প্রতিবেদক, বিডিজেন
বিভিন্ন বিমানের টিকিট অস্বাভাবিক মূল্যে বিক্রিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তদন্ত কমিটির সভা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি তো বলা হয়, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত তদন্ত কমিটি বুধবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে সভায় বসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ১৬টি এয়ারলাইনসের মনোনীত জেনারেল সেলস এজেন্টের মালিক বা প্রতিনিধিদের শুনানি গ্রহণ করবেন। শুনানিতে কমিটির সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ), প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-২ অধিশাখা), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব), সিএ-২ অধিশাখা, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (বিমান ও সিএ) ব্যক্তিগত কর্মকর্তা এবং যুগ্ম সচিবের (সিএ) ব্যক্তিগত কর্মকর্তা।
বিভিন্ন বিমানের টিকিট অস্বাভাবিক মূল্যে বিক্রিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তদন্ত কমিটির সভা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি তো বলা হয়, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত তদন্ত কমিটি বুধবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে সভায় বসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ১৬টি এয়ারলাইনসের মনোনীত জেনারেল সেলস এজেন্টের মালিক বা প্রতিনিধিদের শুনানি গ্রহণ করবেন। শুনানিতে কমিটির সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ), প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-২ অধিশাখা), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব), সিএ-২ অধিশাখা, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (বিমান ও সিএ) ব্যক্তিগত কর্মকর্তা এবং যুগ্ম সচিবের (সিএ) ব্যক্তিগত কর্মকর্তা।
‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’
মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকায় অবৈধভাবে অবস্থানরত ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত প্রচেষ্টায় প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে সংযুক্ত আরব আমিরাতে আটককৃতদের মধ্য থেকে ইতিমধ্যে ১৮৮ জন দেশে ফিরে এলেও এখনো আবুধাবি কারাগারে আটক আছে ২৫ জন প্রবাসী। তাদের মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কুটনৈতিক ও আইনী প্রচেষ্টা অব্যাহত রেখেছে।