logo
খবর

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সম্পাদক মিজান সোহেল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৪ দিন আগে
Copied!
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সম্পাদক মিজান সোহেল
দেশের অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্সের প্রথম সভা

যাত্রা শুরু করেছে দেশের অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় দেশের ৩৫টি গণমাধ্যমের সংশ্লিষ্ট প্রধানদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

সভায় সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটিতে আগামী এক বছরের জন্য দৈনিক নয়া দিগন্তের অনলাইন সম্পাদক হাসান শরীফকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

১৩ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক।

যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন আরটিভির ডিজিটালপ্রধান এম এ এইচ এম কবির আহম্মেদ ও ডিবিসি টেলিভিশনের ডিজিটালপ্রধান কামরুল ইসলাম রুবেল,

সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ ও সহসাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের অনলাইনপ্রধান সারাফত হুসাইন দায়িত্ব পাণ করবেন।

অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মঈন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টিভির অনলাইনপ্রধান মাসুদ বিন আব্দুর রাজ্জাক এবং সদস্য হিসেবে দৈনিক কালের কণ্ঠের উপবার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ আনিসুর রহমান বুলবুল, দ্য ডেইলি স্টারের অনলাইনপ্রধান আজাদ বেগ ও বার্তা২৪ ডটকমের নিউজরুম কো-অর্ডিনেটর মানসুরা চামেলীকে মনোনিত করা হয়েছে।

2024-12-14_rcyflgoj_135

কমিটির প্রথম সভায় অনলাইন ও ডিজিটাল বা মাল্টিমিডিয়ার প্রধান হিসেবে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’–এর সদস্য হয়েছেন দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন, দৈনিক খবরের কাগজের গোলাম রাব্বানী, একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অনলাইনপ্রধান শামছুল হক রাসেল, কালের কণ্ঠ ডিজিটালের হেড যাকারিয়া ইবনে ইউসুফ, যায়যায়দিন অনলাইন হেড সাইফুল ইসলাম, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মৌদুদ সুজন, বে অব বেঙ্গল পোস্টের গোলাম জাকারিয়া, এশিয়ান টিভির আরিফুর রহমান, দেশ রূপান্তরের আপেল মাহমুদ, মানবজমিনের সাজিদ হক, দেশ টিভির মনিরুজ্জামান, আরটিভির বিপুল হাসান, দেশ রূপান্তরের মাহতাব হোসেন, এটিএন বাংলার মো. রাশেদ সিদ্দিক, দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, বাংলাভিশনের রিয়াজুল আলম রাব্বী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের এস এম আমিনুর রহমান, কালের কণ্ঠের সাকিব সিকান্দার, ভোরের কাগজের এইচ এম নাহিয়ান, ডেইলি বাংলাদেশের রনি রেজা, নাগরিক টেলিভিশনের মবিন হোসেন, নয়া দিগন্তের যুবরাজ ফয়সাল, বার্তা বাজারের নাসির উদ্দিন পাটোয়ারী, দৈনিক ইত্তেফাকের এ কে এম ইমরানুল হক, দ্য নিউজ টুয়েন্টিফোরের রুদ্র মিজান, দৈনিক যুগান্তরের যোবায়ের আহসান জাবের ও আতাউর রহমান।

কমিটির প্রথম সভায় অনলাইন ও ডিজিটাল বা মাল্টিমিডিয়ার প্রধান হিসেবে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’–এর সদস্য হয়েছেন দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন, দৈনিক খবরের কাগজের গোলাম রাব্বানী, একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অনলাইনপ্রধান শামছুল হক রাসেল, কালের কণ্ঠ ডিজিটালের হেড যাকারিয়া ইবনে ইউসুফ, যায়যায়দিন অনলাইন হেড সাইফুল ইসলাম, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মৌদুদ সুজন, বে অব বেঙ্গল পোস্টের গোলাম জাকারিয়া, এশিয়ান টিভির আরিফুর রহমান, দেশ রূপান্তরের আপেল মাহমুদ, মানবজমিনের সাজিদ হক, দেশ টিভির মনিরুজ্জামান, আরটিভির বিপুল হাসান, দেশ রূপান্তরের মাহতাব হোসেন, এটিএন বাংলার মো. রাশেদ সিদ্দিক, দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, বাংলাভিশনের রিয়াজুল আলম রাব্বী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের এস এম আমিনুর রহমান, কালের কণ্ঠের সাকিব সিকান্দার, ভোরের কাগজের এইচ এম নাহিয়ান, ডেইলি বাংলাদেশের রনি রেজা, নাগরিক টেলিভিশনের মবিন হোসেন, নয়া দিগন্তের যুবরাজ ফয়সাল, বার্তা বাজারের নাসির উদ্দিন পাটোয়ারী, দৈনিক ইত্তেফাকের এ কে এম ইমরানুল হক, দ্য নিউজ টুয়েন্টিফোরের রুদ্র মিজান, দৈনিক যুগান্তরের যোবায়ের আহসান জাবের ও আতাউর রহমান।

আরও পড়ুন

হার মানা হার

হার মানা হার

যোগ্যতার চাইতে প্রাপ্তি বেশি হয়ে গেলে তখন সে লাগামহীন হয়ে ওঠে। এ অনেকটা মাটি ও খুঁটির মতো অবস্থা। খুঁটি শক্ত না হলে ঘর নড়বড়ে হবে আবার মাটি উর্বর না হলে খাওয়াপড়া জুটবে না। মানুষের চিন্তার সমৃদ্ধির জন্য পড়াশোনা কিংবা জ্ঞানের কোনো বিকল্প নেই।

১ দিন আগে

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

২ দিন আগে

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরের সঙ্গে আলাপচারিতা

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরের সঙ্গে আলাপচারিতা

কথাসাহিত্যিক ও গবেষক সিরাজুল ইসলাম মুনির সমকালীন বাংলা সাহিত্যাঙ্গনে সুপরিচিত নাম। তাঁর সাহিত্য সৃষ্টির সমৃদ্ধ বহুমাত্রিকতা সৃষ্টি করেছে শক্তিশালী স্বতন্ত্র অবস্থান। সাবলীল শব্দ ব্যঞ্জনার প্রকাশে তিনি ফুটিয়ে তুলেছেন জীবন, দেশাত্মবোধ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন মাত্রাকে।

২ দিন আগে