিতভাবে তাদের ওপর টর্চার করা হইছে। আমরা চাই যে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, সবাইকে আইনের আওতায় এনে উপযুক্ত সাজা দেওয়া হোক।’

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, ২০ সেপ্টেম্বর রাত ৩টার দিকে পরিকল্পিতভাবে তার স্বামীর বসতে ঢুকে পড়ে অভিযুক্তরা। এ সময় তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয় তারা। পরে তার পাশের রুম থেকে তার পূর্বপরিচিত এক যুবককে ডেকে এনে দুজনকে একসঙ্গে মারধর করা হয়। পরে আবার বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে তাদের একসঙ্গে বেঁধে নির্যাতন করে সেই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত হলেও আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মো. শাহরিয়ার বলেন, ‘তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। চোখের আঘাত এবং শরীরের অন্য জায়গায় আঘাতের কথা চিন্তা করেই আমরা তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রেখেছি।’

পুলিশ জানায়, বিষয়টি নজরে আসার পরেই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে কুলসুম ও বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্ত সাপেক্ষে আমরা অভিযোগ নিই। অভিযোগ নিয়ে দ্রুত মামলা রেকর্ড করি। ওই দিনই অভিযান চালিয়ে মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সূত্র: আজকের পত্রিকা

আরও পড়ুন

ক্যানভাসে জীবনের গল্প

ক্যানভাসে জীবনের গল্প

শিল্পী নারীকে পাখির মতোই দেখেন। নদী নারী পাখি সবই যে প্রকৃতির অংশ। এ দেশের রমনীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। আর পাখি? তার গান নদী নারীর মতোই। বাদামি রঙের কাগজে চারকোলের এ ছবি নিয়ে যায় মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে।

১ দিন আগে

মুক্তি পেল সৈয়দ সাহিলের রাজনৈতিক থ্রিলার ওয়েবফিল্ম দাবাঘর

মুক্তি পেল সৈয়দ সাহিলের রাজনৈতিক থ্রিলার ওয়েবফিল্ম দাবাঘর

চলচ্চিত্রটির গল্প বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ দ্বারা প্রভাবিত, যা শুধু বিনোদন নয়, বরং গভীরতর সামাজিক প্রশ্নও উত্থাপন করে।

২ দিন আগে

প্রবাসীদের ভোটপ্রতি খরচ হবে ৭০০ টাকা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

প্রবাসীদের ভোটপ্রতি খরচ হবে ৭০০ টাকা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটপ্রতি ৭০০ টাকা ব্যয় হবে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এর মধ্যে ৫০০ টাকা খরচ হবে প্রবাসে আনা-নেওয়ায় আর ২০০ টাকা অন্য খাতে।

৩ দিন আগে

ইতালিতে প্রবাসী যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

ইতালিতে প্রবাসী যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ধারদেনা করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যানঅভি। একটি রেস্টুরেন্টে কাজ করতেন। বেশ কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন অভি। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ।

৩ দিন আগে