logo
খবর

রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে বিমানঘাঁটি অত্যাবশ্যক: বিমান বাহিনী

প্রতিবেদক, বিডিজেন২৮ জুলাই ২০২৫
Copied!
রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে বিমানঘাঁটি অত্যাবশ্যক: বিমান বাহিনী
বাংলাদেশ বিমানবাহিনীর সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে ঢাকায় বিমানঘাঁটি অত্যাবশ্যক বলে জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, 'রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমানঘাঁটি অত্যাবশ্যক। বিমানঘাঁটি যেখানেই থাকুক না কেন, সেখানে সুপরিসর রানওয়ে মেইনটেন্যান্স, লজিস্টিকস, এয়ার ট্রাফিক কন্ট্রোলিং ফ্যাসিলিটি থাকতে হয়।'

'তেজগাঁও হোক বা কুর্মিটোলা হোক অপারেশনাল ও স্ট্রাটেজিক নেসেসিটির জন্য পৃথিবীর যেকোনো দেশের রাজধানীতে বিমানঁঘাটি অত্যাবশ্যক,' বলেন তিনি।

গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত চলছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, 'ঘটনার দিন বাংলাদেশ বিমানবাহিনী উদ্ধারকার্যে অংশগ্রহণ করে এবং একইদিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা আছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি।'

এক প্রশ্নের জবাবে এয়ার কমডোর শহীদুল বলেন, 'উচ্চ পর্যায়ের তদন্ত চলমান।  প্রত্যেকটা বিষয় আমাদের এই তদন্ত প্রক্রিয়ায় চলে আসবে। তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসুক, আমরা পরবর্তীতে বিস্তারিত দেব।'

আরও দেখুন

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৩ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৪ দিন আগে

আমেরিকা-কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন আজ রাতে শুরু হচ্ছে

আমেরিকা-কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন আজ রাতে শুরু হচ্ছে

আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

৪ দিন আগে