
বিডিজেন ডেস্ক

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর প্রথম আলোর।
নিহত ৩ জন হলেন উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।
নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘রুবেল, সানি ও নিপু আমাদের একই গ্রামের কাছের বন্ধু ছিলেন। গতকাল রাতে তাঁরা কোনো এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফেরছিলেন। তখন সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাঁদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। তিনজনের লাশ বাড়িতে আনা হয়েছে। একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুতে পরিবারে ও গ্রামে মাতম চলছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। লাশগুলো নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: প্রথম আলো

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর প্রথম আলোর।
নিহত ৩ জন হলেন উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।
নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘রুবেল, সানি ও নিপু আমাদের একই গ্রামের কাছের বন্ধু ছিলেন। গতকাল রাতে তাঁরা কোনো এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফেরছিলেন। তখন সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাঁদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। তিনজনের লাশ বাড়িতে আনা হয়েছে। একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুতে পরিবারে ও গ্রামে মাতম চলছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। লাশগুলো নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: প্রথম আলো
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমাপ্রাপ্ত সব বাংলাদেশি ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। তারা ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত জুলাই আন্দোলনের সময় আমিরাতে আটক হয়েছিলেন।
সংলাপে মূলত ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো—বায়রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের পরিকল্পনা, নৈতিক নিয়োগ নিশ্চিতকরণে প্রার্থীদের অঙ্গীকার এবং বাংলাদেশে ও গন্তব্য দেশসমূহে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খলিলুর রহমান আমেরিকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের আমেরিকায় ভ্রমণ সহজ করার অনুরোধ জানান।