logo
খবর

বেশি দামে বিমানের টিকিট বিক্রি বন্ধে বসছে তদন্ত কমিটি

প্রতিবেদক, বিডিজেন১৯ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
বেশি দামে বিমানের টিকিট বিক্রি বন্ধে বসছে তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

বিভিন্ন বিমানের টিকিট অস্বাভাবিক মূল্যে বিক্রিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তদন্ত কমিটির সভা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি তো বলা হয়, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত তদন্ত কমিটি বুধবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে সভায় বসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ১৬টি এয়ারলাইনসের মনোনীত জেনারেল সেলস এজেন্টের মালিক বা প্রতিনিধিদের শুনানি গ্রহণ করবেন। শুনানিতে কমিটির সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সভায় উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ), প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-২ অধিশাখা), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব), সিএ-২ অধিশাখা, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (বিমান ও সিএ) ব্যক্তিগত কর্মকর্তা এবং যুগ্ম সচিবের (সিএ) ব্যক্তিগত কর্মকর্তা।

আরও পড়ুন

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ, ২২ মে শুনানি

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ, ২২ মে শুনানি

গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৮ ঘণ্টা আগে

আগস্ট-অক্টোবরেই নির্বাচন হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে: বিএনপি নেতা আমীর খসরু

আগস্ট-অক্টোবরেই নির্বাচন হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে: বিএনপি নেতা আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের জন্য ৩ মাস সময় নিয়ে যাওয়া দরকার। আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে?

১ দিন আগে

অন্তর্বর্তী সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। আমরা প্রায়ই দেখছি, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন।

২ দিন আগে

অভিনেত্রী নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দরে আটক

অভিনেত্রী নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দরে আটক

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে পুলিশ। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

২ দিন আগে