logo
খবর

এশিয়ান কাপ নিশ্চিত বাংলাদেশ নারী ফুটবল দলের

প্রতিবেদক, বিডিজেন০৩ জুলাই ২০২৫
Copied!
এশিয়ান কাপ নিশ্চিত বাংলাদেশ নারী ফুটবল দলের
মিয়ানমারকে ২–১ গোলে হারানোর পর ঋতুপর্ণা–মনিকাদের উচ্ছ্বাস। পরে এ আনন্দ রূপ নিয়েছে প্রথমবার নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করার উৎসবেও। ছবি: বাফুফে

র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে উৎসবের উপলক্ষটা আগেই সাজিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অপেক্ষা ছিল বাহরাইন বনাম তুর্কমেনিস্তান ম্যাচের ফলাফলে। তুর্কমেনিস্তান পয়েন্ট হারানোয় এশিয়ান কাপের টিকিট মিলেছে বাংলাদেশের নারী ফুটবলারদের। তাতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে পিটার বাটলারের শিষ্যরা।

বুধবার (২ জুলাই) মিয়ানমারের ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে বাছাইপর্বের 'সি' গ্রুপের ম্যাচে বাহরাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তুর্কমেনিস্তান। ২ বার এগিয়ে থেকেও যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে সুযোগ হারায় দলটি।

এর আগে বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমারকে হারায় ২-১ গোলের ব্যবধানে। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের নারীরা। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশের নারী ফুটবল দলের। নিজেদের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের মঞ্চে জায়গা করে নিয়েছে তারা।

বাইলজ অনুযায়ী, ২ কিংবা তার বেশি দলের পয়েন্ট সমান হলে তখন দেখা হবে হেড টু হেড ব্যবধান। যেখানে মিয়ানমার ও বাহরাইন দুই দলকেই হারিয়েছে বাংলাদেশ। তাই এ দুই দলের কোনো সম্ভাবনাই নেই পরবর্তী রাউন্ডে যাওয়ার। তবে বাহরাইনকে হারিয়ে শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে সুযোগ ছিল তুর্কমেনিস্তানের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।

শেষ ম্যাচে এখন তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এখন নিছক আনুষ্ঠানিকতার। তবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে জয় তুলে নিতেই মরিয়া থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাছাইপর্ব থেকে ওঠা প্রথম দল বাংলাদেশই। চূড়ান্ত পর্বের ১২ দলের মধ্যে আগেই জায়গা নিশ্চিত ছিল ৪টি দলের—স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া আর সর্বশেষ আসরের সেরা ৩ দল হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। তাদের সঙ্গে যোগ হবে বাছাইয়ের ৮ গ্রুপের চ্যাম্পিয়নরা।

ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত একবারই এশিয়ান কাপের মূল পর্বে খেলার কীর্তি আছে বাংলাদেশের। ১৯৮০ সালে কুয়েতে খেলেছিল বাংলাদেশের পুরুষদের জাতীয় দল। এরপর আর কখনো বাংলাদেশের কোনো জাতীয় দল এশিয়ান কাপে খেলতে পারেনি।

আরও দেখুন

প্রবাসীদের কাছে ৯ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি

প্রবাসীদের কাছে ৯ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি

প্রবাসীদের কাছে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে পোস্টাল ব্যালট পেপার পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে গণভোট ও সংসদ নির্বাচনের জন্য দুই রঙের দুটি ব্যালট পাঠানো হবে।

৬ মিনিট আগে

ইউরোপ পাঠানোর কথা বলে ৪৭ লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠান পরিচালক

ইউরোপ পাঠানোর কথা বলে ৪৭ লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠান পরিচালক

ইউরোপের ভিসা প্রোসেসিংয়ের নামে ৪৭ লাখ টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে ওয়ার্ল্ডওয়াইড ড্রিম ট্রাভেলস অ্যান্ড কনসালটেন্সির পরিচালক আশরাফুল হক রানার বিরুদ্ধে। গত ৯ নভেম্বর ঢাকার সিএমএম (পল্টন) আদালতে রানার বিরুদ্ধে মামলা করেছেন ওই এজেন্সির চেয়ারম্যান নূর আরোসায়ালা (মজনু আহমেদ)।

২ দিন আগে

বাংলাদেশে নিরাপদ বসবাসযোগ্য পরিবেশ গড়তে কমিউনিটিভিত্তিক অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশে নিরাপদ বসবাসযোগ্য পরিবেশ গড়তে কমিউনিটিভিত্তিক অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল ‘মিইমাই’ অপরাধ প্রতিরোধ অ্যাপ উপস্থাপন। এ অ্যাপের মাধ্যমে নাগরিকেরা নিরাপদ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করতে, তাৎক্ষণিকভাবে তথ্য দিতে এবং ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার পথ নির্বাচন করতে পারেন। এটি সাধারণ হাঁটার মধ্যেই পর্যবেক্ষণ ও সতর্কতার একটি সংস্কৃতি তৈরি করে।

৪ দিন আগে

হস্তশিল্পের বৈশ্বিক বাজার ১০০ কোটি ডলার, রপ্তানি বৃদ্ধিতে নীতি, কৌশলগত পদক্ষেপ জরুরি: কর্মশালায় অভিমত

হস্তশিল্পের বৈশ্বিক বাজার ১০০ কোটি ডলার, রপ্তানি বৃদ্ধিতে নীতি, কৌশলগত পদক্ষেপ জরুরি: কর্মশালায় অভিমত

কর্মশালায় জানানো হয়, ২০২৪ সালে বৈশ্বিক হস্তশিল্পের যে বিশাল বাজার ছিল সেখানে বাংলাদেশের অংশীদারত্ব এক শতাংশেরও কম। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ২৯ দশমিক ৭৫ মিলিয়ন আমেরিকান ডলার মূল্যের হস্তশিল্প রপ্তানি করেছে।

৫ দিন আগে