বিডিজেন ডেস্ক
চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর প্রথম আলোর।
নিহত ৩ জন হলেন উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।
নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘রুবেল, সানি ও নিপু আমাদের একই গ্রামের কাছের বন্ধু ছিলেন। গতকাল রাতে তাঁরা কোনো এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফেরছিলেন। তখন সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাঁদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। তিনজনের লাশ বাড়িতে আনা হয়েছে। একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুতে পরিবারে ও গ্রামে মাতম চলছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। লাশগুলো নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: প্রথম আলো
চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর প্রথম আলোর।
নিহত ৩ জন হলেন উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।
নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘রুবেল, সানি ও নিপু আমাদের একই গ্রামের কাছের বন্ধু ছিলেন। গতকাল রাতে তাঁরা কোনো এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফেরছিলেন। তখন সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাঁদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। তিনজনের লাশ বাড়িতে আনা হয়েছে। একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুতে পরিবারে ও গ্রামে মাতম চলছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। লাশগুলো নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: প্রথম আলো
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। আমরা প্রায়ই দেখছি, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন।
চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে পুলিশ। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক আজ রোববার (১৮ মে) এই ফি নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ বাড়তি কোনো অর্থ আদায় করা যাবে না।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।