বিডিজেন ডেস্ক
বাংলাদেশে চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মিছিল ও বিক্ষোভ করার দায়ে আটক আরও ৭৫ জন প্রবাসী বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে মিছিল ও বিক্ষোভ করার দায়ে আটক মোট ১৮৮ জন প্রবাসী মুক্তি পেলেন।
শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেফায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের পর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তি পাওয়া ৭৫ জন বাংলাদেশি আগামী এক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন।
এর আগে আটক ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। তারা ইতিমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ওই বাংলাদেশিরা জুলাই মাসে বিক্ষোভ করে সংহতি প্রকাশ করেছিলেন। সে সময় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। পরে আবুধাবি ফেডারেল আদালত ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বাংলাদেশে চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মিছিল ও বিক্ষোভ করার দায়ে আটক আরও ৭৫ জন প্রবাসী বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে মিছিল ও বিক্ষোভ করার দায়ে আটক মোট ১৮৮ জন প্রবাসী মুক্তি পেলেন।
শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেফায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের পর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তি পাওয়া ৭৫ জন বাংলাদেশি আগামী এক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন।
এর আগে আটক ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। তারা ইতিমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ওই বাংলাদেশিরা জুলাই মাসে বিক্ষোভ করে সংহতি প্রকাশ করেছিলেন। সে সময় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। পরে আবুধাবি ফেডারেল আদালত ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে রোববার (১৩ অক্টোবর) লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’
মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকায় অবৈধভাবে অবস্থানরত ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত প্রচেষ্টায় প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।